উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর উত্তরায় দাঁড়িয়ে থাকা ঈগল পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে তিনজন দুর্বৃত্ত। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উত্তরার ৯ নম্বর সেক্টরের আকাশ প্লাজার সামনে শনিবার রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে রাত ১০টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে ফায়ার সার্ভিস।
এতে ঈগল পরিবহনের গাড়িটির অধিকাংশই পুড়ে ছাই হয়ে গেছে। বাসটির সামনের বাম পাশের এক চাকা ফুটপাতের উপর উঠে রয়েছে। যা নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে পুলিশের।
বাসটির হেলপার মো. রিপন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা বেনাপোল থেকে উত্তরা এসেছি। যাত্রী নামিয়ে আমি ও ড্রাইভার বাসের পাশেই ছিলাম। হুট করে তিনজন লোক চালকের আসনের দিকে আগুন লাগিয়ে পালিয়ে যায়।’
এ বিষয়ে উত্তরার ডিয়াবাড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. আলম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘রাত ৯টা ৪৬ মিনিটে উত্তরায় ঈগল পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের খবর পাই। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট গিয়ে রাত ১০টা ২৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়।’
আলম হোসেন বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনে বাসটির অর্ধেক পুড়ে গেছে।’
অপরদিকে উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (অপারেশন) পার্থ প্রতিম ব্রহ্মচারী আজকের পত্রিকাকে বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুন লাগার কারণটি সন্দেহজন। কারণ, যেখানে আগুন লেগেছে, সেখানে যাত্রী নামানোর কথা না। সেই সঙ্গে বাসটি ফুটপাতে উঠে যাওয়াও সন্দেহজনক।’
রাজধানীর উত্তরায় দাঁড়িয়ে থাকা ঈগল পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে তিনজন দুর্বৃত্ত। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উত্তরার ৯ নম্বর সেক্টরের আকাশ প্লাজার সামনে শনিবার রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে রাত ১০টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে ফায়ার সার্ভিস।
এতে ঈগল পরিবহনের গাড়িটির অধিকাংশই পুড়ে ছাই হয়ে গেছে। বাসটির সামনের বাম পাশের এক চাকা ফুটপাতের উপর উঠে রয়েছে। যা নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে পুলিশের।
বাসটির হেলপার মো. রিপন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা বেনাপোল থেকে উত্তরা এসেছি। যাত্রী নামিয়ে আমি ও ড্রাইভার বাসের পাশেই ছিলাম। হুট করে তিনজন লোক চালকের আসনের দিকে আগুন লাগিয়ে পালিয়ে যায়।’
এ বিষয়ে উত্তরার ডিয়াবাড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. আলম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘রাত ৯টা ৪৬ মিনিটে উত্তরায় ঈগল পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের খবর পাই। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট গিয়ে রাত ১০টা ২৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়।’
আলম হোসেন বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনে বাসটির অর্ধেক পুড়ে গেছে।’
অপরদিকে উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (অপারেশন) পার্থ প্রতিম ব্রহ্মচারী আজকের পত্রিকাকে বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুন লাগার কারণটি সন্দেহজন। কারণ, যেখানে আগুন লেগেছে, সেখানে যাত্রী নামানোর কথা না। সেই সঙ্গে বাসটি ফুটপাতে উঠে যাওয়াও সন্দেহজনক।’
দখল-দূষণে অস্তিত্বসংকটে পড়েছে কুমিল্লার পুরাতন গোমতী নদী। দখলদারদের কাছ থেকে নদীটি উদ্ধারের পর সংস্কার করে রাজধানীর হাতিরঝিলের আদলে নান্দনিক করার প্রকল্প হাতে নেওয়া হলেও তা বাস্তবায়ন হচ্ছে না। নদীপাড়ে উচ্ছেদ অভিযান পরিচালনার বিষয়ে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক), পানি উন্নয়ন বোর্ড (পাউবো)
১৮ মিনিট আগেচট্টগ্রামের ফটিকছড়িতে ধর্ষণের মামলা থেকে বাঁচতে জালিয়াতির মাধ্যমে তৈরি করা জন্মসনদে বয়স কমানোর অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে। অভিযুক্ত তরুণের নাম কাউসার হোসেন (১৯)। তিনি উপজেলার বাগানবাজার ইউনিয়নের হলুদিয়া এলাকার প্রয়াত মুকলেছুর রহমানের ছেলে। জালিয়াতির মাধ্যমে করা জন্মসনদে কাউসারের বয়স দেখানো হয়েছ
২১ মিনিট আগেনীলফামারীর ডিমলা উপজেলা ঘিরে রেখেছে নাউতারা, কুমলাই, ধুম ও বুড়িতিস্তা নদ-নদী। তবে দখল-দূষণে অস্তিত্বের সংকটে পড়েছে এগুলো। তিন বছর আগে প্রাণ ফেরাতে নাউতারা ও ধুম খনন করা হলেও কাজে আসেনি। খননের পরও নিশ্চিত করা যায়নি পানির প্রবাহ। নাব্যতা হারিয়ে এগুলো শুকিয়ে জেগে উঠেছে চর। সেখানে ধানসহ সবজির চাষ হচ্ছে।
২৬ মিনিট আগেগত বছরের দফায় দফায় বন্যায় মৌলভীবাজারে প্রায় ২৫০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। বছর পেরিয়ে আবার বর্ষা মৌসুম এলেও সড়ক সংস্কারে কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে সীমাহীন দুর্ভোগে রয়েছে জেলাবাসী। সড়কগুলোর কোনোটির পিচ উঠে ইট-সুরকি বেরিয়ে গেছে, কোথাও সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত।
৩০ মিনিট আগে