ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের ভূঞাপুরে সাইফুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ভূঞাপুর-যমুনা সেতু সড়কের কষ্টাপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সাইফুল ইসলাম কুকাদাইর গ্রামের মৃত বদি মিয়ার ছেলে। তিনি একজন মাংস ব্যবসায়ী ছিলেন।
স্থানীয়রা জানায়, ভোরে নামাজ পড়ে একজন হাঁটছিলেন। এ সময় তিনি দেখেন রাস্তার পাশে একটি মানুষ পড়ে রয়েছে। কাছে গিয়ে দেখতে পান তিনি মৃত। পরে তাঁকে চিনতে পেরে পরিবারের লোকজন ও পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
মৃতের পরিবারের সদস্যরা জানান, সাইফুল ইসলাম দেড় মাস আগে সপরিবারে ঢাকার আশুলিয়ায় চলে যান। সেখানে তিনি মাংস ব্যবসার (কসাই) কাজ করতেন। ঢাকায় থাকলেও তিনি গরু কেনার জন্য প্রায়ই বাড়িতে আসতেন। স্থানীয় হাট থেকে দু-একটি গরু কিনে ঢাকায় নিয়ে জবাই করে মাংস বিক্রি করতেন।
গতকাল বুধবার সন্ধ্যায় তিনি ঢাকা থেকে বাড়ির উদ্দেশে রওনা হলেও বাড়িতে আসেনি। সকালে স্থানীয়দের কাছে তাঁরা শুনতে পান কে বা কারা মেরে লাশ রাস্তার পাশে ফেলে রেখেছে।
সাইফুল ইসলামের ছোট ভাই রফিকুল ইসলাম বলেন, ‘শত্রুতা করে কেউ হয়তো আমার বড় ভাইকে শ্বাসরোধে হত্যা করে রাস্তার পাশে ফেলে রেখে গেছে। আমার ভাইয়ের হত্যায় যারা জড়িত, তাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি করছি।’
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম রেজাউল করিম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। দেখে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা চেতনানাশক দ্রব্যজাতীয় কিছু খাইয়ে শ্বাসরোধে হত্যার পর মরদেহ ফেলে রেখে গেছে।
ওসি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত ঘটনার রহস্য উদ্ঘাটন হবে। এ নিয়ে তদন্ত চলছে।
টাঙ্গাইলের ভূঞাপুরে সাইফুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ভূঞাপুর-যমুনা সেতু সড়কের কষ্টাপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সাইফুল ইসলাম কুকাদাইর গ্রামের মৃত বদি মিয়ার ছেলে। তিনি একজন মাংস ব্যবসায়ী ছিলেন।
স্থানীয়রা জানায়, ভোরে নামাজ পড়ে একজন হাঁটছিলেন। এ সময় তিনি দেখেন রাস্তার পাশে একটি মানুষ পড়ে রয়েছে। কাছে গিয়ে দেখতে পান তিনি মৃত। পরে তাঁকে চিনতে পেরে পরিবারের লোকজন ও পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
মৃতের পরিবারের সদস্যরা জানান, সাইফুল ইসলাম দেড় মাস আগে সপরিবারে ঢাকার আশুলিয়ায় চলে যান। সেখানে তিনি মাংস ব্যবসার (কসাই) কাজ করতেন। ঢাকায় থাকলেও তিনি গরু কেনার জন্য প্রায়ই বাড়িতে আসতেন। স্থানীয় হাট থেকে দু-একটি গরু কিনে ঢাকায় নিয়ে জবাই করে মাংস বিক্রি করতেন।
গতকাল বুধবার সন্ধ্যায় তিনি ঢাকা থেকে বাড়ির উদ্দেশে রওনা হলেও বাড়িতে আসেনি। সকালে স্থানীয়দের কাছে তাঁরা শুনতে পান কে বা কারা মেরে লাশ রাস্তার পাশে ফেলে রেখেছে।
সাইফুল ইসলামের ছোট ভাই রফিকুল ইসলাম বলেন, ‘শত্রুতা করে কেউ হয়তো আমার বড় ভাইকে শ্বাসরোধে হত্যা করে রাস্তার পাশে ফেলে রেখে গেছে। আমার ভাইয়ের হত্যায় যারা জড়িত, তাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি করছি।’
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম রেজাউল করিম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। দেখে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা চেতনানাশক দ্রব্যজাতীয় কিছু খাইয়ে শ্বাসরোধে হত্যার পর মরদেহ ফেলে রেখে গেছে।
ওসি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত ঘটনার রহস্য উদ্ঘাটন হবে। এ নিয়ে তদন্ত চলছে।
রংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামের এক দপ্তরির বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ওই দপ্তরির শাস্তি না হওয়া পর্যন্ত সন্তানদের স্কুলে পাঠাবেন না বলে অভিভাবকেরা হুমকি দিয়েছেন। এদিকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক অভিভাবক গত বৃহস্পতিবার ইউএন
১ মিনিট আগেরাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে থাকা প্রাইভেট কার থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় মিলেছে। তাঁদের দুজনের বাড়ি একই এলাকায়।
১০ মিনিট আগেআগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার সকালে ঢাকার কেরানীগঞ্জে র্যাব-১০ সদর দপ্তর, কেন্দ্রীয় কারাগার ও তেঘরিয়া উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে উপদেষ্টা এই তথ্য জানান।
২০ মিনিট আগেসাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এই নিয়ে ১২০ বারের মতো তারিখ পিছিয়ে নতুন তারিখ ধার্য করা হয়েছে আগামী ১৪ সেপ্টেম্বর। আজ সোমবার (১১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এই তারিখ ধার্য করেন।
২৩ মিনিট আগে