শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
মুন্সিগঞ্জের শ্রীনগরে চাঁদা না পেয়ে আওয়ামী লীগের এক নেতার মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ইউপি সদস্যের বিরুদ্ধে। আজ শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার নাগেরপাড়া বাসস্ট্যান্ড এলাকার একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
আহত শামসুল হক মোল্লা হাসাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। অভিযুক্ত প্রদীপ মণ্ডল বীরতারা ইউনিয়ন যুবলীগের সভাপতি এবং ৪ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের সদস্য।
এ নিয়ে শ্রীনগর থানায় অভিযোগ করেছেন শামসুল হক মোল্লা।
অভিযোগ সূত্রে জানা যায়, শামসুলের ছোট ভাই বজলুর রহমান বীরতারা ইউনিয়নের সাতগাঁও এলাকায় নিজের জমি ভরাটের কাজ করছিলেন। এতে বাধা দেন যুবলীগের নেতা প্রদীপ। এ জন্য তিনি বজলুর রহমানের কাছ থেকে ২০ হাজার টাকা চাঁদা এনে দিতে বলেন শামসুলকে এবং চাদা না দিলে কাজ বন্ধ থাকবে বলে জানান। আজ শুক্রবার সকালে নাগেরপাড়া বাসস্ট্যান্ড এলাকার একটি চায়ের দোকানে এ নিয়ে দুজনের বাগ্বিতণ্ডা শুরু হয়। বাগ্বিতণ্ডার একপর্যায়ে প্রদীপ হাতে থাকা চায়ের কাপ দিয়ে শামসুলের মাথায় আঘাত করেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এ নিয়ে জানতে চাইলে শামসুল বলেন, ‘প্রদীপ ছয় মাস আগে নিজের জমি ভরাট করতে গেলে আমার কাছে চাঁদা দাবি করেন। আমি সেটা মশকরা ভেবে উড়িয়ে দিই। এখন আমার ছোট ভাই বাড়ির পাশের নিচু জায়গা ভরাট করতে গেলে আবারও তিনি আমার কাছে এসে চাঁদা দাবি করেন। এ বিষয়ে তাঁর সঙ্গে আমার কথা-কাটাকাটি হয়। তখন তাঁর হাতে থাকা চায়ের কাপ দিয়ে আমার মাথায় আঘাত করেন। এতে আমার মাথা ফেটে যায়।’
তবে এই অভিযোগ অস্বীকার করে প্রদীপ বলেন, ‘আমি কোনো চাঁদা দাবি করি নাই। শামসুল সকালে আমার সঙ্গে শুধু শুধু ঝগড়া লাগায়। এ সময় তিনি আমাকে মারধর করেন। একপর্যায়ে মাটিতে পড়ে গেলে তাঁর মাথা ফেটে যায়।’
এ বিষয়ে জানতে চাইলে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
মুন্সিগঞ্জের শ্রীনগরে চাঁদা না পেয়ে আওয়ামী লীগের এক নেতার মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ইউপি সদস্যের বিরুদ্ধে। আজ শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার নাগেরপাড়া বাসস্ট্যান্ড এলাকার একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
আহত শামসুল হক মোল্লা হাসাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। অভিযুক্ত প্রদীপ মণ্ডল বীরতারা ইউনিয়ন যুবলীগের সভাপতি এবং ৪ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের সদস্য।
এ নিয়ে শ্রীনগর থানায় অভিযোগ করেছেন শামসুল হক মোল্লা।
অভিযোগ সূত্রে জানা যায়, শামসুলের ছোট ভাই বজলুর রহমান বীরতারা ইউনিয়নের সাতগাঁও এলাকায় নিজের জমি ভরাটের কাজ করছিলেন। এতে বাধা দেন যুবলীগের নেতা প্রদীপ। এ জন্য তিনি বজলুর রহমানের কাছ থেকে ২০ হাজার টাকা চাঁদা এনে দিতে বলেন শামসুলকে এবং চাদা না দিলে কাজ বন্ধ থাকবে বলে জানান। আজ শুক্রবার সকালে নাগেরপাড়া বাসস্ট্যান্ড এলাকার একটি চায়ের দোকানে এ নিয়ে দুজনের বাগ্বিতণ্ডা শুরু হয়। বাগ্বিতণ্ডার একপর্যায়ে প্রদীপ হাতে থাকা চায়ের কাপ দিয়ে শামসুলের মাথায় আঘাত করেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এ নিয়ে জানতে চাইলে শামসুল বলেন, ‘প্রদীপ ছয় মাস আগে নিজের জমি ভরাট করতে গেলে আমার কাছে চাঁদা দাবি করেন। আমি সেটা মশকরা ভেবে উড়িয়ে দিই। এখন আমার ছোট ভাই বাড়ির পাশের নিচু জায়গা ভরাট করতে গেলে আবারও তিনি আমার কাছে এসে চাঁদা দাবি করেন। এ বিষয়ে তাঁর সঙ্গে আমার কথা-কাটাকাটি হয়। তখন তাঁর হাতে থাকা চায়ের কাপ দিয়ে আমার মাথায় আঘাত করেন। এতে আমার মাথা ফেটে যায়।’
তবে এই অভিযোগ অস্বীকার করে প্রদীপ বলেন, ‘আমি কোনো চাঁদা দাবি করি নাই। শামসুল সকালে আমার সঙ্গে শুধু শুধু ঝগড়া লাগায়। এ সময় তিনি আমাকে মারধর করেন। একপর্যায়ে মাটিতে পড়ে গেলে তাঁর মাথা ফেটে যায়।’
এ বিষয়ে জানতে চাইলে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
বরিশাল জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতারা পদ হারানোয় জুনিয়র নেতাদের নিয়ে মতবিনিময় সভা করেছেন কেন্দ্রীয় নেতারা। শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত বরিশাল প্রেসক্লাবে পৃথকভাবে তৃণমূল নেতাদের সঙ্গে এই সভায় প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী। দলের কেন্দ্রীয়...
৭ মিনিট আগেআগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করার লক্ষ্যে ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। পুলিশ পেশাদারি ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে এ নির্বাচনকে দেশে-বিদেশে একটি দৃষ্টান্তে পরিণত করার আশা ব্যক্ত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
১২ মিনিট আগেঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে দেড় বছর বয়সী শিশু আল মুনতাসিরের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার দুওসুও ইউনিয়নের ছোট পলাশবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
৩৪ মিনিট আগেগাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। আজ শুক্রবার সকালে গাজীপুর সাংবাদিক ইউনিয়নের আয়োজনে গাজীপুর প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ সভা হয়।
১ ঘণ্টা আগে