Ajker Patrika

গাজীপুরে প্রার্থীর নামই জানেন না এজেন্ট

সাখাওয়াত ফাহাদ ও মো. আসাদুজ্জামান, গাজীপুর থেকে 
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১৫: ১৫
গাজীপুরে প্রার্থীর নামই জানেন না এজেন্ট

গাজীপুরের বিভিন্ন কেন্দ্রে নৌকা, ট্রাক ও লাঙ্গলের এজেন্ট থাকলেও বেশির ভাগ কেন্দ্রে নেই নির্বাচন কমিশনের বরাদ্দকৃত প্রতীকের এজেন্টরা। অনেকে ওয়াশরুম ও ভোট দেওয়ার অজুহাতে কেন্দ্রের নির্ধারিত আসনে উপস্থিত ছিলেন না। কয়েকজন প্রার্থীর এজেন্ট নিজস্ব প্রার্থীর নামও জানেন না।

আজ রোববার গাজীপুর-৩ সংসদীয় আসনের শ্রীপুরের বাঁশকোপা উচ্চবিদ্যালয় কেন্দ্র ঘুরে এমন চিত্র পাওয়া যায়। এই আসনে প্রার্থী রয়েছেন সাতজন। তবে কেন্দ্রের ভোটকক্ষগুলোতে চারজনের বেশি এজেন্ট নেই। 

দুপুর ১২টায় বিদ্যালয়ের একটি কক্ষে গিয়ে দেখা যায়, চারজন এজেন্ট রয়েছেন। এ সময় ফুলের মালা প্রতীকের এজেন্ট মো. শাহজাহানের কাছে তাঁর প্রার্থীর নাম জানতে চাইলে তিনি নিজস্ব প্রার্থীর নাম জানাতে পারেননি। একাধিকবার জিজ্ঞেস করার পর শাহজাহান মুচকি হেসে চুপ করে ছিলেন। এ সময় পাশে বসা নৌকার এজেন্ট দেলোয়ার হোসেন তাঁর প্রার্থীর নাম শিখিয়ে দেন।

ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মাহবুব আলম আজকের পত্রিকাকে বলেন, ‘এজেন্টরা গতকাল কেউ আসেননি। তাঁরা সবাই আজকে সকালে এসেছেন। অনেক প্রার্থীর এজেন্টরা সকাল থেকেই ছিলেন না।’ 

কেন্দ্রের বাইরে নৌকা ও ট্রাক সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে জানিয়ে তিনি আরও বলেন, ‘সকালে বাইরে কিছুটা ঝামেলা হচ্ছিল, আমি নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানিয়েছি। এ ছাড়া কেন্দ্রে কোনো সমস্যা নেই।’

এই আসনের আরেক কেন্দ্র বনখড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এজেন্টদের ক্ষেত্রেও দেখা গেছে একই রকমের চিত্র। এই কেন্দ্রের ভোটকক্ষগুলোতেও চারজন প্রার্থীর এজেন্ট পাওয়া যায়। বাকি তিন প্রার্থীর কোনো এজেন্টের দেখা মেলেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা না যেতেই কাশ্মীরে বিস্ফোরণ!

বিশ্বে প্রথম পূর্ণাঙ্গ যুদ্ধে জড়ানোর পথে কি পরমাণু শক্তিধর দুই দেশ

লঞ্চের ওপর তরুণীকে প্রকাশ্যে পেটাচ্ছিলেন যুবক, ভিডিও ভাইরাল

ভারতের সেনাপ্রধানের ক্ষমতা বাড়াল কেন্দ্রীয় সরকার

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, বিচার হবে ট্রাইব্যুনালে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত