নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে প্রথম শ্রেণিতে ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল করে হাইকোর্টের দেওয়া রায়ে স্থগিতাদেশ দেননি আপিল বিভাগের চেম্বার আদালত। হাইকোর্টের রায় স্থগিত চেয়ে করা পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ‘নো অর্ডার’ দিয়েছেন। এতে হাইকোর্টের রায় বহাল রয়েছে বলে জানিয়েছেন আইনজীবীরা।
হাইকোর্টের রায় স্থগিত চেয়ে ভর্তি বাতিল হওয়া শিক্ষার্থীদের অভিভাবকদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ সাঈদ আহমেদ রাজা। দুই অভিভাবকের পক্ষে ছিলেন আইনজীবী শামীম সরদার। তিনি আজকের পত্রিকাকে বলেন, চেম্বার আদালত স্থগিতাদেশ না দিয়ে লিভ টু আপিল করতে বলেছেন। এর ফলে শূন্য আসনে অপেক্ষামাণ তালিকা থেকে ভর্তিতে বাধা নেই।
এর আগে গত ২১ মে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণির ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিলের সিদ্ধান্ত বহাল রেখে রায় দেন হাইকোর্ট। সেইসঙ্গে ভর্তিতে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ দেওয়া হয়। এছাড়া বাতিল হওয়া আসনগুলোয় অপেক্ষামান তালিকা থেকে ভর্তি করতে নির্দেশ দেন আদালত।
রায়ে ভর্তির ক্ষেত্রে কোনো অনিয়ম ছিল কি না, তা তদন্তের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবকে কমিটি গঠন করতে নির্দেশ দেওয়া হয়।
কমিটিতে এমন একজনকে প্রধান করতে বলা হয়েছে যিনি অতিরিক্ত সচিবের নীচে নন। এছাড়া কমিটিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের চেয়ারমানের প্রতিনিধি ও বুয়েটের একজন কারিগরি বিশেজ্ঞকে রাখতে বলা হয়।
নির্দিষ্ট বয়সের বাইরে শিক্ষার্থী ভর্তির অভিযোগ তুলে প্রথম শ্রেণিতে ভর্তি–ইচ্ছুক দুই শিক্ষার্থীর অভিভাবক গত ১৪ জানুয়ারি রিট করেন। এরপর ২৩ জানুয়ারি হাইকোর্ট রুলসহ আদেশ দেন। পরে মাউশির নির্দেশনার পরিপ্রেক্ষিতে প্রথম শ্রেণির ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল করে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ।
অন্যদিকে ভর্তি বাতিলের বৈধতা নিয়ে বাতিল হওয়া শিক্ষার্থীদের ১৩৬ জন অভিভাবক আরেকটি রিট করেন। তাতে গত ২৫ মার্চ হাইকোর্ট রুল জারি করেন। পৃথক রুলের ওপর একসঙ্গে শুনানি শেষে রায় দেন হাইকোর্ট।
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে প্রথম শ্রেণিতে ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল করে হাইকোর্টের দেওয়া রায়ে স্থগিতাদেশ দেননি আপিল বিভাগের চেম্বার আদালত। হাইকোর্টের রায় স্থগিত চেয়ে করা পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ‘নো অর্ডার’ দিয়েছেন। এতে হাইকোর্টের রায় বহাল রয়েছে বলে জানিয়েছেন আইনজীবীরা।
হাইকোর্টের রায় স্থগিত চেয়ে ভর্তি বাতিল হওয়া শিক্ষার্থীদের অভিভাবকদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ সাঈদ আহমেদ রাজা। দুই অভিভাবকের পক্ষে ছিলেন আইনজীবী শামীম সরদার। তিনি আজকের পত্রিকাকে বলেন, চেম্বার আদালত স্থগিতাদেশ না দিয়ে লিভ টু আপিল করতে বলেছেন। এর ফলে শূন্য আসনে অপেক্ষামাণ তালিকা থেকে ভর্তিতে বাধা নেই।
