Ajker Patrika

হত্যা মামলায় অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান ৭ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ১৮: ২৯
হত্যা মামলায় অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান ৭ দিনের রিমান্ডে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় পুলিশের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমানকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের সাবেক উপপুলিশ কমিশনার ছিলেন মশিউর রহমান। দুপুরের পরে তাঁকে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের রমনা জোনাল টিমের পরিদর্শক জাহাঙ্গীর আরিফ তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন। 

আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁর রিমান্ডের এই আদেশ দেন।

এর আগে বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে মশিউর রহমানকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। রাতে তাঁকে ঢাকায় নিয়ে আসা হয়। পরে নিউমার্কেট থানায় দায়ের করা হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আটজনের মৃত্যুর ঘটনায় তাঁর বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে বলে জানা যায়।
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত ১৯ জুলাই রাজধানীর নিউমার্কেটের এলাকায় পুলিশ ও আওয়ামী লীগের নেতা–কর্মীদের গুলিতে আব্দুল ওয়াদুদ (৪৫) নিহত হন। 

এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রীর শেখ হাসিনাসহ ১৩০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয় নিউমার্কেট থানায়। মামলাটি করেন নিহতের শ্যালক আবদুর‌ রহমান। 

মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন সাবেক সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মো, আলী আরাফাত, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন প্রমুখ।

তদন্ত কর্মকর্তার রিমান্ড আবেদনে উল্লেখ করেন, মশিউর রহমান নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যার ঘটনায় সম্পৃক্ত। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে ঘটনার মূল রহস্য উদ্‌ঘাটন এবং নির্দেশ দাতাদের সনাক্ত করা প্রয়োজন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত