সাভারের ব্যাংক কলোনি এলাকা থেকে কুলসুম আক্তার খুশি (৩০) নামে এক নারীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আলী হায়দার (৪২) নামে একজনকে আটক করা হয়েছে।
আজ বুধবার সকাল ৮টার দিকে সাভারের ব্যাংক কলোনি অ্যাসেড স্কুল-২ সংলগ্ন রিতা ভিলার নিচতলার সিঁড়ির নিচ থেকে ওই নারীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করা হয়। নিহত কুলসুম আক্তারের বাড়ি কুমিল্লায়।
আটক হায়দার আলী ফরিদপুর জেলার সদরপুর থানার চরদুভাইল গ্রামের বাসিন্দা। বর্তমানে সাভারে মোবাইল এক্সসোরিজের ব্যবসা করতেন ও ব্যাংক কলোনির ওই বাড়ির ২য় তলায় বসবাস করতেন।
পুলিশ জানায়, ব্যাংক কলোনির ওই বাড়ির নিচ তলার সিঁড়ির নিচে বস্তাবন্দী মরদেহ দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে ওই নারীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে ওই নারীকে হত্যা করা হয়েছে।
আটক আলী হায়দারের বরাত দিয়ে পুলিশ জানায়, গত ৪ দিন আগে হায়দার আলীর পরিবারের অন্যরা গ্রামের বাড়িতে যায়। এই সুযোগে ওই নারীকে বাসা নিয়ে আসে। একপর্যায়ে টাকা পয়সা নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য হয়। তখন নারী চিৎকার করে লোকজন জড়ো করার হুমকি দেয়। এ সময় হায়দার আলী উত্তেজিত হয়ে গামছা পেঁচিয়ে নারীকে শ্বাসরোধ করে হত্যা করে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই নারী কেন ওই বাসায় গিয়ে ছিল ও পেশায় কি করতো তা এখনো অস্পষ্ট। এ ছাড়া তাদের কি সম্পর্ক ছিল? এসব সামনে রেখে তদন্ত করা হচ্ছে।
///////
বউ গ্রামের বাড়ি যাওয়া অন্য নারীকে আনা হয় বাসায়, টাকা নিয়ে কথাকাটাকাটি জেরে খুন
সাভারের ব্যাংক কলোনি এলাকা থেকে কুলসুম আক্তার খুশি (৩০) নামে এক নারীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আলী হায়দার (৪২) নামে একজনকে আটক করা হয়েছে।
আজ বুধবার সকাল ৮টার দিকে সাভারের ব্যাংক কলোনি অ্যাসেড স্কুল-২ সংলগ্ন রিতা ভিলার নিচতলার সিঁড়ির নিচ থেকে ওই নারীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করা হয়। নিহত কুলসুম আক্তারের বাড়ি কুমিল্লায়।
আটক হায়দার আলী ফরিদপুর জেলার সদরপুর থানার চরদুভাইল গ্রামের বাসিন্দা। বর্তমানে সাভারে মোবাইল এক্সসোরিজের ব্যবসা করতেন ও ব্যাংক কলোনির ওই বাড়ির ২য় তলায় বসবাস করতেন।
পুলিশ জানায়, ব্যাংক কলোনির ওই বাড়ির নিচ তলার সিঁড়ির নিচে বস্তাবন্দী মরদেহ দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে ওই নারীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে ওই নারীকে হত্যা করা হয়েছে।
আটক আলী হায়দারের বরাত দিয়ে পুলিশ জানায়, গত ৪ দিন আগে হায়দার আলীর পরিবারের অন্যরা গ্রামের বাড়িতে যায়। এই সুযোগে ওই নারীকে বাসা নিয়ে আসে। একপর্যায়ে টাকা পয়সা নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য হয়। তখন নারী চিৎকার করে লোকজন জড়ো করার হুমকি দেয়। এ সময় হায়দার আলী উত্তেজিত হয়ে গামছা পেঁচিয়ে নারীকে শ্বাসরোধ করে হত্যা করে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই নারী কেন ওই বাসায় গিয়ে ছিল ও পেশায় কি করতো তা এখনো অস্পষ্ট। এ ছাড়া তাদের কি সম্পর্ক ছিল? এসব সামনে রেখে তদন্ত করা হচ্ছে।
///////
বউ গ্রামের বাড়ি যাওয়া অন্য নারীকে আনা হয় বাসায়, টাকা নিয়ে কথাকাটাকাটি জেরে খুন
কর্ণফুলীতে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল করে টিকটক ভিডিও বানানোর ঘটনায় মো. রাসেল (৩০) নামের আরও এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার তাঁকে সন্ত্রাস আইনের মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
৭ মিনিট আগেকুড়িগ্রামের ফুলবাড়ীতে বিদ্যুতায়িত হয়ে আব্দুল সাত্তার (৫২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের জ্যোতিন্দ্রনারায়ণ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
৩৩ মিনিট আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে মহাসড়কে উল্টে যাওয়া তুলাবোঝাই একটি ট্রাক অনেক চেষ্টার পর সরানো গেছে। আজ মঙ্গলবার দুপুরে রেকারসহ পর্যাপ্ত সরঞ্জাম এনে হাইওয়ে পুলিশ মহাসড়ক থেকে ট্রাকটি সরায়। বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোমিন এ কথা নিশ্চিত করেন।
৪২ মিনিট আগেকক্সবাজারের টেকনাফে এসে মো. হাসিম নামের এক যুবক অপহরণের শিকার হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় মোবাইল ফোনে ছেলে অপহরণের বিষয়টি জানান হাসিমের বাবা নুর হোসেন। অপহরণকারীরা ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছেন বলে তিনি জানান।
১ ঘণ্টা আগে