নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কয়েক দিনের টানা স্থবির জনজীবন ছেড়ে যেন আপন রূপে ফিরেছে রাজধানী শহর ঢাকা। নিয়মিত শুক্র-শনিবারের পর তিন দিনের সাধারণ ছুটি শেষে আজ বুধবার খুলেছে সব অফিস। ফলে শহরে দেখা গেছে সেই চিরচেনা যানজট।
সরেজমিন দেখা গেছে, সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত কারফিউ শিথিলের ঘোষণায় রাস্তায় স্বাভাবিকভাবেই চলাফেরা করছেন মানুষ। তবে গণপরিবহনের সংখ্যা এখনো তুলনামূলক কম। এ কারণে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ ও অফিসগামী মানুষেরা। এমন পরিস্থিতিতে হেঁটেই গন্তব্যে যেতে দেখা গেছে মানুষকে।
বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত অফিস চালুর ঘোষণা দিয়েছে সরকার। তাই সকাল ৯টা পর্যন্ত ঢাকার রাস্তা ফাঁকা থাকলেও ৯টার পর রাজধানীর রামপুরা-বাড্ডা, মিরপুর রোড, মগবাজার, বাংলামোটর, গুলিস্তান, ফার্মগেট, মহাখালী সড়কে গণপরিবহনের সঙ্গে ছিল ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত রিকশা। কল্যাণপুর থেকে কলেজ গেট পর্যন্ত রাস্তায় যানবাহন আটকে থাকতে দেখা গেছে। এ সময় যানজটে ঢাকার রাস্তায় একরকম স্থবির অবস্থা দেখা দিয়েছে।
পথচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সড়কে পর্যাপ্ত গাড়ি নেই। আবার কোথাও কোথাও সকাল ১০টার আগে সড়কে চলাচল নিয়ন্ত্রণ করা হয়। এর ফলে জট আরও বাড়ে।
সকাল ৯টায় মহানগর প্রকল্প থেকে আজিমপুরে অফিসের উদ্দেশে রওনা দেন বেসরকারি কর্মজীবী শাশ্বত বসু। তিনি বলেন, ‘সকালে রামপুরা সড়কে বাসের সংখ্যা ছিল কম। যে পরিমাণ বাস ছিল তাতেই অনেক ভিড়। সিএনজি থাকলে ভাড়া অনেক বেশি। ঝামেলা এড়াতে বাইকে করে অফিসে এসেছি।’
এদিকে মেট্রোরেল বন্ধের কারণে কাজীপাড়া এলাকায় দেখা গেছে যানজট। প্রায় দেড় বছর পর ওই এলাকায় মানুষ ভোগান্তিতে পড়ে। অনেকেই বাসের জন্য দাঁড়িয়ে ছিলেন। কেউ বা মোটরসাইকেল ভাড়া করে কর্মস্থলে রওনা দিয়েছেন।
অনেকক্ষণ দাঁড়ানোর পর আজকের পত্রিকার একজন কর্মী কারওয়ান বাজার পর্যন্ত একটি বাসে ওঠেন। তিনি জানান, রাস্তায় যানজট আছে। ব্যক্তিগত গাড়ির আধিক্য বেশি। এরপর কারওয়ান বাজার নেমে তিনি সিএনজিচালিত অটোরিকশায় করে বনশ্রী অফিসে আসেন।
এদিকে অনেক সড়কে ট্রাফিক পুলিশের দেখা পাওয়া যায়নি। অনেক জায়গায় স্থানীয়রা ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন। অনেক জায়গায় প্রধান সড়কের যানজট অলিগলিতে পৌঁছে গেছে। মানিক মিয়া অ্যাভিনিউয়ের একপাশে পুরোটা প্রাইভেট কারের দখলে রয়েছে। অনেক সময় পর পর সামান্য সময়ের জন্য চাকা গড়িয়েছে।
কয়েক দিনের টানা স্থবির জনজীবন ছেড়ে যেন আপন রূপে ফিরেছে রাজধানী শহর ঢাকা। নিয়মিত শুক্র-শনিবারের পর তিন দিনের সাধারণ ছুটি শেষে আজ বুধবার খুলেছে সব অফিস। ফলে শহরে দেখা গেছে সেই চিরচেনা যানজট।
সরেজমিন দেখা গেছে, সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত কারফিউ শিথিলের ঘোষণায় রাস্তায় স্বাভাবিকভাবেই চলাফেরা করছেন মানুষ। তবে গণপরিবহনের সংখ্যা এখনো তুলনামূলক কম। এ কারণে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ ও অফিসগামী মানুষেরা। এমন পরিস্থিতিতে হেঁটেই গন্তব্যে যেতে দেখা গেছে মানুষকে।
বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত অফিস চালুর ঘোষণা দিয়েছে সরকার। তাই সকাল ৯টা পর্যন্ত ঢাকার রাস্তা ফাঁকা থাকলেও ৯টার পর রাজধানীর রামপুরা-বাড্ডা, মিরপুর রোড, মগবাজার, বাংলামোটর, গুলিস্তান, ফার্মগেট, মহাখালী সড়কে গণপরিবহনের সঙ্গে ছিল ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত রিকশা। কল্যাণপুর থেকে কলেজ গেট পর্যন্ত রাস্তায় যানবাহন আটকে থাকতে দেখা গেছে। এ সময় যানজটে ঢাকার রাস্তায় একরকম স্থবির অবস্থা দেখা দিয়েছে।
পথচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সড়কে পর্যাপ্ত গাড়ি নেই। আবার কোথাও কোথাও সকাল ১০টার আগে সড়কে চলাচল নিয়ন্ত্রণ করা হয়। এর ফলে জট আরও বাড়ে।
সকাল ৯টায় মহানগর প্রকল্প থেকে আজিমপুরে অফিসের উদ্দেশে রওনা দেন বেসরকারি কর্মজীবী শাশ্বত বসু। তিনি বলেন, ‘সকালে রামপুরা সড়কে বাসের সংখ্যা ছিল কম। যে পরিমাণ বাস ছিল তাতেই অনেক ভিড়। সিএনজি থাকলে ভাড়া অনেক বেশি। ঝামেলা এড়াতে বাইকে করে অফিসে এসেছি।’
এদিকে মেট্রোরেল বন্ধের কারণে কাজীপাড়া এলাকায় দেখা গেছে যানজট। প্রায় দেড় বছর পর ওই এলাকায় মানুষ ভোগান্তিতে পড়ে। অনেকেই বাসের জন্য দাঁড়িয়ে ছিলেন। কেউ বা মোটরসাইকেল ভাড়া করে কর্মস্থলে রওনা দিয়েছেন।
অনেকক্ষণ দাঁড়ানোর পর আজকের পত্রিকার একজন কর্মী কারওয়ান বাজার পর্যন্ত একটি বাসে ওঠেন। তিনি জানান, রাস্তায় যানজট আছে। ব্যক্তিগত গাড়ির আধিক্য বেশি। এরপর কারওয়ান বাজার নেমে তিনি সিএনজিচালিত অটোরিকশায় করে বনশ্রী অফিসে আসেন।
এদিকে অনেক সড়কে ট্রাফিক পুলিশের দেখা পাওয়া যায়নি। অনেক জায়গায় স্থানীয়রা ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন। অনেক জায়গায় প্রধান সড়কের যানজট অলিগলিতে পৌঁছে গেছে। মানিক মিয়া অ্যাভিনিউয়ের একপাশে পুরোটা প্রাইভেট কারের দখলে রয়েছে। অনেক সময় পর পর সামান্য সময়ের জন্য চাকা গড়িয়েছে।
নারায়ণগঞ্জের ফতুল্লায় নালা থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৪৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ফতুল্লার পশ্চিম শিহাচর নূর মসজিদ সংলগ্ন নালা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগেচট্টগ্রামের আনোয়ারার অবস্থিত কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (কেইপিজেড) পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে দুজন। আজ বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ডাইং কারখানায় গ্যাসের বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলার রূপসী কাজীপাড়া এলাকার মঞ্জু ডাইং অ্যান্ড টেক্সটাইল কারখানায় এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেমামলা, জিডি করে হয়রানির প্রতিকার এবং ৪ দফা দাবি আদায়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) প্রশাসনকে মৃত ঘোষণা করে প্রতীকী কফিন মিছিল করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। গতকাল বুধবার রাতে দাবি না মানা ও প্রশাসনের নিষ্ক্রিয়তার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে কফিন মিছিল ঢাকা-কুয়াকাটা মহাসড়কের পাশে
২ ঘণ্টা আগে