ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচনের প্যানেলে মনোনয়ন পাওয়া দুই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ রয়েছে। তাঁরা সরকারপন্থী শিক্ষকদের সংগঠন নীল দল থেকে মনোনয়ন পেয়েছেন।
দুই শিক্ষক হলেন—বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আকরাম হোসেন এবং লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ মিজানুর রহমান।
আজ বৃহস্পতিবার নির্বাচনের প্যানেল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে নীল দল ও বিএনপি-জামায়াত সমর্থক শিক্ষকদের সংগঠন সাদা দল মোট ৩৫ সদস্যের মনোনীত প্যানেল রেজিস্ট্রার কার্যালয়ের নির্বাচন শাখায় জমা দিয়েছে।
জানা যায়, আগামী ২৪ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে ৩৫ জন শিক্ষক প্রতিনিধি নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ১৬ মে প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ। এর মধ্যে কোনো দল চাইলে প্রার্থিতা প্রত্যাহার করতে পারবে।
নিয়ম অনুযায়ী উপাচার্যের প্রতিনিধি হিসেবে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন।
সম্প্রতি অধ্যাপক আকরাম হোসেনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন তাঁরই বিভাগের সাবেক এক শিক্ষার্থী। অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় প্রভাষক নিয়োগের ক্ষেত্রে ওই শিক্ষক সুপারিশ করেননি বলে অভিযোগ করেন সাবেক ওই শিক্ষার্থী। এর পরিপ্রেক্ষিতে গত ২৭ এপ্রিল ওই বিভাগে নিয়োগে অধ্যাপক আকরামের সুপারিশ পাওয়া দুই প্রভাষকের নিয়োগ সুপারিশ স্থগিত করে বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ নীতিনির্ধারক কমিটি (সিন্ডিকেট)। বর্তমানে অভিযোগটি বিশ্ববিদ্যালয়ের নির্যাতন বিরোধী সেলে তদন্তাধীন।
অপরদিকে অধ্যাপক ড. মোহাম্মদ মিজনুর রহমানের বিরুদ্ধে ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চের (নিটার) নারী সহকর্মীদের হেনস্তা ও যৌন হয়রানির অভিযোগ উঠেছে। তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের পরিচালকের দায়িত্বে আছেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, গত ২২ নভেম্বর উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের কাছে ড. মিজানের বিভিন্ন অনিয়ম নিয়ে নিটারের ৩৭ জন শিক্ষক লিখিত অভিযোগ দিয়েছেন। এর মধ্যে যৌন হয়রানির শিকার নারীরদের মধ্যে দুইজন লিখিতভাবে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। তবে এ নিয়ে বিশ্ববিদ্যালয় তদন্তের উদ্যোগ নেয়নি বলে জানা গেছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে নীল দলের আহ্বায়ক অধ্যাপক আব্দুস ছামাদ বলেন, ‘এটি একটি বিচারাধীন বিষয়, তাই এ নিয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছি না। তবে নীল দলের সভায় সর্বসম্মতিক্রমে এ (সিনেটে প্রতিনিধি প্যানেল নির্বাচনে মনোনয়ন) সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
সদস্য সচিব অধ্যাপক আব্দুর রহিমের কাছে জানতে চাইলে অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচনের প্যানেলে মনোনয়ন পাওয়া দুই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ রয়েছে। তাঁরা সরকারপন্থী শিক্ষকদের সংগঠন নীল দল থেকে মনোনয়ন পেয়েছেন।
দুই শিক্ষক হলেন—বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আকরাম হোসেন এবং লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ মিজানুর রহমান।
আজ বৃহস্পতিবার নির্বাচনের প্যানেল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে নীল দল ও বিএনপি-জামায়াত সমর্থক শিক্ষকদের সংগঠন সাদা দল মোট ৩৫ সদস্যের মনোনীত প্যানেল রেজিস্ট্রার কার্যালয়ের নির্বাচন শাখায় জমা দিয়েছে।
