Ajker Patrika

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে বৃষ্টিতে ভিজে মহাসড়ক অবরোধ শ্রমিকদের

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  
বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের শ্রীপুরের জৈনা বাজার এলাকায় আজ বৃহস্পতিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন পোশাক কারখানার শ্রমিকেরা। ছবি: আজকের পত্রিকা
বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের শ্রীপুরের জৈনা বাজার এলাকায় আজ বৃহস্পতিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন পোশাক কারখানার শ্রমিকেরা। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরে বৃষ্টিতে ভিজে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। এতে মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে উপজেলার জৈনা বাজার এলাকার এইচডিএফ অ্যাপারেলস কারখানার শ্রমিকেরা এই অবরোধ ও বিক্ষোভ করেন।

সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা এসে শ্রমিকদের বুঝিয়ে আড়াই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক করেন। দুপুর ১২টার দিকে শ্রমিকেরা মহাসড়ক ছাড়েন।

কারখানার শারমিন আক্তার বলেন, ‘আমাদের দুই মাসের বেতন ও বিভিন্ন ভাতা দিচ্ছে না কর্তৃপক্ষ। এর আগে বেতন-ভাতা নিয়ে তাঁদের সঙ্গে কয়েক দফা আলোচনা হয়েছে, কিন্তু আমাদের পাওনা পরিশোধ করেননি। তাই বাধ্য হয়ে রাস্তায় নেমেছি। বৃষ্টিতে ভিজে আন্দোলন করছি কী জন্য, বোঝেন না? পেটের দায়ে বৃষ্টির মধ্যে ভিজে আন্দোলন করছি।’

আরে শ্রমিক মিজানুর রহমান বলেন, ‘দেই, দিচ্ছি–এসব বলে কারখানা কর্তৃপক্ষ দুই মাস পার করে ফেলেছেন। বেতন না পেলে আমাদের সংসার কী করে চলবে আপনারাই বলেন। বৃষ্টির মধ্যে রাস্তায় বসে আছি, কারণ আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে।’

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের শ্রীপুরের জৈনা বাজার এলাকায় অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজট। ছবি: আজকের পত্রিকা
বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের শ্রীপুরের জৈনা বাজার এলাকায় অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজট। ছবি: আজকের পত্রিকা

শ্রমিক রানি আক্তার বলেন, ‘মুষলধারায় বৃষ্টি হচ্ছে। পেটের দায়ে এর মধ্যেই সড়কে নামতে হয়েছে। বেতন ছাড়া আমাদের সংসার চলছে না। দুই মাস ধরে বেতন পাচ্ছি না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন সমস্যা সমাধানের অনেক আশ্বাস দিয়েছেন, কিন্তু কোনো ফল পাইনি।’

এইচডিএফ অ্যাপারেলসের মানবসম্পদ বিভাগের কর্মকর্তা শিপু চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘শ্রমিকদের বেতনভাতা পরিশোধের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। এর মধ্যেই তাঁরা (শ্রমিকেরা) মহাসড়ক অবরোধে নামেন।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘সকাল সাড়ে ৯টা থেকে স্থানীয় এইচডিএফ অ্যাপারেলস কারখানার শ্রমিকেরা বকেয়ো বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। দুপুর ১২টার দিকে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাবের সদস্যরা এসে যৌথভাবে শ্রমিকদের বুঝিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত