Ajker Patrika

আজিমপুর স্টাফ কোয়ার্টারে সকাল থেকে পানি নেই, দুর্ভোগ চরমে

নিজস্ব প্রতিবেদক ঢাকা
আজিমপুর স্টাফ কোয়ার্টারে সকাল থেকে পানি নেই, দুর্ভোগ চরমে

পুরান ঢাকার আজিমপুর কলোনির একটি বহুতল ভবনে সকাল থেকে পানি নেই। পানি না থাকায় ২০ তলা এই ভবনের বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

আজিমপুর কলোনির ২০ নম্বর ভবনের নিরাপত্তা প্রহরী শামসুল আলম জানান, সকাল ১১টার দিকে গণপূর্তের লোকজন জানান যে পানির পাম্পের সমস্যা আছে। বিকেলের মধ্যে ঠিক হয়ে যাবে। কিন্তু রাত ১১টা পর্যন্ত রিজার্ভ ট্যাংকিতে পানি সরবরাহ দেওয়া হয়নি। এতে অনেকেই পাশের ভবন থেকে পানি এনে ব্যবহার করছেন।

২০নং ভবনের বাসিন্দা হোসেন জানান, পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ পানি বন্ধ হওয়াতে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে তাদের। তিনি বলেন, ‘রাতে বাসায় ফিরে দেখি পানি নেই। রান্না বন্ধ রয়েছে।’

ছয়তলার বাসিন্দা বীথি আক্তার জানান, পানি না থাকায় তাঁর রাতের রান্না করা সম্ভব হয়নি। হাতমুখ ধোয়া কিংবা অজু করার মতো পানিও তাঁদের বাসায় ছিল না।

এ ভবনের বাসিন্দা নার্গিস জানান, কখনো ভবনের পানির সমস্যা হয়নি। কিন্তু হঠাৎ করে পানির সংকট দেখা দেওয়াতে অজু করা থেকে শুরু করে থালাবাটি ধোয়ার পানিও ছিল না। রাতের বেলায় পাশের ১৭ নম্বর ভবন থেকে কিছু পানি এনে প্রয়োজন মেটাতে হয়।

জানতে চাইলে আজিমপুর গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী আল আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘যেখান থেকে পানি সরবরাহ দেওয়া হয় সেখানকার মোটরে সমস্যা দেখা দিয়েছে। এ কারণে ভবনে পানি আসছে না। পাম্পের মোটর মেরামত না করা পর্যন্ত ভবনটিতে পানি সরবরাহ দেওয়া সম্ভব হচ্ছে না।’

পানি এবং মোটর ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন উপসহকারী প্রকৌশলী তুষার আলম। তিনি পাম্পের সেখানে আছেন বলে জানান আল আমিন। উপসহকারী প্রকৌশলী তুষার আলমের ফোনে বেশ কয়েকবার কল দেওয়া হলেও তিনি জবাব দেননি। পরে বি জোনের এক নম্বর গেটের প্রবেশপথের ডান পাশে যেখানে পাম্পের সমস্যা হয়েছে সেখানে গিয়েও তুষার আলমকে পাওয়া যায়নি। তাঁর বক্তব্য নেওয়ার জন্য রাত ১১টা পর্যন্ত ২০ থেকে ২৫ বার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত