Ajker Patrika

বালিয়াকান্দিতে ছাত্রদল-ছাত্রলীগের পাল্টাপাল্টি ধাওয়ায় আহত ২ 

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
আপডেট : ১৯ জুন ২০২৩, ১৮: ১৮
বালিয়াকান্দিতে ছাত্রদল-ছাত্রলীগের পাল্টাপাল্টি ধাওয়ায় আহত ২ 

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ সোমবার সকালের এ সংঘর্ষে উপজেলা ছাত্রদলের সভাপতি নাজমুল শেখ (৩০) ও পথচারী বালিয়াকান্দি সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তানিম প্রামাণিক (২২) গুরুতর আহত হয়েছে। 

উন্নত চিকিৎসার জন্য নাজমুল শেখকে রাজবাড়ী সদর হাসপাতাল ও তানিম প্রামাণিককে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে থানা-পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। 

বালিয়াকান্দি উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মো. জুবায়ের আল মাহমুদ নছরু জানান, সারা দেশে বিএনপির নৈরাজ্য ও অগ্নি সন্ত্রাসের প্রতিবাদে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বালিয়াকান্দি উপজেলা ছাত্রলীগ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা মিলে ট্যাম্পু স্ট্যান্ডে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছিলাম। হঠাৎ ছাত্রদলের কিছু উচ্ছৃঙ্খল নেতা-কর্মী আমাদের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। আমরা তা প্রতিহত করার চেষ্টা করি। এতেই সংঘর্ষের ঘটনা ঘটে। 

বালিয়াকান্দি উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মো. রাকিব বিল্লাহ বলেন, ‘১৬ জুন রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক  কমিটি বালিয়াকান্দি উপজেলা ছাত্রদলের কমিটি অনুমোদন দেন। সেই উপলক্ষে আজ সোমবার সকালে ওয়াপদার মোড় থেকে আনন্দ মিছিল বের করা হয়। মিছিল ট্যাম্পু স্ট্যান্ডে পৌঁছালে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা আমাদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালায়। এতে আমাদের নবগঠিত কমিটির সভাপতিসহ বেশ কয়েকজন আহত হয়েছে।’

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, ছাত্রলীগ-ছাত্রদলের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত