Ajker Patrika

উত্তরায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ, সড়কে তীব্র যানজট

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ১৬ জুলাই ২০২৪, ১৩: ৪৩
উত্তরায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ, সড়কে তীব্র যানজট

রাজধানীর উত্তরায় সড়কে অবস্থান নেওয়া আন্দোলনরত বেসরকারি বিশ্ববিদ্যালয় ও স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সংঘর্ষ শুরু হয়েছে। উত্তরা বিএনএস সেন্টার এলাকা থেকে আজমপুর পর্যন্ত সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত (১টা ১০ মিনিট) দুজন পুলিশ সদস্য আহতের খবর পাওয়া গেছে। 

আহতের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ট্রাফিক পুলিশের সার্জেন্ট মোমিন। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষে নিরাপত্তার দায়িত্ব পালনের সময় দুজন পুলিশ আহত হয়েছেন বলে জেনেছি। তবে তাঁদের নাম-পরিচয় এখনো জানতে পারিনি।’ 

আজ মঙ্গলবার বেলা সোয়া ১১টায় জমজম টাওয়ার এলাকায় বিক্ষোভ মিছিল শেষে শিক্ষার্থীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। এদিকে বিএনএস সেন্টার এলাকায় ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য মো. খসরু চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগের নেতা-কর্মীরা অবস্থান নেন। পরে বিএনএস সেন্টার এলাকায় শিক্ষার্থীদের ধাওয়া করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়া। 

বিএনএস সেন্টার এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগে নেতা-কর্মীদের সংঘর্ষ। ছবি: আজকের পত্রিকাএ সময় উত্তরার সোনারগাঁও সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। অপ্রীতিকর ঘটনা এড়াতে উত্তরায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। 

এ বিষয়ে ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) কাজী মিজান আজকের পত্রিকাকে বলেন, ‘কোটা নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের কারণে আধা ঘণ্টারও বেশি সময় ধরে সড়কে যানজটের সৃষ্টি হয়েছে।’ যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত