অর্চি হক, ঢাকা
বোনাস যা পাইছি পরিবারের সবার জন্য কেনাকাটা করতে করতে শেষ। নিজের জন্য একটা টুপি আর আতর কিনতেছি শুধু । এমনটাই বলছিলেন বায়তুল মোকাররমে টুপি কিনতে আসা বেসরকারি চাকরিজীবী আবদুস সামাদ।
আজ শুক্রবার রাজধানীর নিউমার্কেট, ফার্মগেট, কারওয়ান বাজার, বায়তুল মোকাররম এলাকা ঘুরে দেখা যায়, টুপি, আতর, তসবিহর দোকানগুলোতে উপচেপড়া ভিড় ৷ নতুন জামাকাপড়ের পাশাপাশি ঈদের নামাজের জন্য চাই নতুন টুপি আর আতর। তাই ঈদ প্রস্তুতির শেষ সময়টাতে এসে ভিড় বাড়ছে টুপি আর আতরের দোকানগুলোতে। যারা সামর্থ না থাকায় নতুন জামা কাপড় কিনতে পারেননি, তারাও চান নিদেনপক্ষে একটা নতুন টুপি কিনে নিতে। ধনবান থেকে শুরু করে একেবারে নিম্ন আয়ের মানুষও টুপি কেনেন। বিক্রেতারা বলছেন, ‘এ জন্যই শেষ সময়ে টুপি আতরের দোকানে ভিড় বাড়ে।’
ফার্মগেট এলাকার সেজান পয়েন্টের সামনে টুপির অস্থায়ী দোকান নূর হোসেনের। সারা বছর তিনি বাচ্চা আর তরুণদের বাহারি হ্যাটসহ নানা ধরনের টুপি বিক্রি করেন। তবে রমজান মাসে তাঁর পসরায় যুক্ত হয় গোলাকার নামাজের টুপি। আজকের পত্রিকাকে নূর হোসেন বলেন, ‘রোজা আসলে নামাজের টুপি ভালো বিক্রি হয়। আর চানরাতের আগের ছয় সাত দিনে বিক্রি বাইড়া যায়। তাই এই সময় নামাজের টুপিই আনি শুধু।’
নূর হোসেনের মতোই নিউমার্কেট এলাকায় টুপি নিয়ে বসেন মুন্সিগঞ্জের আব্দুল আলীম। আজকের পত্রিকাকে তিনি জানান, ঈদের চার পাঁচদিন আগে থেকে আতর টুপির বাজারটা জমতে শুরু করে। চাঁদ রাত পর্যন্ত দেদারসে এই দুটি পণ্য বিক্রি হয় বলে ঈদের দিন ভোরে বাড়ির উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি।
আব্দুল আলীম বলেন, ‘এহনই বিক্রির সময়। এহন বাড়ি গিয়া বইসা থাকলে হইবো?’
দেশের সবচেয়ে বড় খুচরা টুপি বেচাকেনার বাজার হলো বায়তুল মোকাররম মার্কেট। এই মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, করোনা সংকট কাটিয়ে এবার তাদের ভালো বেচাকেনা হচ্ছে। ৩০ টাকা থেকে শুরু করে দুই হাজার টাকার টুপি বিক্রি হচ্ছে এই মার্কেটে। আর আতর বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫০০ টাকায়।
বিক্রেতারা জানান, বয়স্করা গোলাকার শক্ত টুপিগুলো বেশি কিনছেন। আর অপেক্ষাকৃত তরুণেরা কিনছেন পকেটে ভাজ করে রাখার মতো নরম টুপি। অন্যদিকে বয়স্করা প্রচুর আতর কিনলেও তরুণদের মধ্যে এর চাহিদা কম।
নিউমার্কেটে টুপি কিনতে আসা ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাজুল আহমেদ বলেন, ‘আতর খুব একটা ব্যবহার করা হয় না ৷ বডিস্প্রেই ব্যবহার করি। তাই আতর কেনা হয় না৷’
নিউমার্কেট টুপি কিনতে আসা ঢাকা কলেজের ছাত্র ফরহাদ বলেন, ‘এই রোজায় অন্তত এক ডজন টুপি কিনছি ৷ বন্ধুদের জন্য একটাও রাখতে পারিনি। কালই এলাকায় চলে যাব। তাই আজ ভালো দেখে একটা টুপি কিনতে আসছি।’
দুই বছরের স্থবিরতা কাটিয়ে টুপি আতরের বাজার জমে উঠলেও বিক্রেতাদের অভিযোগ দাম বেড়ে যাওয়ার।
নিউমার্কেটে কেনাকাটা করতে আসা তাসবির হোসাইন বলেন, ‘প্রতিবছর ঈদে আমার টুপি কেনা হয় ৷ এবারের মতো এত বেশি দাম আগে কখনো দেখি নাই।’ অন্যদিকে বিক্রেতারা বলছেন, সবকিছুর দাম বেড়েছে। তাই টুপি আতরের দাম বৃদ্ধিটাও স্বাভাবিক।
ফার্মগেটের টুপি বিক্রেতা নূর হোসেন এ বিষয়ে বলেন, ‘দুই বছর ঈদের বাজার চলে নাই। মসজিদে সবাই নামাজ পড়তে পারে নাই। কারখানাগুলো দুইটা বছর কোটি কোটি টাকা লোকসান গুনছে ৷ এবার লোকসান পোষাইতে দাম বাড়াইছে ওরা ৷ আমরাও তাই বেশি দামে বিক্রি করতে বাধ্য হইতেছি।’
বোনাস যা পাইছি পরিবারের সবার জন্য কেনাকাটা করতে করতে শেষ। নিজের জন্য একটা টুপি আর আতর কিনতেছি শুধু । এমনটাই বলছিলেন বায়তুল মোকাররমে টুপি কিনতে আসা বেসরকারি চাকরিজীবী আবদুস সামাদ।
আজ শুক্রবার রাজধানীর নিউমার্কেট, ফার্মগেট, কারওয়ান বাজার, বায়তুল মোকাররম এলাকা ঘুরে দেখা যায়, টুপি, আতর, তসবিহর দোকানগুলোতে উপচেপড়া ভিড় ৷ নতুন জামাকাপড়ের পাশাপাশি ঈদের নামাজের জন্য চাই নতুন টুপি আর আতর। তাই ঈদ প্রস্তুতির শেষ সময়টাতে এসে ভিড় বাড়ছে টুপি আর আতরের দোকানগুলোতে। যারা সামর্থ না থাকায় নতুন জামা কাপড় কিনতে পারেননি, তারাও চান নিদেনপক্ষে একটা নতুন টুপি কিনে নিতে। ধনবান থেকে শুরু করে একেবারে নিম্ন আয়ের মানুষও টুপি কেনেন। বিক্রেতারা বলছেন, ‘এ জন্যই শেষ সময়ে টুপি আতরের দোকানে ভিড় বাড়ে।’
ফার্মগেট এলাকার সেজান পয়েন্টের সামনে টুপির অস্থায়ী দোকান নূর হোসেনের। সারা বছর তিনি বাচ্চা আর তরুণদের বাহারি হ্যাটসহ নানা ধরনের টুপি বিক্রি করেন। তবে রমজান মাসে তাঁর পসরায় যুক্ত হয় গোলাকার নামাজের টুপি। আজকের পত্রিকাকে নূর হোসেন বলেন, ‘রোজা আসলে নামাজের টুপি ভালো বিক্রি হয়। আর চানরাতের আগের ছয় সাত দিনে বিক্রি বাইড়া যায়। তাই এই সময় নামাজের টুপিই আনি শুধু।’
নূর হোসেনের মতোই নিউমার্কেট এলাকায় টুপি নিয়ে বসেন মুন্সিগঞ্জের আব্দুল আলীম। আজকের পত্রিকাকে তিনি জানান, ঈদের চার পাঁচদিন আগে থেকে আতর টুপির বাজারটা জমতে শুরু করে। চাঁদ রাত পর্যন্ত দেদারসে এই দুটি পণ্য বিক্রি হয় বলে ঈদের দিন ভোরে বাড়ির উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি।
আব্দুল আলীম বলেন, ‘এহনই বিক্রির সময়। এহন বাড়ি গিয়া বইসা থাকলে হইবো?’
দেশের সবচেয়ে বড় খুচরা টুপি বেচাকেনার বাজার হলো বায়তুল মোকাররম মার্কেট। এই মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, করোনা সংকট কাটিয়ে এবার তাদের ভালো বেচাকেনা হচ্ছে। ৩০ টাকা থেকে শুরু করে দুই হাজার টাকার টুপি বিক্রি হচ্ছে এই মার্কেটে। আর আতর বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫০০ টাকায়।
বিক্রেতারা জানান, বয়স্করা গোলাকার শক্ত টুপিগুলো বেশি কিনছেন। আর অপেক্ষাকৃত তরুণেরা কিনছেন পকেটে ভাজ করে রাখার মতো নরম টুপি। অন্যদিকে বয়স্করা প্রচুর আতর কিনলেও তরুণদের মধ্যে এর চাহিদা কম।
নিউমার্কেটে টুপি কিনতে আসা ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাজুল আহমেদ বলেন, ‘আতর খুব একটা ব্যবহার করা হয় না ৷ বডিস্প্রেই ব্যবহার করি। তাই আতর কেনা হয় না৷’
নিউমার্কেট টুপি কিনতে আসা ঢাকা কলেজের ছাত্র ফরহাদ বলেন, ‘এই রোজায় অন্তত এক ডজন টুপি কিনছি ৷ বন্ধুদের জন্য একটাও রাখতে পারিনি। কালই এলাকায় চলে যাব। তাই আজ ভালো দেখে একটা টুপি কিনতে আসছি।’
দুই বছরের স্থবিরতা কাটিয়ে টুপি আতরের বাজার জমে উঠলেও বিক্রেতাদের অভিযোগ দাম বেড়ে যাওয়ার।
নিউমার্কেটে কেনাকাটা করতে আসা তাসবির হোসাইন বলেন, ‘প্রতিবছর ঈদে আমার টুপি কেনা হয় ৷ এবারের মতো এত বেশি দাম আগে কখনো দেখি নাই।’ অন্যদিকে বিক্রেতারা বলছেন, সবকিছুর দাম বেড়েছে। তাই টুপি আতরের দাম বৃদ্ধিটাও স্বাভাবিক।
ফার্মগেটের টুপি বিক্রেতা নূর হোসেন এ বিষয়ে বলেন, ‘দুই বছর ঈদের বাজার চলে নাই। মসজিদে সবাই নামাজ পড়তে পারে নাই। কারখানাগুলো দুইটা বছর কোটি কোটি টাকা লোকসান গুনছে ৷ এবার লোকসান পোষাইতে দাম বাড়াইছে ওরা ৷ আমরাও তাই বেশি দামে বিক্রি করতে বাধ্য হইতেছি।’
আলু সংরক্ষণ করা নিয়ে বিপাকে পড়েছেন বগুড়ার কৃষকেরা। পর্যাপ্ত হিমাগার না থাকায় কৃষকের বাড়িতেই আলু নষ্ট হয়ে যাচ্ছে। ফলে কম দামে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষক। যে কারণে আলু চাষ করে লোকসান গুনতে হচ্ছে এই অঞ্চলের কৃষকদের।
২ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে ঘুমন্ত মাদকাসক্ত ছেলেকে ধারালো বটি দিয়ে গলা কেটে হত্যার পর থানায় এসে বৃদ্ধ বাবা আত্মসমর্পণ করেছেন। মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এঘটনা ঘটিয়েছেন বলে জানিয়েছেন বৃদ্ধ বাবা। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল।
৫ মিনিট আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে অবস্থিত তৈরি পোশাক কারখানা এম এম নিটওয়্যার ও মামুন নিটওয়্যার লিমিটেড শ্রমিক বিক্ষোভের মুখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ বুধবার সকাল ৮টায় শ্রমিকেরা কারখানার গেটে টানানো বন্ধ ঘোষণার নোটিশ দেখতে পান। নোটিশ দেখার পর শ্রমিকদের মধ্যে চাপা উত্তেজনা...
৪২ মিনিট আগেকারও হাতে খাতা, কারও বইয়ের ভাঁজে গুঁজে রাখা কলম। হঠাৎ হাওয়ার ঝাপটা এসে উড়িয়ে দেয় কাগজ। মাথায় হাত দিয়ে ধরে রাখতে হয় বই। শিক্ষক একটু থেমে যান। শব্দ থেমে যায়। কয়েক সেকেন্ড পরে আবারও
১ ঘণ্টা আগে