বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর বালিয়াকান্দিতে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ সোমবার সকালের এ সংঘর্ষে উপজেলা ছাত্রদলের সভাপতি নাজমুল শেখ (৩০) ও পথচারী বালিয়াকান্দি সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তানিম প্রামাণিক (২২) গুরুতর আহত হয়েছে।
উন্নত চিকিৎসার জন্য নাজমুল শেখকে রাজবাড়ী সদর হাসপাতাল ও তানিম প্রামাণিককে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে থানা-পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে।
বালিয়াকান্দি উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মো. জুবায়ের আল মাহমুদ নছরু জানান, সারা দেশে বিএনপির নৈরাজ্য ও অগ্নি সন্ত্রাসের প্রতিবাদে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বালিয়াকান্দি উপজেলা ছাত্রলীগ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা মিলে ট্যাম্পু স্ট্যান্ডে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছিলাম। হঠাৎ ছাত্রদলের কিছু উচ্ছৃঙ্খল নেতা-কর্মী আমাদের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। আমরা তা প্রতিহত করার চেষ্টা করি। এতেই সংঘর্ষের ঘটনা ঘটে।
বালিয়াকান্দি উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মো. রাকিব বিল্লাহ বলেন, ‘১৬ জুন রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি বালিয়াকান্দি উপজেলা ছাত্রদলের কমিটি অনুমোদন দেন। সেই উপলক্ষে আজ সোমবার সকালে ওয়াপদার মোড় থেকে আনন্দ মিছিল বের করা হয়। মিছিল ট্যাম্পু স্ট্যান্ডে পৌঁছালে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা আমাদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালায়। এতে আমাদের নবগঠিত কমিটির সভাপতিসহ বেশ কয়েকজন আহত হয়েছে।’
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, ছাত্রলীগ-ছাত্রদলের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রাজবাড়ীর বালিয়াকান্দিতে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ সোমবার সকালের এ সংঘর্ষে উপজেলা ছাত্রদলের সভাপতি নাজমুল শেখ (৩০) ও পথচারী বালিয়াকান্দি সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তানিম প্রামাণিক (২২) গুরুতর আহত হয়েছে।
উন্নত চিকিৎসার জন্য নাজমুল শেখকে রাজবাড়ী সদর হাসপাতাল ও তানিম প্রামাণিককে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে থানা-পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে।
বালিয়াকান্দি উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মো. জুবায়ের আল মাহমুদ নছরু জানান, সারা দেশে বিএনপির নৈরাজ্য ও অগ্নি সন্ত্রাসের প্রতিবাদে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বালিয়াকান্দি উপজেলা ছাত্রলীগ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা মিলে ট্যাম্পু স্ট্যান্ডে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছিলাম। হঠাৎ ছাত্রদলের কিছু উচ্ছৃঙ্খল নেতা-কর্মী আমাদের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। আমরা তা প্রতিহত করার চেষ্টা করি। এতেই সংঘর্ষের ঘটনা ঘটে।
বালিয়াকান্দি উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মো. রাকিব বিল্লাহ বলেন, ‘১৬ জুন রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি বালিয়াকান্দি উপজেলা ছাত্রদলের কমিটি অনুমোদন দেন। সেই উপলক্ষে আজ সোমবার সকালে ওয়াপদার মোড় থেকে আনন্দ মিছিল বের করা হয়। মিছিল ট্যাম্পু স্ট্যান্ডে পৌঁছালে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা আমাদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালায়। এতে আমাদের নবগঠিত কমিটির সভাপতিসহ বেশ কয়েকজন আহত হয়েছে।’
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, ছাত্রলীগ-ছাত্রদলের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ফেনীর পরশুরাম সীমান্ত থেকে নুরুল ইসলাম (৬৩) নামের এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ সোমবার (১১ আগস্ট) সকালের দিকে উপজেলার উত্তর কেতরাঙ্গা সীমান্ত এলাকা থেকে তাঁকে ধরে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।
১ মিনিট আগেশিক্ষাগত যোগ্যতার জাল সনদ দিয়ে বিদ্যালয়ের সভাপতি হয়েছিলেন রাজশাহীর বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম ওরফে তফি। পরে শিক্ষা বোর্ডের তদন্তে তাঁর জাল সনদের বিষয়টি ধরা পড়েছে। এর পরিপ্রেক্ষিতে তাঁর সভাপতির পদ বাতিল করতে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে চিঠি দিয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ...
২ মিনিট আগেআদালত পরিদর্শক বলেন, শাহজালাল তাঁর জবানবন্দিতে তুহিন হত্যাকাণ্ডে নিজে জড়িত ছিলেন এবং অন্য কে কে জড়িত, সেসব বিষয় উল্লেখ করে বক্তব্য দিয়েছেন। তবে অন্য আসামিরা স্বীকারোক্তি দিতে রাজি হননি। তা ছাড়া পুলিশও তাঁদের আর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেনি। এ কারণে আদালত সব আসামিকে কারাগারে পাঠানোর...
১০ মিনিট আগেবরগুনার পাথরঘাটায় স্কুলে কোচিং শেষে নিজের ক্লাসে যায় ছাত্রীরা। এ সময় একজন পানির বোতল থেকে পানি পান করে। পানিতে দুর্গন্ধ পেয়ে সে বিষয়টি সহপাঠীদের জানায়। এরপর আরও চার ছাত্রী ওই পানি খেয়ে অসুস্থবোধ করতে থাকে।
১০ মিনিট আগে