জানা যায়, আগামী ২৪ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে ৩৫ জন শিক্ষক প্রতিনিধি নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ১৬ মে প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ। এর মধ্যে কোনো দল চাইলে প্রার্থিতা প্রত্যাহার করতে পারবে।
নিয়ম অনুযায়ী উপাচার্যের প্রতিনিধি হিসেবে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন।
সম্প্রতি অধ্যাপক আকরাম হোসেনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন তাঁরই বিভাগের সাবেক এক শিক্ষার্থী। অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় প্রভাষক নিয়োগের ক্ষেত্রে ওই শিক্ষক সুপারিশ করেননি বলে অভিযোগ করেন সাবেক ওই শিক্ষার্থী। এর পরিপ্রেক্ষিতে গত ২৭ এপ্রিল ওই বিভাগে নিয়োগে অধ্যাপক আকরামের সুপারিশ পাওয়া দুই প্রভাষকের নিয়োগ সুপারিশ স্থগিত করে বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ নীতিনির্ধারক কমিটি (সিন্ডিকেট)। বর্তমানে অভিযোগটি বিশ্ববিদ্যালয়ের নির্যাতন বিরোধী সেলে তদন্তাধীন।
অপরদিকে অধ্যাপক ড. মোহাম্মদ মিজনুর রহমানের বিরুদ্ধে ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চের (নিটার) নারী সহকর্মীদের হেনস্তা ও যৌন হয়রানির অভিযোগ উঠেছে। তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের পরিচালকের দায়িত্বে আছেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, গত ২২ নভেম্বর উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের কাছে ড. মিজানের বিভিন্ন অনিয়ম নিয়ে নিটারের ৩৭ জন শিক্ষক লিখিত অভিযোগ দিয়েছেন। এর মধ্যে যৌন হয়রানির শিকার নারীরদের মধ্যে দুইজন লিখিতভাবে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। তবে এ নিয়ে বিশ্ববিদ্যালয় তদন্তের উদ্যোগ নেয়নি বলে জানা গেছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে নীল দলের আহ্বায়ক অধ্যাপক আব্দুস ছামাদ বলেন, ‘এটি একটি বিচারাধীন বিষয়, তাই এ নিয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছি না। তবে নীল দলের সভায় সর্বসম্মতিক্রমে এ (সিনেটে প্রতিনিধি প্যানেল নির্বাচনে মনোনয়ন) সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
সদস্য সচিব অধ্যাপক আব্দুর রহিমের কাছে জানতে চাইলে অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
দীর্ঘদিন ধরে জনবলসংকটে ধুঁকছে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা। চার ভাগের এক ভাগ কর্মচারী দিয়ে চলছে কার্যক্রম। জনবলের অভাবে পড়ে আছে দেশের বৃহত্তম এ রেলওয়ে কারখানার ১৫৩ কোটি টাকা ব্যয়ে আমদানি করা মেশিনারিজ।
২ ঘণ্টা আগেকক্সবাজার সাগরপারের সুগন্ধা পয়েন্টে হোটেল-মোটেল জোনের ২০০ কোটি টাকা মূল্যের ২ একর ৩০ শতক খাসজমি দখল করে শতাধিক দোকান নির্মাণ করা হয়েছে। অভিযোগ উঠেছে, জাল কাগজ বানিয়ে একটি সংঘবদ্ধ চক্র ৫ আগস্ট পরবর্তী প্রশাসনিক শিথিলতার সুযোগে হোটেল-মোটেল জোনের বাতিল করা প্লটের এই জমি দখল করেছে।
৩ ঘণ্টা আগেসাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি আত্মহত্যা করেননি, তাঁরা খুন হয়েছেন। এই হত্যাকাণ্ডে অংশ নেয় দুজন। প্রথমে সাগর ও পরে রুনিকে ছুরিকাঘাত করা হয়। তবে ডিএনএ রিপোর্টে অস্পষ্টতা থাকায় হত্যাকারীদের শনাক্ত করা এখনো সম্ভব হয়নি।
৬ ঘণ্টা আগেবরগুনার বিষখালী, বলেশ্বর ও পায়রা নদীতে নির্বিচারে মারা পড়ছে ইলিশের পোনা বা জাটকা। নিষিদ্ধ বাঁধা, গোপ, বেহেন্দি ও কারেন্ট জালে এগুলো শিকার করা হচ্ছে। দেড়-দুই ইঞ্চি লম্বা এসব মাছকে এলাকার হাট-বাজারে ‘চাপিলা’ বলে বিক্রি করছেন জেলেরা। সেই সঙ্গে শুঁটকি বানানো হচ্ছে।
৬ ঘণ্টা আগে