সাখাওয়াত ফাহাদ ও মো. আসাদুজ্জামান, গাজীপুর থেকে
গাজীপুরের বিভিন্ন কেন্দ্রে নৌকা, ট্রাক ও লাঙ্গলের এজেন্ট থাকলেও বেশির ভাগ কেন্দ্রে নেই নির্বাচন কমিশনের বরাদ্দকৃত প্রতীকের এজেন্টরা। অনেকে ওয়াশরুম ও ভোট দেওয়ার অজুহাতে কেন্দ্রের নির্ধারিত আসনে উপস্থিত ছিলেন না। কয়েকজন প্রার্থীর এজেন্ট নিজস্ব প্রার্থীর নামও জানেন না।
আজ রোববার গাজীপুর-৩ সংসদীয় আসনের শ্রীপুরের বাঁশকোপা উচ্চবিদ্যালয় কেন্দ্র ঘুরে এমন চিত্র পাওয়া যায়। এই আসনে প্রার্থী রয়েছেন সাতজন। তবে কেন্দ্রের ভোটকক্ষগুলোতে চারজনের বেশি এজেন্ট নেই।
দুপুর ১২টায় বিদ্যালয়ের একটি কক্ষে গিয়ে দেখা যায়, চারজন এজেন্ট রয়েছেন। এ সময় ফুলের মালা প্রতীকের এজেন্ট মো. শাহজাহানের কাছে তাঁর প্রার্থীর নাম জানতে চাইলে তিনি নিজস্ব প্রার্থীর নাম জানাতে পারেননি। একাধিকবার জিজ্ঞেস করার পর শাহজাহান মুচকি হেসে চুপ করে ছিলেন। এ সময় পাশে বসা নৌকার এজেন্ট দেলোয়ার হোসেন তাঁর প্রার্থীর নাম শিখিয়ে দেন।
ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মাহবুব আলম আজকের পত্রিকাকে বলেন, ‘এজেন্টরা গতকাল কেউ আসেননি। তাঁরা সবাই আজকে সকালে এসেছেন। অনেক প্রার্থীর এজেন্টরা সকাল থেকেই ছিলেন না।’
কেন্দ্রের বাইরে নৌকা ও ট্রাক সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে জানিয়ে তিনি আরও বলেন, ‘সকালে বাইরে কিছুটা ঝামেলা হচ্ছিল, আমি নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানিয়েছি। এ ছাড়া কেন্দ্রে কোনো সমস্যা নেই।’
এই আসনের আরেক কেন্দ্র বনখড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এজেন্টদের ক্ষেত্রেও দেখা গেছে একই রকমের চিত্র। এই কেন্দ্রের ভোটকক্ষগুলোতেও চারজন প্রার্থীর এজেন্ট পাওয়া যায়। বাকি তিন প্রার্থীর কোনো এজেন্টের দেখা মেলেনি।
গাজীপুরের বিভিন্ন কেন্দ্রে নৌকা, ট্রাক ও লাঙ্গলের এজেন্ট থাকলেও বেশির ভাগ কেন্দ্রে নেই নির্বাচন কমিশনের বরাদ্দকৃত প্রতীকের এজেন্টরা। অনেকে ওয়াশরুম ও ভোট দেওয়ার অজুহাতে কেন্দ্রের নির্ধারিত আসনে উপস্থিত ছিলেন না। কয়েকজন প্রার্থীর এজেন্ট নিজস্ব প্রার্থীর নামও জানেন না।
আজ রোববার গাজীপুর-৩ সংসদীয় আসনের শ্রীপুরের বাঁশকোপা উচ্চবিদ্যালয় কেন্দ্র ঘুরে এমন চিত্র পাওয়া যায়। এই আসনে প্রার্থী রয়েছেন সাতজন। তবে কেন্দ্রের ভোটকক্ষগুলোতে চারজনের বেশি এজেন্ট নেই।
দুপুর ১২টায় বিদ্যালয়ের একটি কক্ষে গিয়ে দেখা যায়, চারজন এজেন্ট রয়েছেন। এ সময় ফুলের মালা প্রতীকের এজেন্ট মো. শাহজাহানের কাছে তাঁর প্রার্থীর নাম জানতে চাইলে তিনি নিজস্ব প্রার্থীর নাম জানাতে পারেননি। একাধিকবার জিজ্ঞেস করার পর শাহজাহান মুচকি হেসে চুপ করে ছিলেন। এ সময় পাশে বসা নৌকার এজেন্ট দেলোয়ার হোসেন তাঁর প্রার্থীর নাম শিখিয়ে দেন।
ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মাহবুব আলম আজকের পত্রিকাকে বলেন, ‘এজেন্টরা গতকাল কেউ আসেননি। তাঁরা সবাই আজকে সকালে এসেছেন। অনেক প্রার্থীর এজেন্টরা সকাল থেকেই ছিলেন না।’
কেন্দ্রের বাইরে নৌকা ও ট্রাক সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে জানিয়ে তিনি আরও বলেন, ‘সকালে বাইরে কিছুটা ঝামেলা হচ্ছিল, আমি নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানিয়েছি। এ ছাড়া কেন্দ্রে কোনো সমস্যা নেই।’
এই আসনের আরেক কেন্দ্র বনখড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এজেন্টদের ক্ষেত্রেও দেখা গেছে একই রকমের চিত্র। এই কেন্দ্রের ভোটকক্ষগুলোতেও চারজন প্রার্থীর এজেন্ট পাওয়া যায়। বাকি তিন প্রার্থীর কোনো এজেন্টের দেখা মেলেনি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্নাতক প্রথম বর্ষের (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) ক্লাস আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। গতকাল বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক
১১ মিনিট আগেপুলিশ সুপার বলেন, মাদক নিয়ন্ত্রণে সরকারের আরও একটি বিভাগ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কাজ করছে। তবে মাদক নির্মূলের জন্য সবার সহযোগিতা জরুরি। তিনি তথ্য দিয়ে কিংবা সামাজিক প্রতিরোধের মাধ্যমে মাদক নির্মূলের আহ্বান জানান। প্রয়োজনে মাদকের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সামাজিকভাবে বয়কট করার পরামর্শও দে
১৫ মিনিট আগেঠাকুরগাঁওয়ে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা জবায়দুর রহমান হত্যা মামলায় বিএনপির ১২৩ নেতা-কর্মীকে খালাস দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা ও দায়রা জজ সমরেশ শীল আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিন এ হত্যাকাণ্ড ঘটে।
১৮ মিনিট আগেকর্মসূচিতে অফিসার্স সমিতির সভাপতি মোক্তার হোসেন বলেন, ‘আমরা আমাদের সব বৈষম্য দূরীকরণের জন্য আগেও আন্দোলন করেছিলাম। পরে প্রশাসনের আশ্বাসে স্থগিত করেছি। কিন্তু বর্তমানে এই প্রশাসন আমাদের সঙ্গে প্রতারণা করছে। দেশের বাকি বিশ্ববিদ্যালয়গুলোতে প্রাতিষ্ঠানিক সুবিধা বহাল থাকলেও আমাদের সঙ্গে বৈষম্য করার জবাব
৩২ মিনিট আগে