Ajker Patrika

দ্বিতীয় স্বাধীনতা ব্যর্থ হতে দেওয়া যাবে না: শারমীন এস মুরশিদ

সাভার (ঢাকা) প্রতিনিধি অনলাইন ডেস্ক
সভায় বক্তব্য দেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। ছবি: আজকের পত্রিকা
সভায় বক্তব্য দেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। ছবি: আজকের পত্রিকা

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, ‘’৭১-এ আমরা নতুন এক স্বাধীন বাংলাদেশ পেয়েছি। কিন্তু আমরা মুক্তিযোদ্ধাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে পারিনি। আমি ’২৪-এর গণ-অভ্যুত্থানকেও আরেক মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বলে মনে করি। তাই আমাদের দ্বিতীয় স্বাধীনতাকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। আমাদের অন্যায়-অবিচারমুক্ত গণতান্ত্রিক দেশ অবশ্যই গড়ে তুলতে হবে।’

আজ শনিবার ঢাকার সাভারে গণস্বাস্থ্য কেন্দ্রের মিলনায়তনে অনুষ্ঠিত ইয়ুথ অ্যান্ড হাঙ্গার-বাংলাদেশ-এর অষ্টাদশ জাতীয় যুব সম্মেলন-২০২৫-এ তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘বিগত সময়ে নির্বাচনী ব্যবস্থা ভেঙে যাওয়ার প্রেক্ষিতে বাংলাদেশে একদলীয় ও এক ব্যক্তির শাসনব্যবস্থা গেঁড়ে বসেছিল। কিন্তু চব্বিশে আমাদের তরুণেরা এসব অন্যায়-অবিচারের বিরুদ্ধে জেগে উঠেছে। আমাদের দায়িত্ব হবে তরুণদের ভাষা ও দাবিগুলো মনোযোগ দিয়ে শোনা ও বাস্তবায়ন করা।’

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, ‘তরুণদের দেখে আমি প্রতিনিয়ত অনুপ্রাণিত হই, তাদের কাছ থেকে আমি শিখি। আমরা এ দেশের জন্য এক নতুন আত্মনির্ভরশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই। আমরা সুশাসন ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে চাই। আমি মনে করি, আমাদের তরুণেরাই হবে সেই বাংলাদেশ গড়ার অন্যতম কারিগর।’

অনুষ্ঠানে ক্যাথি বার্কের লেখা ‘আই স এ রেভল্যুশন’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত