নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর মোহাম্মদপুর থানার মোহাম্মাদিয়া হোমস লিমিটেড এলাকায় ছেলেসন্তান হওয়ার খবরে বাসায় গিয়ে চাঁদা দাবি ও না পেয়ে ভাঙচুরের ঘটনায় ১০ হিজড়াকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা-পুলিশ।
গ্রেপ্তাররা হলেন জুলি (৩০), তাহমিনা (২৫), রিয়া (৩৫), মনি (১৯), নয়ন (৩৬), বাবু (২০), পাহাড়ী (৫৪), জ্যোতি (২৫), সুমি (৩৫) ও সাগরিকা (৩৫)।
এই ঘটনায় ভুক্তভোগী পরিবার হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগে অজ্ঞাতনামা ১০-১৫ জনের নামে মামলা করেছে।
আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল হক বলেন, বাসায় গিয়ে চাঁদা দাবি ও না পেয়ে হামলা-ভাঙচুরের ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী মাসুদ রানা একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিক। পাঁচ মাস আগে তাঁদের একটি পুত্রসন্তান হয়। এর পর থেকে প্রায়ই হিজড়ারা চাঁদার জন্য আসত। তাঁরা ১০ হাজার টাকা চাঁদা দাবি করে। কিন্তু বাসায় প্রবেশ করতে না দিয়ে গেটের নিরাপত্তাকর্মী তাঁদের চলে যেতে বলেন। এভাবে তাঁরা বেশ কয়েকবার আসেন।
সর্বশেষ আজ বেলা ১১টার দিকে জুলি, রিয়াসহ অন্তত ১৫-২০ জন হিজড়া বাসার নিচে এসে আগের দাবি করা টাকা দেওয়ার জন্য চাপ দেন। এ সময় তাঁদের চলে যেতে বললে বাসার নিরাপত্তাকর্মী জাহিদ ও শহিদুলের ওপর হামলা চালান। পরে বাসার ভেতরে ঢুকে ১০ হাজার টাকা দাবি করেন। এমনকি মামলার বাদী মাসুদের ওপরও হামলা চালান হিজড়ারা। পরে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এ সময় অজ্ঞাত অনেকেই পালিয়ে যায়।
রাজধানীর মোহাম্মদপুর থানার মোহাম্মাদিয়া হোমস লিমিটেড এলাকায় ছেলেসন্তান হওয়ার খবরে বাসায় গিয়ে চাঁদা দাবি ও না পেয়ে ভাঙচুরের ঘটনায় ১০ হিজড়াকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা-পুলিশ।
গ্রেপ্তাররা হলেন জুলি (৩০), তাহমিনা (২৫), রিয়া (৩৫), মনি (১৯), নয়ন (৩৬), বাবু (২০), পাহাড়ী (৫৪), জ্যোতি (২৫), সুমি (৩৫) ও সাগরিকা (৩৫)।
এই ঘটনায় ভুক্তভোগী পরিবার হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগে অজ্ঞাতনামা ১০-১৫ জনের নামে মামলা করেছে।
আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল হক বলেন, বাসায় গিয়ে চাঁদা দাবি ও না পেয়ে হামলা-ভাঙচুরের ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী মাসুদ রানা একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিক। পাঁচ মাস আগে তাঁদের একটি পুত্রসন্তান হয়। এর পর থেকে প্রায়ই হিজড়ারা চাঁদার জন্য আসত। তাঁরা ১০ হাজার টাকা চাঁদা দাবি করে। কিন্তু বাসায় প্রবেশ করতে না দিয়ে গেটের নিরাপত্তাকর্মী তাঁদের চলে যেতে বলেন। এভাবে তাঁরা বেশ কয়েকবার আসেন।
সর্বশেষ আজ বেলা ১১টার দিকে জুলি, রিয়াসহ অন্তত ১৫-২০ জন হিজড়া বাসার নিচে এসে আগের দাবি করা টাকা দেওয়ার জন্য চাপ দেন। এ সময় তাঁদের চলে যেতে বললে বাসার নিরাপত্তাকর্মী জাহিদ ও শহিদুলের ওপর হামলা চালান। পরে বাসার ভেতরে ঢুকে ১০ হাজার টাকা দাবি করেন। এমনকি মামলার বাদী মাসুদের ওপরও হামলা চালান হিজড়ারা। পরে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এ সময় অজ্ঞাত অনেকেই পালিয়ে যায়।
নারায়ণগঞ্জের বন্দরে চুরির অভিযোগে এক যুবককে গণপিটুনি নিয়ে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের বারপাড়ায় এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম রাহিম (২২)। তিনি দক্ষিণ বারপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
৩ মিনিট আগেগতকাল সোয়া ১টার দিকে টঙ্গী-গাজীপুর রুটে চলাচল করা ‘ক্ষণিকা’ বাসে হামলার ঘটনা ঘটে। এতে বাসের ড্রাইভারসহ কয়েকজন শিক্ষার্থী আঘাত পেয়ে ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসা নেন। পরে রাত সাড়ে ৮টায় উত্তরা পশ্চিম থানায় যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এবং প্রক্টর সাইফুদ্দিন আহমেদ। এ সময় আসামিদে
৪ মিনিট আগেগাজীপুরের টঙ্গীতে পোশাকশ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ৭৫ জনকে ছাঁটাই ও মামলা করেছে কারখানা কর্তৃপক্ষ। এ মামলায় পুলিশ আজ বুধবার সাত শ্রমিককে গ্রেপ্তার করেছে। যমুনা অ্যাপারেলস লিমিটেড নামের কারখানাটির মানবসম্পদ বিভাগের কর্মকর্তা সোলায়মান কবির বাদী হয়ে গতকাল মঙ্গলবার রাতে টঙ্গী পূর্ব থানায় মাম
১০ মিনিট আগেমাগুরায় শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় ৪র্থ দিনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আজ বুধবার সকাল ১০ টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে সাক্ষ্য গ্রহণ হয়। সাক্ষ্য দিয়েছেন মাগুরা ও ফরিদপুর মেডিকেলের তিন জন চিকিৎসক। যারা শিশুটির চিকিৎসা করেছিলেন।
৩০ মিনিট আগে