এর আগে গত ২১ মে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণির ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিলের সিদ্ধান্ত বহাল রেখে রায় দেন হাইকোর্ট। সেইসঙ্গে ভর্তিতে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ দেওয়া হয়। এছাড়া বাতিল হওয়া আসনগুলোয় অপেক্ষামান তালিকা থেকে ভর্তি করতে নির্দেশ দেন আদালত।
রায়ে ভর্তির ক্ষেত্রে কোনো অনিয়ম ছিল কি না, তা তদন্তের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবকে কমিটি গঠন করতে নির্দেশ দেওয়া হয়।
কমিটিতে এমন একজনকে প্রধান করতে বলা হয়েছে যিনি অতিরিক্ত সচিবের নীচে নন। এছাড়া কমিটিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের চেয়ারমানের প্রতিনিধি ও বুয়েটের একজন কারিগরি বিশেজ্ঞকে রাখতে বলা হয়।
নির্দিষ্ট বয়সের বাইরে শিক্ষার্থী ভর্তির অভিযোগ তুলে প্রথম শ্রেণিতে ভর্তি–ইচ্ছুক দুই শিক্ষার্থীর অভিভাবক গত ১৪ জানুয়ারি রিট করেন। এরপর ২৩ জানুয়ারি হাইকোর্ট রুলসহ আদেশ দেন। পরে মাউশির নির্দেশনার পরিপ্রেক্ষিতে প্রথম শ্রেণির ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল করে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ।
অন্যদিকে ভর্তি বাতিলের বৈধতা নিয়ে বাতিল হওয়া শিক্ষার্থীদের ১৩৬ জন অভিভাবক আরেকটি রিট করেন। তাতে গত ২৫ মার্চ হাইকোর্ট রুল জারি করেন। পৃথক রুলের ওপর একসঙ্গে শুনানি শেষে রায় দেন হাইকোর্ট।
রাজশাহীতে জুলাই অভ্যুত্থানের এক বছরের বেশি সময় পর একটি মামলা হয়েছে। মামলায় ১৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। সময়ের ব্যবধান ছাড়াও এজাহারভুক্ত আসামিদের পরিচয় এ মামলা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। আসামিদের অনেকেই ‘পয়সাওয়ালা ব্যক্তি’ হিসেবে পরিচিত হওয়ায় অভিযোগ...
৩ ঘণ্টা আগেমৌলভীবাজারের কমলগঞ্জের মণিপুরী ললিতকলা একাডেমি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই প্রতিষ্ঠান ঘিরে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ রয়েছে। একাডেমিতে মৈতৈ, বিষ্ণুপ্রিয়া এবং পাঙন—এই তিন সম্প্রদায়ের সমান সুযোগ-সুবিধা থাকার কথা থাকলেও শুধু বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের প্রতিনিধিত্ব রয়েছে। এতে বঞ্চিত হওয়ার অভিযোগ রয়েছে...
৪ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে ভূমি অফিসের সহায়ক রশিদুজ্জামান বিপ্লবের ঘুষ নেওয়ার ভিডিও দিয়ে জিম্মি করে চাঁদাবাজির অভিযোগকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি বিবৃতিতে মুখোমুখি অবস্থানে রয়েছে ছাত্রদল ও জামায়াত। ইতিমধ্যে অভিযুক্ত কর্মচারীকে অন্যত্র বদলি...
৪ ঘণ্টা আগেপিরোজপুরে দুর্বৃত্তদের হামলায় জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মিত্র (৫০) গুরুতর আহত হয়েছেন। মুখোশধারী হামলাকারীরা তাঁর দুই পা ও ডান হাত ভেঙে দেয় বলে জানা গেছে। তাঁর সঙ্গে থাকা সহকারী শিক্ষক অসীম কুমারও (৪৬) আহত হয়েছেন।
৪ ঘণ্টা আগে