Ajker Patrika

নিখোঁজের দুদিন পর ডোবায় মিলল শ্রমিকের লাশ, টেক্সটাইল-গোডাউন পুড়িয়ে দিলেন বিক্ষুব্ধরা

নরসিংদী প্রতিনিধি
নিখোঁজের দুদিন পর ডোবায় মিলল শ্রমিকের লাশ, টেক্সটাইল-গোডাউন পুড়িয়ে দিলেন বিক্ষুব্ধরা

নরসিংদীর শালিধায় নিখোঁজের দুদিন পর ডোবা থেকে এক টেক্সটাইল শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রতিবাদে এক ব্যবসায়ীর বাড়ি ও ফ্যাক্টরিতে আগুন দিয়েছেন বিক্ষুব্ধ শ্রমিকেরা। আজ শুক্রবার দুপুরে নরসিংদী পৌর শহরের শালিধা এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত ওই শ্রমিকের নাম মো. রুবেল (১৮)। তিনি নরসিংদীর মনোহরদীর কৃষ্ণপুর এলাকার আকাশ মিয়ার ছেলে। তিনি নরসিংদী শহরের চৌয়ালা এলাকার ইয়ামিন টেক্সটাইলে শ্রমিকের কাজ করতেন। তিনি গত বুধবার থেকে নিখোঁজ ছিলেন। 

নিহতের পরিবার ও শ্রমিকেরা জানান, গত মঙ্গলবার বিকেলে চৌয়ালায় ইয়ামিনের একটি টেক্সটাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন শ্রমিক মারা যায়। এর পরদিন বুধবার বিকেলে টেক্সটাইলগুলো বন্ধ রাখার জন্য বিভিন্ন টেক্সটাইলে যায় ওই এলাকার কারখানার শ্রমিকেরা। শালিধা এলাকার হোসেন আলীর ফ্যাক্টরি বন্ধ করতে গেলে ওই ফ্যাক্টরির শ্রমিকদের সঙ্গে হাতাহাতির একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। পরবর্তীতে গতকাল বৃহস্পতিবার উভয় পক্ষের উপস্থিতিতে বিষয়টি সমাধান করে দেন সেনাবাহিনীর সদস্যরা। 

আজ শুক্রবার সকাল ১০টার দিকে শালিধায় অবস্থিত হোসেন আলীর ফ্যাক্টরি থেকে বেশ কিছু দূরের একটি ডোবা থেকে রুবেল নামের এক শ্রমিকের লাশ উদ্ধার করে পুলিশ। এরপর থেকে দুপুর ১২টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকেরা হোসেন আলীর ২টি টেক্সটাইল,২টি গোডাউন ও ৫ তলা একটি বাড়িতে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন সেনাবাহিনীর সদস্যরা। এ সময় উত্তেজিত শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করে সেনাবাহিনী। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। 

কয়েকজন শ্রমিক জানায়, গত বুধবার হোসেন আলীর কারখানার শ্রমিকদের সঙ্গে টেক্সটাইল শ্রমিকের মারামারির পর থেকে রুবেল নিখোঁজ ছিল। ধারণা করা হচ্ছে তাঁর কারখানার শ্রমিকেরা তাঁকে মেরে ডোবায় ফেলে রেখেছে। তাই বিক্ষুব্ধ শ্রমিক হোসেন আলীর বাড়ি ও কারাখানায় আগুন লাগিয়ে দেয়। 

বিক্ষুব্ধ শ্রমিকেরা ব্যবসায়ী হোসেন আলী বাড়ি ও কারখানায় আগুন দেয়। ছবি: আজকের পত্রিকাএই বিষয়ে জানতে চাইলে টেক্সটাইল ব্যবসায়ী হোসেন আলী বলেন, ‘ওই শ্রমিকের হত্যাকাণ্ডের বিষয়ে আমি কিছুই জানি না। তাকে কে বা কারা মেরেছে তা জানা নাই। আজকে আমার দুইটি ফ্যাক্টরি, দুইটি গোডাউন ও ৫ তলা বাড়িতে আগুন দিয়েছে শ্রমিকেরা। এতে আমার প্রায় ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে।’ 

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ জানান, শালিধা হেলি প্যাডের পাশে একটি ডোবা থেকে একজন শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত