Ajker Patrika

গোপালগঞ্জে সড়কে মিলল যুবকের গলাকাটা মরদেহ 

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে সড়কে মিলল যুবকের গলাকাটা মরদেহ 

গোপালগঞ্জে মেহেদী হাসান নামে (৩৫) এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার ভোরে গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া গ্রামের হাফিজের দোকানের সামনের সড়ক থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মৃত মেহেদী হাসান সাগর মধ্যকরপাড়া গ্রামের শাহাদৎ হোসেনের ছেলে।

মৃতের স্ত্রী রুপা বেগম বলেন, ‘গতকাল মঙ্গলবার রাতে আমার স্বামীর মোবাইলে একটি কল আসে। পরে রাত ১টার দিকে বাড়ি থেকে বের হয়ে যান তিনি। পরে আর ফিরে আসেনি।’

গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আসাদুজ্জামান টিটো বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ ভোরে সড়কের ওপর ওই যুবকের ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা-৯৯৯ এ কল দেন এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পরিদর্শক আরও বলেন, মরদেহের গলাকাটা ও শরীরের বিভিন্ন স্থানে একাধিক কোপের চিহ্ন রয়েছে। তবে, কে বা কারা এবং কী কারণে তাঁকে হত্যা করেছে তা এখনো জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত