Ajker Patrika

গাজীপুরে কেমিক্যাল কারখানার আগুন নিয়ন্ত্রণে

আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ০২: ০৪
গাজীপুরে কেমিক্যাল কারখানার আগুন নিয়ন্ত্রণে

ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে গাজীপুরের শ্রীপুরের আজিজ কেমিক্যাল কারখানার আগুন। বুধবার রাত পৌনে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। 

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল হামিদ মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি। এখনো কোন হতাহতের খবরও পাওয়া যায়নি। 

কারখানা সূত্রে জানা গেছে, দুপুর ২টা থেকে রাত ১০টার শিফটের কাজ চলছিল। এসময় ৫৫ থেকে ৫৬ জন শ্রমিক বিভিন্ন প্ল্যান্টে দায়িত্বরত অবস্থায় ছিলেন। আগুনের সূত্রপাত দেখে তারা দ্রুত নিরাপদে সরে আসেন। 

এর আগে, বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকার ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত