মাদারীপুর প্রতিনিধি
পদ্মা সেতু ঘিরে প্রধানমন্ত্রীসহ যেকোনো বিষয়ে কোনো থ্রেট থাকলে আমরা গোয়েন্দা সংস্থার মাধ্যমে তা মোকাবিলা করব বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজির আহমেদ। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মাদারীপুরের বাংলাবাজার ঘাট এলাকায় পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আয়োজিত জনসভাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন আইজিপি।
বেনজির আহমেদ বলেন, ‘পদ্মা সেতু জাতীয় বিষয়। এটাকে কেন্দ্র করে সারা দেশ উদ্যাপন করছে। আমরা চেষ্টা করব নিরাপত্তা দেওয়ার। এর পাশাপাশি বাংলাদেশ পুলিশের পক্ষ থেকেও উৎসব করা হবে। সেখানে দেশের নানা শ্রেণি-পেশার মানুষকে অংশগ্রহণের ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা প্রতিটি অনুষ্ঠান নিবিড়ভাবে দেখভাল করছি, যাতে কেউ অপ্রীতিকর কিছু করতে না পারে।’
এ সময় তিনি উদ্যাপনের নানা দিক এবং পুলিশের নিরাপত্তা জোরদারের বিষয়টি তুলে ধরেন। আইজিপি বলেন, ‘পদ্মা সেতু শুধু আমাদের দেশের ইস্যু নয়, এটা আন্তর্জাতিক পরিমণ্ডলেও আলোচনায় রয়েছে। তাই যে কোনো হুমকি মোকাবিলায় গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করা হবে।’ এ সময় তিনি সভাস্থল পরিদর্শন করে সার্বিক খোঁজ-খবর নেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে সকাল সাড়ে ৮টায় নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীসহ প্রশাসনের ব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শন করেন। সভাস্থল ঘিরে ছয় স্তরের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
শনিবার (২৫ জুন) মাওয়া প্রান্তে পদ্মা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বেলা ১১টায় মাদারীপুরের বাংলাবাজার ঘাটে জনসভায় যোগ দেবেন। আওয়ামী লীগের পক্ষ থেকে ১০ লাখ লোক সমাগমের পরিকল্পনা রয়েছে। ঘাট এলাকায় প্রায় ৮ কিলোমিটারজুড়ে নিরাপত্তার জন্য সিসিটিভি বসানো হয়েছে।
পদ্মা সেতু ঘিরে প্রধানমন্ত্রীসহ যেকোনো বিষয়ে কোনো থ্রেট থাকলে আমরা গোয়েন্দা সংস্থার মাধ্যমে তা মোকাবিলা করব বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজির আহমেদ। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মাদারীপুরের বাংলাবাজার ঘাট এলাকায় পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আয়োজিত জনসভাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন আইজিপি।
বেনজির আহমেদ বলেন, ‘পদ্মা সেতু জাতীয় বিষয়। এটাকে কেন্দ্র করে সারা দেশ উদ্যাপন করছে। আমরা চেষ্টা করব নিরাপত্তা দেওয়ার। এর পাশাপাশি বাংলাদেশ পুলিশের পক্ষ থেকেও উৎসব করা হবে। সেখানে দেশের নানা শ্রেণি-পেশার মানুষকে অংশগ্রহণের ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা প্রতিটি অনুষ্ঠান নিবিড়ভাবে দেখভাল করছি, যাতে কেউ অপ্রীতিকর কিছু করতে না পারে।’
এ সময় তিনি উদ্যাপনের নানা দিক এবং পুলিশের নিরাপত্তা জোরদারের বিষয়টি তুলে ধরেন। আইজিপি বলেন, ‘পদ্মা সেতু শুধু আমাদের দেশের ইস্যু নয়, এটা আন্তর্জাতিক পরিমণ্ডলেও আলোচনায় রয়েছে। তাই যে কোনো হুমকি মোকাবিলায় গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করা হবে।’ এ সময় তিনি সভাস্থল পরিদর্শন করে সার্বিক খোঁজ-খবর নেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে সকাল সাড়ে ৮টায় নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীসহ প্রশাসনের ব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শন করেন। সভাস্থল ঘিরে ছয় স্তরের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
শনিবার (২৫ জুন) মাওয়া প্রান্তে পদ্মা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বেলা ১১টায় মাদারীপুরের বাংলাবাজার ঘাটে জনসভায় যোগ দেবেন। আওয়ামী লীগের পক্ষ থেকে ১০ লাখ লোক সমাগমের পরিকল্পনা রয়েছে। ঘাট এলাকায় প্রায় ৮ কিলোমিটারজুড়ে নিরাপত্তার জন্য সিসিটিভি বসানো হয়েছে।
ছয় বছর পর ময়মনসিংহ দক্ষিণ ও উত্তর জেলা এবং মহানগর ছাত্রদলসহ পাঁচটি ইউনিটের আংশিক কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে আনন্দ মোহন সরকারি কলেজ এবং কোতোয়ালি থানা কমিটিও রয়েছে। এ খবরে সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
২৬ মিনিট আগেমেহেরপুরের গাংনীতে বজ্রপাতে মোছা. রিতা খাতুন (৩৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছেন। এ ছাড়া ফাতেমা খাতুন (৩৫) নামে আরেক গৃহবধূ আহত হন। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার রায়পুর ও সাহারবাটি গ্রামে এসব ঘটনা ঘটে।
৩৫ মিনিট আগেভারত-বাংলাদেশের বন্ধুত্ব আছে, এই বন্ধুত্ব সব সময় থাকবে বলে জানিয়েছেন রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের সহকারী হাইকমিশনার মনোজ কুমার। আজ বৃহস্পতিবার বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দপ্তরে পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
৩৭ মিনিট আগেগাইবান্ধায় বোরো ধানে নেক ব্লাস্ট রোগের ভয়াবহ আক্রমণে দিশেহারা কৃষকেরা। কীটনাশকেও মিলছে না প্রতিকার, পাশে পাচ্ছেন না কৃষি কর্মকর্তাদের—ফলে চরম বিপর্যয়ের মুখে ফসল।
৪৪ মিনিট আগে