কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের মিঠামইনে স্কুল প্রাঙ্গণে সহপাঠীদের বিরুদ্ধে দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ঢাকী-ফুলবাড়িয়া উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীরা হলো ঢাকী পূর্বপাড়া গ্রামের বাসিন্দা গিয়াস উদ্দিনের ছেলে মো. মোশাহিদ এবং আলাল উদ্দিনের ছেলে মো. জাবেদ। তারা দুজনই ঢাকী-ফুলবাড়িয়া উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
জানা গেছে, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে শ্রেণিকক্ষ থেকে বের হয়ে মোশাহিদ ও জাবেদ সহপাঠীদের সঙ্গে স্কুল প্রাঙ্গণে গল্প করছিল। এ সময় তাদের কয়েক কয়েকজন সহপাঠী এসে তর্কে জড়ায়। একপর্যায়ে হঠাৎ কোমর থেকে ছুরি বের জাভেদ ও মোশাহিদকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। পরে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা এসে আহত দুজনকে উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম বলেন, ‘আহত এবং অভিযুক্ত উভয়ই দশম শ্রেণির শিক্ষার্থী। তবে যারা হামলা করেছে, তারা আজ স্কুলে অনুপস্থিত ছিল। শুনেছি তাদের মধ্যে আগে কথা-কাটাকাটি হয়েছিল। এর জেরে হামলা চালানো হতে পারে।’
মিঠামইন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ-আল-শাফী বলেন, আহতদের অবস্থা গুরুতর। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কিশোরগঞ্জের মিঠামইনে স্কুল প্রাঙ্গণে সহপাঠীদের বিরুদ্ধে দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ঢাকী-ফুলবাড়িয়া উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীরা হলো ঢাকী পূর্বপাড়া গ্রামের বাসিন্দা গিয়াস উদ্দিনের ছেলে মো. মোশাহিদ এবং আলাল উদ্দিনের ছেলে মো. জাবেদ। তারা দুজনই ঢাকী-ফুলবাড়িয়া উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
জানা গেছে, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে শ্রেণিকক্ষ থেকে বের হয়ে মোশাহিদ ও জাবেদ সহপাঠীদের সঙ্গে স্কুল প্রাঙ্গণে গল্প করছিল। এ সময় তাদের কয়েক কয়েকজন সহপাঠী এসে তর্কে জড়ায়। একপর্যায়ে হঠাৎ কোমর থেকে ছুরি বের জাভেদ ও মোশাহিদকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। পরে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা এসে আহত দুজনকে উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম বলেন, ‘আহত এবং অভিযুক্ত উভয়ই দশম শ্রেণির শিক্ষার্থী। তবে যারা হামলা করেছে, তারা আজ স্কুলে অনুপস্থিত ছিল। শুনেছি তাদের মধ্যে আগে কথা-কাটাকাটি হয়েছিল। এর জেরে হামলা চালানো হতে পারে।’
মিঠামইন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ-আল-শাফী বলেন, আহতদের অবস্থা গুরুতর। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ফেনীর পরশুরাম সীমান্ত থেকে নুরুল ইসলাম (৬৩) নামের এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ সোমবার (১১ আগস্ট) সকালের দিকে উপজেলার উত্তর কেতরাঙ্গা সীমান্ত এলাকা থেকে তাঁকে ধরে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।
১ মিনিট আগেশিক্ষাগত যোগ্যতার জাল সনদ দিয়ে বিদ্যালয়ের সভাপতি হয়েছিলেন রাজশাহীর বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম ওরফে তফি। পরে শিক্ষা বোর্ডের তদন্তে তাঁর জাল সনদের বিষয়টি ধরা পড়েছে। এর পরিপ্রেক্ষিতে তাঁর সভাপতির পদ বাতিল করতে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে চিঠি দিয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ...
২ মিনিট আগেআদালত পরিদর্শক বলেন, শাহজালাল তাঁর জবানবন্দিতে তুহিন হত্যাকাণ্ডে নিজে জড়িত ছিলেন এবং অন্য কে কে জড়িত, সেসব বিষয় উল্লেখ করে বক্তব্য দিয়েছেন। তবে অন্য আসামিরা স্বীকারোক্তি দিতে রাজি হননি। তা ছাড়া পুলিশও তাঁদের আর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেনি। এ কারণে আদালত সব আসামিকে কারাগারে পাঠানোর...
১০ মিনিট আগেবরগুনার পাথরঘাটায় স্কুলে কোচিং শেষে নিজের ক্লাসে যায় ছাত্রীরা। এ সময় একজন পানির বোতল থেকে পানি পান করে। পানিতে দুর্গন্ধ পেয়ে সে বিষয়টি সহপাঠীদের জানায়। এরপর আরও চার ছাত্রী ওই পানি খেয়ে অসুস্থবোধ করতে থাকে।
১০ মিনিট আগে