Ajker Patrika

কবিরের পারিবারকে মাসে ২৫ হাজার টাকা করে দেবে ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কবিরের পারিবারকে মাসে ২৫ হাজার টাকা করে দেবে ডিএনসিসি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ি চাপায় নিহত আহসান কবির খানের পরিবারকে প্রতি মাসে ২৫ হাজার টাকা করে দেওয়া হবে। 

আজ সোমবার (২৮ মার্চ) ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরিবারটির অসহায়ত্বের কথা বিবেচনা করে মাসিক অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ডিএনসিসি। কবির খানের দুই সন্তানের পড়ালেখা মাস্টার্স/সমমানের ডিগ্রি অর্জিত না হওয়া পর্যন্ত প্রতি মাসে ২৫ হাজার টাকা করে দেওয়া হবে। 

ডিএনসিসির ময়লার গাড়ি চাপায় গত বছরের ২৫ নভেম্বর নিহত হন সংবাদকর্মী আহসান কবির খান। দুর্ঘটনার পর অসহায় পরিবারটির দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম। 

তবে দুর্ঘটনার প্রায় দুই মাসেও কবিরের পরিবারক কোনো সহযোগিতা পায়নি। এ নিয়ে গত ২৩ জানুয়ারি আজকের পত্রিকায় ‘কবিরের পরিবার পেল শুধু কথা ও প্রতিশ্রুতি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপরই বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করে সিটি করপোরেশন। ওই দিন সন্ধ্যায় মেয়র আতিকুল ইসলামের বার্তা নিয়ে কবির খানের মগবাজারের সোনালীবাগের বাসায় যান ডিএনসিসির অঞ্চল-৩-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকি ও ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৈমুর রেজা খোকন। তাঁরা আহসান কবির খানের স্ত্রী ও দুই সন্তানের সঙ্গে দেখা করেন। তখন তাঁরা পরিবারটিকে বলেন, ‘মেয়র আপনাদের খোঁজ নেওয়ার জন্য পাঠিয়েছেন। তাঁর কথায় আপনারা আস্থা রাখতে পারেন।’ 

আহসান কবির খানের মৃত্যুর প্রায় চার মাস পর সিটি করপোরেশন পরিবারটিকে আর্থিক সহযোগিতা দেওয়ার সিদ্ধান্ত নিল। এ বিষয়ে জানতে চাইলে নিহতের স্ত্রী নাদিরা পারভিন আজকের পত্রিকাকে বলেন, ‘পরিবারের একমাত্র কর্মক্ষম মানুষটির মৃত্যুতে আমরা অসহায় জীবনযাপন করছি। সিটি করপোরেশন প্রথম দিকে এগিয়ে না আসলেও, এখন প্রতি মাসে আর্থিক সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছে। এটা আমাদের পরিবারের জন্য সহায়ক হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দাম্পত্য কলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

‘আপত্তিকর’ ভিডিও: বিএফআইইউর প্রধান শাহীনুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠালেন গভর্নর

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি সেনাদের যৌন সহিংসতার প্রসঙ্গ জাতিসংঘে তুললেন ভারতীয় দূত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত