উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর উত্তরায় দাঁড়িয়ে থাকা ঈগল পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে তিনজন দুর্বৃত্ত। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উত্তরার ৯ নম্বর সেক্টরের আকাশ প্লাজার সামনে শনিবার রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে রাত ১০টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে ফায়ার সার্ভিস।
এতে ঈগল পরিবহনের গাড়িটির অধিকাংশই পুড়ে ছাই হয়ে গেছে। বাসটির সামনের বাম পাশের এক চাকা ফুটপাতের উপর উঠে রয়েছে। যা নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে পুলিশের।
বাসটির হেলপার মো. রিপন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা বেনাপোল থেকে উত্তরা এসেছি। যাত্রী নামিয়ে আমি ও ড্রাইভার বাসের পাশেই ছিলাম। হুট করে তিনজন লোক চালকের আসনের দিকে আগুন লাগিয়ে পালিয়ে যায়।’
এ বিষয়ে উত্তরার ডিয়াবাড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. আলম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘রাত ৯টা ৪৬ মিনিটে উত্তরায় ঈগল পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের খবর পাই। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট গিয়ে রাত ১০টা ২৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়।’
আলম হোসেন বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনে বাসটির অর্ধেক পুড়ে গেছে।’
অপরদিকে উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (অপারেশন) পার্থ প্রতিম ব্রহ্মচারী আজকের পত্রিকাকে বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুন লাগার কারণটি সন্দেহজন। কারণ, যেখানে আগুন লেগেছে, সেখানে যাত্রী নামানোর কথা না। সেই সঙ্গে বাসটি ফুটপাতে উঠে যাওয়াও সন্দেহজনক।’
রাজধানীর উত্তরায় দাঁড়িয়ে থাকা ঈগল পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে তিনজন দুর্বৃত্ত। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উত্তরার ৯ নম্বর সেক্টরের আকাশ প্লাজার সামনে শনিবার রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে রাত ১০টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে ফায়ার সার্ভিস।
এতে ঈগল পরিবহনের গাড়িটির অধিকাংশই পুড়ে ছাই হয়ে গেছে। বাসটির সামনের বাম পাশের এক চাকা ফুটপাতের উপর উঠে রয়েছে। যা নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে পুলিশের।
বাসটির হেলপার মো. রিপন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা বেনাপোল থেকে উত্তরা এসেছি। যাত্রী নামিয়ে আমি ও ড্রাইভার বাসের পাশেই ছিলাম। হুট করে তিনজন লোক চালকের আসনের দিকে আগুন লাগিয়ে পালিয়ে যায়।’
এ বিষয়ে উত্তরার ডিয়াবাড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. আলম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘রাত ৯টা ৪৬ মিনিটে উত্তরায় ঈগল পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের খবর পাই। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট গিয়ে রাত ১০টা ২৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়।’
আলম হোসেন বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনে বাসটির অর্ধেক পুড়ে গেছে।’
অপরদিকে উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (অপারেশন) পার্থ প্রতিম ব্রহ্মচারী আজকের পত্রিকাকে বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুন লাগার কারণটি সন্দেহজন। কারণ, যেখানে আগুন লেগেছে, সেখানে যাত্রী নামানোর কথা না। সেই সঙ্গে বাসটি ফুটপাতে উঠে যাওয়াও সন্দেহজনক।’
সচিবালয়ের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার এবং আহতেরা। আজ মঙ্গলবার সকালে তাঁরা এ বিক্ষোভ শুরু করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে শহীদদের হত্যাকারীদের জামিনে মুক্তি দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা।
১৩ মিনিট আগেচুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সকল স্কুল-কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্তের নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
৪৩ মিনিট আগেমহাসড়ক আইনের ৯ (১১) ধারা অনুযায়ী মহাসড়কের উভয় পার্শ্বে ভূমির প্রান্তসীমা থেকে ১০ মিটারের মধ্যে কোনো স্থাপনা নির্মাণ করা দন্ডনীয় অপরাধ। এমন আইনের ধারা সম্বলিত লেখা সাইটনবোর্ডের সাথেই নির্মাণ করা হয়েছে অবৈধ স্থাপনা।
১ ঘণ্টা আগেউত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে পটুয়াখালীর আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। গত দুই দিন ধরে জেলার বিভিন্ন স্থানে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। উত্তাল হয়ে উঠেছে কুয়াকাটা সংলগ্ন
২ ঘণ্টা আগে