সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের সিঙ্গাইরে দ্বিতীয় ধাপে ১১ ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১১ নভেম্বর। নির্বাচনীয় সহিংসতা এড়াতে প্রতিটি নির্বাচনে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দুটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপরও কেন্দ্র দুটিতে বিগত দুই ইউপি নির্বাচনে সুষ্ঠু ভোট হয়নি বলে অভিযোগ স্থানীয় ভোটারদের।
চর দুর্গাপুর গ্রামের ফজর আলী, পশ্চিম ভাকুম কেন্দ্রের ভোটার মো. আলমাস উদ্দিন ও মো. বাবুল হোসেনসহ নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই জানান, জয়মন্টপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চরদুর্গাপুর ও পশ্চিম ভাকুম কেন্দ্র দুটি নদীর এপার-ওপার। প্রতি নির্বাচনেই কেন্দ্রটি দখল নেয় বর্তমান ইউপি সদস্য আব্দুস সালামের লোকজন। ভোট কেন্দ্রে গেলে ওই ওয়ার্ডের বর্তমান মেম্বারের কর্মীরা জোর করে ব্যালট পেপারে সিল মারে। প্রতি নির্বাচনেই ওই কেন্দ্রে মারামারির ঘটনা ঘটে।
ওই ওয়ার্ডের ইউপি সদস্য পদ-প্রার্থী মো. ইলিয়াস হোসেন বলেন, কেন্দ্রটি খুবই ঝুঁকিপূর্ণ। গত নির্বাচনেও আমি প্রার্থী হয়েছিলাম। কেন্দ্রটিতে ভোটাররা ভোট দিতে গেলে বর্তমান মেম্বার আব্দুস সালামের লোকজন ব্যালট পেপার কেড়ে নিয়ে ইচ্ছে মতো সিল মারে। ভোট কেন্দ্র থেকে আমার এজেন্টদের মারধর করে বের করে দেওয়া হয়। কেন্দ্রটি অধিক ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে আবেদন করেছি। প্রশাসনের কাছে দাবি এ বছর যেন মানুষ সুষ্ঠু স্বাভাবিক ভাবে ভোট দিতে পারে।
সিঙ্গাইর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মাহাবুব রোমান চৌধুরী বলেন, নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তবে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অধিক নিরাপত্তা জোরদার করা হবে।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (সিঙ্গাইর সার্কেল) মো. রেজাউল হক বলেন, নির্বাচন সুষ্ঠু করতে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। কে কোন দল করে সেটা দেখার বিষয় নয়। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কাউকে ছাড় দেওয়া হবে না।
মানিকগঞ্জের সিঙ্গাইরে দ্বিতীয় ধাপে ১১ ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১১ নভেম্বর। নির্বাচনীয় সহিংসতা এড়াতে প্রতিটি নির্বাচনে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দুটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপরও কেন্দ্র দুটিতে বিগত দুই ইউপি নির্বাচনে সুষ্ঠু ভোট হয়নি বলে অভিযোগ স্থানীয় ভোটারদের।
চর দুর্গাপুর গ্রামের ফজর আলী, পশ্চিম ভাকুম কেন্দ্রের ভোটার মো. আলমাস উদ্দিন ও মো. বাবুল হোসেনসহ নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই জানান, জয়মন্টপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চরদুর্গাপুর ও পশ্চিম ভাকুম কেন্দ্র দুটি নদীর এপার-ওপার। প্রতি নির্বাচনেই কেন্দ্রটি দখল নেয় বর্তমান ইউপি সদস্য আব্দুস সালামের লোকজন। ভোট কেন্দ্রে গেলে ওই ওয়ার্ডের বর্তমান মেম্বারের কর্মীরা জোর করে ব্যালট পেপারে সিল মারে। প্রতি নির্বাচনেই ওই কেন্দ্রে মারামারির ঘটনা ঘটে।
ওই ওয়ার্ডের ইউপি সদস্য পদ-প্রার্থী মো. ইলিয়াস হোসেন বলেন, কেন্দ্রটি খুবই ঝুঁকিপূর্ণ। গত নির্বাচনেও আমি প্রার্থী হয়েছিলাম। কেন্দ্রটিতে ভোটাররা ভোট দিতে গেলে বর্তমান মেম্বার আব্দুস সালামের লোকজন ব্যালট পেপার কেড়ে নিয়ে ইচ্ছে মতো সিল মারে। ভোট কেন্দ্র থেকে আমার এজেন্টদের মারধর করে বের করে দেওয়া হয়। কেন্দ্রটি অধিক ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে আবেদন করেছি। প্রশাসনের কাছে দাবি এ বছর যেন মানুষ সুষ্ঠু স্বাভাবিক ভাবে ভোট দিতে পারে।
সিঙ্গাইর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মাহাবুব রোমান চৌধুরী বলেন, নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তবে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অধিক নিরাপত্তা জোরদার করা হবে।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (সিঙ্গাইর সার্কেল) মো. রেজাউল হক বলেন, নির্বাচন সুষ্ঠু করতে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। কে কোন দল করে সেটা দেখার বিষয় নয়। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কাউকে ছাড় দেওয়া হবে না।
রাজধানীর মিরপুরের পল্লবীতে মেট্রোরেল স্টেশনের পিলারে মোটরসাইকেলের ধাক্কা লেগে ইমন মোল্লা (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত ১২টার দিকে পল্লবীতে মেট্রোরেল স্টেশনের নিচে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ২টার...
৮ মিনিট আগেবিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, এই ১০ বাংলাদেশি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করলে সে দেশের তুরা জেলা পুলিশ তাদের আটক করে। পরে রোববার বিকেলে নাকুগাঁও আইসিপি দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। রাত সাড়ে ১০টার দিকে বিজিবি তাদের নালিতাবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করে।
৩৬ মিনিট আগে৯৬ ঘণ্টা পর আজ (১১ আগস্ট) সকাল ৭ টা থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমা।
৪১ মিনিট আগেনিহত রুপলালের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে ৭০০ জন অজ্ঞাতনামা আসামি দিয়ে গতকাল রোববার দুপুরে তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে রাতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেন।
৪৪ মিনিট আগে