Ajker Patrika

বিআইডব্লিউটিএর বিরুদ্ধে ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিআইডব্লিউটিএর বিরুদ্ধে ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি দখলের অভিযোগ

নদী রক্ষার নামে অবৈধভাবে ব্যক্তি মালিকানাধীন রেকর্ড সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বিরুদ্ধে। জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে আজ রোববার এক সংবাদ সম্মেলনে হাজী মো. আব্দুল ওয়াছেক এই অভিযোগ করেন। রেকর্ডিয় ব্যক্তি মালিকানাধীন সম্পত্তির মালিকদের পক্ষে তিনি এই অভিযোগ করেন। 

লিখিত বক্তব্যে আব্দুল ওয়াছেক বলেন, ‘আমরা ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪৬ নম্বর ওয়ার্ডের মৌসাইদ, উজামপুর, নির্নিচক ও উত্তরখান মৌজার অধিবাসী। বিআইডব্লিউটিএ তুরাগ নদীর তীর দিয়ে সীমানা পিলার ও ওয়াকওয়ে (হাঁটাপথ) নির্মাণের কাজ করেছে। প্রকৃতপক্ষে ওয়াকওয়ে নদীর তীর দিয়ে নির্মাণের কথা। কিন্তু বিআইডব্লিউটিএ উল্লেখিত মৌজার বাসিন্দাদের ভোগ দখলিয় সম্পত্তির ভেতর দিয়ে নির্মাণ করছে। এটি নদী রক্ষা কমিশন আইন-২০১৩ এবং সংবিধান লঙ্ঘন।

আব্দুল ওয়াছেক আরও বলেন, খতিয়ানভুক্ত ও খাজনা পরিশোধিত ব্যক্তি মালিকানাধীন সম্পত্তির ওপর কোনো নোটিশ ছাড়া এবং অধিগ্রহণ ছাড়া অন্যায়ভাবে সরকারি কাজের অজুহাত দিয়ে এমন করছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া প্রভাব খাঁটিয়ে এলাকার জমির মালিকদের হয়রানিমূলক মিথ্যা মামলা দিচ্ছে সরকারের এই প্রতিষ্ঠানটি। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে ওয়াছেক বলেন, ‘আমরা জানি প্রধানমন্ত্রী কখনো এই ধরনের অবৈধ কাজকে সমর্থন করেন না। বরং তিনি গরিব দুঃখী, নিরীহ ও অসহায় মানুষের পাশে থেকে অধিকার ফিরিয়ে দেন। তাই প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন, ঠিকাদারদের স্বার্থ রক্ষা না করে রেকর্ডিয় সম্পত্তির মালিকদের স্বার্থ রক্ষা করেন। প্রয়োজনে আইন অনুযায়ী অধিগ্রহণের ব্যবস্থা গ্রহণ করেন।’ 

সংবাদ সম্মেলনে রেকর্ডিয় ব্যক্তি মালিকানাধীন সম্পত্তির মালিকেরা উপস্থিত ছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে হচ্ছে নতুন আইন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত