Ajker Patrika

আরও বেশি ভোট পড়লে ১ লাখ ব্যবধানেই জিততাম: আইভী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ২৩: ১২
আরও বেশি ভোট পড়লে ১ লাখ ব্যবধানেই জিততাম: আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে টানা তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হলেন ডা. সেলিনা হায়াৎ আইভী। এই বিজয়ের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘যেসব কাজ হাতে নিয়েছিলাম সেগুলো শেষ করব। ভালো লাগছে হ্যাটট্রিক বিজয়ী হয়ে। কৃতজ্ঞতাটাই আসছে মনের ভেতর থেকে। এই শহরের মানুষ আমাকে বিমুখ করেনি। আমি যেমন বলেছিলাম আমি ১ লাখ ব্যবধানে পাস করব। কিন্তু যদি ভোট কাস্টিং আরও বেশি হতো তাহলে সেই ১ লাখ পূরণ হতো। ইভিএমে প্রথম ভোটে কাস্টিং কম হয়েছে। তবুও আল্লাহর প্রতি কৃতজ্ঞ। আমি সকলের প্রতি কৃতজ্ঞ। আমি সবাইকে নিয়ে নগর গড়তে চাই।’ 

আজ রোববার রাতে দেওভোগের চুনকা কুটিরে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে এসব মন্তব্য করেন নব নির্বাচিত মেয়র আইভী। 

নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, হাতি প্রতীকে তৈমুর আলম পেয়েছেন ৯২ হাজার ১৬৬টি ভোট। আর ১ লাখ ৫৯ হাজার ৯৭ ভোট পেয়ে টানা তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ভোট পড়েছে প্রায় ৫০ শতাংশ। সকাল থেকেই ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রার্থীরা। কোথাও সহিংসতার কোনো ঘটনা ঘটেনি। 

প্রধান প্রতিদ্বন্দ্বী তৈমুর আলম খন্দকারের বিষয়ে সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘আমার কাকা (তৈমুর) আগেও আমাকে অনেক কথা বলেছেন, সহযোগিতা করেছেন। উনিও নারায়ণগঞ্জের মানুষ। উনি আমাকে অবশ্যই সহযোগিতা করবেন। কাকাও বলেছেন, জয় পরাজয় যা হয় হবে। আমি উনাকে সম্মান করি, শ্রদ্ধা করি। উনি নারায়ণগঞ্জের কল্যাণের কথা বলেছেন, আমিও বলেছি। তাঁর পরিকল্পনার সাথে অনেক কিছুই আমার মিল রয়েছে। আজকে আমার বিজয় হয়েছে। আমি নারায়ণগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞ। আমি আমার দলের প্রতি কৃতজ্ঞ। আমি আমার নেত্রীর প্রতি কৃতজ্ঞ।’ 

নগর গড়তে স্থানীয় এমপি শামীম ওসমানকে সঙ্গে রাখবেন কি না এমন প্রশ্নে আইভী বলেন, ‘যে কেউ আমার সাথে উন্নয়নে অংশ নিতে পারে। সবার কথাই আমি গ্রহণ করব। প্রত্যাশা অনেক বেশি। মানুষ যেই প্রত্যাশা রাখে সেগুলো পূরণ করব। আর চ্যালেঞ্জ থাকবেই, আগেও মোকাবিলা করেছি, আগামীতেও করব।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত