সাভার (ঢাকা) প্রতিনিধি
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের বাড়ির ছবি পোস্ট করেছিলেন অভিনেতা আজিজুর রহমান আজাদ। এর পরের রাতে সেই বাড়িতে হামলা চালিয়ে আজাদের দুই পায়ে গুলি করেছে দুর্বৃত্তরা।
এ সময় তাঁকে রক্ষায় এগিয়ে এলে মারধর করা হয় তাঁর মা ও স্ত্রীকে। গুলিবিদ্ধ আজাদ ও তাঁর স্ত্রী রাজধানীর উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন।
গত শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে আশুলিয়ার জিরাবো ব্যাপারীপাড়া এলাকায় নিজের বাসায় হামলার শিকার হন অভিনেতা আজাদ। এর আগে শুক্রবার ফেসবুকে নিজের বাড়ির ছবি পোস্ট করেছিলেন তিনি।
ভুক্তভোগীর স্বজনেরা জানান, ভোরে কয়েকজন অস্ত্রধারী ব্যক্তি তাঁদের তিনতলা বাড়ির দোতলায় রান্নাঘরের গ্রিল কেটে প্রবেশ করেন। শব্দে ঘুম ভেঙে গেলে আজাদ রান্নাঘরের দিকে এগিয়ে যান। এ সময় দুর্বৃত্তরা আজাদকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তাঁকে রক্ষা করতে গিয়ে হামলায় তাঁর স্ত্রী ও মা আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা গুলিবিদ্ধ অভিনেতাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
ঘটনাটিকে ডাকাতি দাবি করে আজাদের চাচাতো ভাই জিল্লুর রহমান বলেন, ‘রাত ৩টার দিকে ঘুমের মধ্যে চিৎকার শুনি। বের হলে আমার সামনে দিয়ে তিনজন লোক যায়। তাদের হাতে বাজারের ব্যাগ ছিল। মনে করেছি, আশপাশে কাজ করে এমন সাধারণ লোক। পরে শুনি ডাকাত এসে আমার চাচাতো ভাইকে গুলি করেছে। তবে তারা কিছু নেয়নি। আজাদের দুই পায়ে তিনটি গুলি করা হয়েছে। আর আজাদের মাকে পায়ে ও স্ত্রীকে মাথায় আঘাত করা হয়েছে।’
আজাদের মা আজিজুন্নাহার প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন। আজাদ ও তাঁর স্ত্রী রোকসানা হক এখনো চিকিৎসাধীন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম সিদ্দিক জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কী কারণে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
টেলিভিশন বিজ্ঞাপনসহ ‘হোটেল রিলাক্স’, ‘ফিমেল’, ‘ব্যাচেলর পয়েন্ট’-এর মতো নাটকে অভিনয় করেছেন আজাদ। এ ছাড়া ‘লিডার’ সিনেমায় তাঁকে দেখা গিয়েছিল।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের বাড়ির ছবি পোস্ট করেছিলেন অভিনেতা আজিজুর রহমান আজাদ। এর পরের রাতে সেই বাড়িতে হামলা চালিয়ে আজাদের দুই পায়ে গুলি করেছে দুর্বৃত্তরা।
এ সময় তাঁকে রক্ষায় এগিয়ে এলে মারধর করা হয় তাঁর মা ও স্ত্রীকে। গুলিবিদ্ধ আজাদ ও তাঁর স্ত্রী রাজধানীর উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন।
গত শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে আশুলিয়ার জিরাবো ব্যাপারীপাড়া এলাকায় নিজের বাসায় হামলার শিকার হন অভিনেতা আজাদ। এর আগে শুক্রবার ফেসবুকে নিজের বাড়ির ছবি পোস্ট করেছিলেন তিনি।
ভুক্তভোগীর স্বজনেরা জানান, ভোরে কয়েকজন অস্ত্রধারী ব্যক্তি তাঁদের তিনতলা বাড়ির দোতলায় রান্নাঘরের গ্রিল কেটে প্রবেশ করেন। শব্দে ঘুম ভেঙে গেলে আজাদ রান্নাঘরের দিকে এগিয়ে যান। এ সময় দুর্বৃত্তরা আজাদকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তাঁকে রক্ষা করতে গিয়ে হামলায় তাঁর স্ত্রী ও মা আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা গুলিবিদ্ধ অভিনেতাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
ঘটনাটিকে ডাকাতি দাবি করে আজাদের চাচাতো ভাই জিল্লুর রহমান বলেন, ‘রাত ৩টার দিকে ঘুমের মধ্যে চিৎকার শুনি। বের হলে আমার সামনে দিয়ে তিনজন লোক যায়। তাদের হাতে বাজারের ব্যাগ ছিল। মনে করেছি, আশপাশে কাজ করে এমন সাধারণ লোক। পরে শুনি ডাকাত এসে আমার চাচাতো ভাইকে গুলি করেছে। তবে তারা কিছু নেয়নি। আজাদের দুই পায়ে তিনটি গুলি করা হয়েছে। আর আজাদের মাকে পায়ে ও স্ত্রীকে মাথায় আঘাত করা হয়েছে।’
আজাদের মা আজিজুন্নাহার প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন। আজাদ ও তাঁর স্ত্রী রোকসানা হক এখনো চিকিৎসাধীন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম সিদ্দিক জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কী কারণে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
টেলিভিশন বিজ্ঞাপনসহ ‘হোটেল রিলাক্স’, ‘ফিমেল’, ‘ব্যাচেলর পয়েন্ট’-এর মতো নাটকে অভিনয় করেছেন আজাদ। এ ছাড়া ‘লিডার’ সিনেমায় তাঁকে দেখা গিয়েছিল।
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৫ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
৫ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
৫ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৭ ঘণ্টা আগে