Ajker Patrika

‘উপাচার্যদের লক্ষ্য সরকারের এজেন্ডা বাস্তবায়ন’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘উপাচার্যদের লক্ষ্য সরকারের এজেন্ডা বাস্তবায়ন’

নাগরিক ছাত্র ঐক্যের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম বলেছেন, ‘সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যখনই সাধারণ শিক্ষার্থীরা কোনো বিষয় নিয়ে আন্দোলন করে, তখনই সরকারের নিয়োগ করা ভিসিরা (উপাচার্য) সেটা বানচাল করে দেয়। উপাচার্যদের একমাত্র লক্ষ্য হচ্ছে সরকারের এজেন্ডা বাস্তবায়ন করা। প্রকৃত পক্ষে তাঁরা ছাত্রদের সমস্যা নিয়ে কখনো কাজ করে না।’ 

প্রেসক্লাবে এক প্রতীকী অনশন কর্মসূচিতে আজ শুক্রবার তিনি এসব কথা বলেন। কর্মসূচিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানায় সংগঠনটি। এ সময় শিক্ষার্থীদের ওপর হামলার বিচারের দাবিও জানায় সংগঠনটি। 

তরিকুল ইসলাম বলেন, করোনা সমস্যা দেখিয়ে আবারও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে মৃতপ্রায় শিক্ষাব্যবস্থাকে শ্মশানে সৎকার করার অপচেষ্টা করা হচ্ছে। এর প্রথম ধাপের অংশই হচ্ছে শাবিপ্রবিতে হামলা। 

এ সময় সংগঠনের সভাপতি মোশারফ হোসেন শাবিপ্রবির উপাচার্যের পদত্যাগ ও শিক্ষার্থীদের ওপর ন্যক্কারজনক হামলার সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানান। এ ছাড়া শাবিপ্রবিতে অনশনরত শিক্ষার্থীদের কোনো ক্ষতি হলে সেই দায়ভার সরকারকে নিতে হবে বলে দাবি করেন মোশারফ হোসেন। 

এতে উপস্থিত ছিলেন নাগরিক ছাত্র ঐক্যের ঢাকা মহানগরীর আহ্বায়ক আব্দুল আলিফ, সাংস্কৃতিক সম্পাদক রাসেল আহম্মেদ, শেরিফ ফারুকি, খালিদ হোসেন শান্ত, সাজ্জাদ খান, খায়রুল ইসলামসহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

যুক্তরাষ্ট্র-চীন সমঝোতায় এক দিনে ১০০ ডলার কমল সোনার দাম

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত