Ajker Patrika

গাজীপুরে বিক্ষোভে অংশ না নেওয়ায় দুই কারখানা শ্রমিকদের পাল্টাপাল্টি ভাঙচুর

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে বিক্ষোভে অংশ না নেওয়ায় দুই কারখানা শ্রমিকদের পাল্টাপাল্টি ভাঙচুর

গাজীপুরের শিল্পাঞ্চলের প্রায় সকল কারখানার শ্রমিকেরা কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে কাজে যোগদান করেছেন। আজ বৃহস্পতিবার সকাল থেকে দুটি কারখানা বাদে গাজীপুর মহানগর ও জেলার শিল্পাঞ্চলের কোথাও বিক্ষোভ বা সহিংসতার খবর পাওয়া যায়নি। জিরানী বাজার এলাকায় ওই দুটি কারখানায় শ্রমিকদের মধ্যে পাল্টাপাল্টি ভাঙচুরের ঘটনা ঘটেছে। 

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ-২ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শিল্পাঞ্চলের কারখানাগুলোতে শান্তিপূর্ণভাবে উৎপাদন কার্যক্রম চলছে। জিরানী বাজার এলাকায় দুটি কারখানায় শ্রমিকদের মধ্যে একটু সমস্যা হয়েছিল। এ ছাড়া আজ বৃহস্পতিবার সকালে স্বতঃস্ফূর্তভাবে নিজ-নিজ কর্মস্থলে যোগদান করেছেন। সারা দিনে আর কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। 

পুলিশ ও স্থানীয়রা জানান, গাজীপুর মহানগরীর জিরানী এলাকার রেডিয়্যাল ইন্টারন্যাশনাল লিমিটেড কারখানার শ্রমিকেরা কাজে যোগদান না করে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে বিক্ষোভ করেন। এ সময় তাঁরা পাশের আইরিশ ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকদেরও তাঁদের সঙ্গে বিক্ষোভে অংশ নিয়ে আহ্বান করে। কিন্তু আইরিশ ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকেরা আন্দোলনে যোগ দিতে অস্বীকার করে। এ কারণে রেডিয়্যাল ইন্টারন্যাশনাল লিমিটেড কারখানার শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে আইরিশ ফ্যাশন কারখানায় হামলা চালিয়ে বেশ কিছু মালামাল ভাঙচুর করে। 

এ ঘটনার পর আইরিশ কারখানার শ্রমিকেরা কারখানা থেকে বেরিয়ে রেডিয়াল কারখানায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। এ সময় দুই কারখানার শ্রমিকদের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উত্তেজিত শ্রমিকেরা নবীনগর-কালিয়াকৈর-চন্দ্রা সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করলে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে শিল্প পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে নিলে সকাল দশটা থেকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। 

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ-২ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, ‘জিরানীর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে শিল্প পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করেছেন। শিল্প পরিবেশ স্বাভাবিক ছিল। তবে, জেলায় পূর্বে বন্ধ ঘোষণা করা ৮টি কারখানা আজ বন্ধ আছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা, রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত