নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ি চাপায় নিহত আহসান কবির খানের পরিবারকে প্রতি মাসে ২৫ হাজার টাকা করে দেওয়া হবে।
আজ সোমবার (২৮ মার্চ) ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরিবারটির অসহায়ত্বের কথা বিবেচনা করে মাসিক অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ডিএনসিসি। কবির খানের দুই সন্তানের পড়ালেখা মাস্টার্স/সমমানের ডিগ্রি অর্জিত না হওয়া পর্যন্ত প্রতি মাসে ২৫ হাজার টাকা করে দেওয়া হবে।
ডিএনসিসির ময়লার গাড়ি চাপায় গত বছরের ২৫ নভেম্বর নিহত হন সংবাদকর্মী আহসান কবির খান। দুর্ঘটনার পর অসহায় পরিবারটির দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম।
তবে দুর্ঘটনার প্রায় দুই মাসেও কবিরের পরিবারক কোনো সহযোগিতা পায়নি। এ নিয়ে গত ২৩ জানুয়ারি আজকের পত্রিকায় ‘কবিরের পরিবার পেল শুধু কথা ও প্রতিশ্রুতি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপরই বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করে সিটি করপোরেশন। ওই দিন সন্ধ্যায় মেয়র আতিকুল ইসলামের বার্তা নিয়ে কবির খানের মগবাজারের সোনালীবাগের বাসায় যান ডিএনসিসির অঞ্চল-৩-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকি ও ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৈমুর রেজা খোকন। তাঁরা আহসান কবির খানের স্ত্রী ও দুই সন্তানের সঙ্গে দেখা করেন। তখন তাঁরা পরিবারটিকে বলেন, ‘মেয়র আপনাদের খোঁজ নেওয়ার জন্য পাঠিয়েছেন। তাঁর কথায় আপনারা আস্থা রাখতে পারেন।’
আহসান কবির খানের মৃত্যুর প্রায় চার মাস পর সিটি করপোরেশন পরিবারটিকে আর্থিক সহযোগিতা দেওয়ার সিদ্ধান্ত নিল। এ বিষয়ে জানতে চাইলে নিহতের স্ত্রী নাদিরা পারভিন আজকের পত্রিকাকে বলেন, ‘পরিবারের একমাত্র কর্মক্ষম মানুষটির মৃত্যুতে আমরা অসহায় জীবনযাপন করছি। সিটি করপোরেশন প্রথম দিকে এগিয়ে না আসলেও, এখন প্রতি মাসে আর্থিক সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছে। এটা আমাদের পরিবারের জন্য সহায়ক হবে।’
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ি চাপায় নিহত আহসান কবির খানের পরিবারকে প্রতি মাসে ২৫ হাজার টাকা করে দেওয়া হবে।
আজ সোমবার (২৮ মার্চ) ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরিবারটির অসহায়ত্বের কথা বিবেচনা করে মাসিক অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ডিএনসিসি। কবির খানের দুই সন্তানের পড়ালেখা মাস্টার্স/সমমানের ডিগ্রি অর্জিত না হওয়া পর্যন্ত প্রতি মাসে ২৫ হাজার টাকা করে দেওয়া হবে।
ডিএনসিসির ময়লার গাড়ি চাপায় গত বছরের ২৫ নভেম্বর নিহত হন সংবাদকর্মী আহসান কবির খান। দুর্ঘটনার পর অসহায় পরিবারটির দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম।
তবে দুর্ঘটনার প্রায় দুই মাসেও কবিরের পরিবারক কোনো সহযোগিতা পায়নি। এ নিয়ে গত ২৩ জানুয়ারি আজকের পত্রিকায় ‘কবিরের পরিবার পেল শুধু কথা ও প্রতিশ্রুতি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপরই বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করে সিটি করপোরেশন। ওই দিন সন্ধ্যায় মেয়র আতিকুল ইসলামের বার্তা নিয়ে কবির খানের মগবাজারের সোনালীবাগের বাসায় যান ডিএনসিসির অঞ্চল-৩-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকি ও ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৈমুর রেজা খোকন। তাঁরা আহসান কবির খানের স্ত্রী ও দুই সন্তানের সঙ্গে দেখা করেন। তখন তাঁরা পরিবারটিকে বলেন, ‘মেয়র আপনাদের খোঁজ নেওয়ার জন্য পাঠিয়েছেন। তাঁর কথায় আপনারা আস্থা রাখতে পারেন।’
আহসান কবির খানের মৃত্যুর প্রায় চার মাস পর সিটি করপোরেশন পরিবারটিকে আর্থিক সহযোগিতা দেওয়ার সিদ্ধান্ত নিল। এ বিষয়ে জানতে চাইলে নিহতের স্ত্রী নাদিরা পারভিন আজকের পত্রিকাকে বলেন, ‘পরিবারের একমাত্র কর্মক্ষম মানুষটির মৃত্যুতে আমরা অসহায় জীবনযাপন করছি। সিটি করপোরেশন প্রথম দিকে এগিয়ে না আসলেও, এখন প্রতি মাসে আর্থিক সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছে। এটা আমাদের পরিবারের জন্য সহায়ক হবে।’
আবদুল হালিম বলেন, জামায়াত সরকার গঠন করলে কাউকে বোরকা পরতে বাধ্য করা হবে না। তবে শালীনতার বিষয়ে কথা বলা হবে এবং কর্মক্ষেত্রে নারীদের স্বাধীনতা সুরক্ষিত করা হবে।
১ সেকেন্ড আগেবান্দরবানে রোয়াংছড়ি উপজেলায় চান্দের গাড়ি উল্টে হ্লায়ইনু মারমা (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন। এতে শিশুসহ পাঁচজন আহত হন। আজ বুধবার (২০ আগস্ট) বিকেলে মেরাইপাড়াসংলগ্ন পাহাড়ে এ দুর্ঘটনা ঘটে।
৬ মিনিট আগেজয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়নের বালুকাপাড়া গ্রামে ‘একঘরে’ করে রাখা এক দিনমজুর আব্দুল জলিল প্রামাণিককে মারধর করা হয়েছে। এতে তাঁর বাম হাত ভেঙে যায়। এ ঘটনায় তিনি থানায় মামলা করেছেন। গতকাল মঙ্গলবার রাতে মামলাটি রেকর্ড করা হয়। তবে এজাহারে একঘরে করে রাখার বিষয়টি উল্লেখ নেই।
১১ মিনিট আগেজুলাই সনদের বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হলে নির্বাচনের দিকে এগোনো সম্ভব বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
৩১ মিনিট আগে