মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এ সময় এক ছাত্রলীগ নেতা ট্যাটাবিদ্ধ হন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। গতকাল সোমবার রাত ৮টার দিকে মাদারীপুর শহরের ইউআই সরকারি বিদ্যালয়ের মাঠে এ সংঘর্ষ হয়। মাদারীপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) বিষয়টি নিশ্চিত করেন।
ট্যাটাবিদ্ধ হয়েছেন মাদারীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি তানজুল ইসলাম তায়েব হাওলাদার (২১)। তিনি শহরের কলেজ রোড এলাকার দুলাল হাওলাদারের ছেলে। এ ছাড়া আরও চারজন আহত হয়েছেন। একজনের নাম আশিক হাওলাদার (১৮)। বাকিদের নাম তাৎক্ষণিক পাওয়া যায়নি।
আহত ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে শহরের আমিরাবাদ এলাকার মুন্নার সঙ্গে কলেজ রোড এলাকার তায়েবের বিরোধ চলে আসছিল। ইউআই সরকারি বিদ্যালয়ের মাঠে ফুটবল খেলা শেষে সন্ধ্যায় বিশ্রাম নিচ্ছিলেন তায়েব সমর্থকেরা। এ সময় আমিরাবাদ এলাকার মুন্নার নেতৃত্বে তায়েবের লোকজনের ওপর হামলা চালানো হয়। এ খবর ছড়িয়ে পড়লে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মাদারীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি তায়েব হাওলাদার ট্যাটাবিদ্ধসহ আহত হন পাঁচজন।
পুলিশ সূত্রে জানা যায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পরে আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে ওয়ার্ড ছাত্রলীগ নেতা ট্যাটাবিদ্ধ তায়েব হাওলাদারকে রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় এক ছাত্রলীগ নেতাসহ কয়েকজন আহত হয়েছেন। দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এ সময় এক ছাত্রলীগ নেতা ট্যাটাবিদ্ধ হন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। গতকাল সোমবার রাত ৮টার দিকে মাদারীপুর শহরের ইউআই সরকারি বিদ্যালয়ের মাঠে এ সংঘর্ষ হয়। মাদারীপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) বিষয়টি নিশ্চিত করেন।
ট্যাটাবিদ্ধ হয়েছেন মাদারীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি তানজুল ইসলাম তায়েব হাওলাদার (২১)। তিনি শহরের কলেজ রোড এলাকার দুলাল হাওলাদারের ছেলে। এ ছাড়া আরও চারজন আহত হয়েছেন। একজনের নাম আশিক হাওলাদার (১৮)। বাকিদের নাম তাৎক্ষণিক পাওয়া যায়নি।
আহত ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে শহরের আমিরাবাদ এলাকার মুন্নার সঙ্গে কলেজ রোড এলাকার তায়েবের বিরোধ চলে আসছিল। ইউআই সরকারি বিদ্যালয়ের মাঠে ফুটবল খেলা শেষে সন্ধ্যায় বিশ্রাম নিচ্ছিলেন তায়েব সমর্থকেরা। এ সময় আমিরাবাদ এলাকার মুন্নার নেতৃত্বে তায়েবের লোকজনের ওপর হামলা চালানো হয়। এ খবর ছড়িয়ে পড়লে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মাদারীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি তায়েব হাওলাদার ট্যাটাবিদ্ধসহ আহত হন পাঁচজন।
পুলিশ সূত্রে জানা যায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পরে আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে ওয়ার্ড ছাত্রলীগ নেতা ট্যাটাবিদ্ধ তায়েব হাওলাদারকে রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় এক ছাত্রলীগ নেতাসহ কয়েকজন আহত হয়েছেন। দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পটুয়াখালী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। তাঁর দুই ছেলে তাজ হোসেন তালুকদার ও মাহিন হোসেন তালুকদারও এই নিষেধাজ্ঞার আওতায় আছেন।
৫ মিনিট আগেনিপোর্ট যশোরের মনিরামপুর আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তুহিন হোসেনের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠার পর তাঁকে বদলি করা হয়েছে। তুহিনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে চলতি বছরের ৫ জানুয়ারি আজকের পত্রিকার ছাপা সংস্করণে সংবাদ প্রকাশিত হয়।
১৩ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হওয়ার পর উদ্যানসংলগ্ন এলাকাজুড়ে নিরাপত্তাহীনতা ঘিরে উঠেছে প্রবল উদ্বেগ। এ ঘটনার পরপরই উদ্যান ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তনের ঘোষণা এসেছে সরকারের তরফ থেকে। সোহরাওয়ার্দী উদ্যানে জনসাধারণের প্রবেশ রাত
২৬ মিনিট আগেডিপ্লোমা নার্সিং কোর্সকে (ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি) ডিগ্রি সমমান করার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীর সৈয়দপুরে রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
৩৮ মিনিট আগে