Ajker Patrika

ন্যাশনাল স্টিম অলিম্পিয়াড শুরু ১৫ মার্চ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ন্যাশনাল স্টিম অলিম্পিয়াড শুরু ১৫ মার্চ 

ন্যাশনাল স্টিম অলিম্পিয়াড শুরু হবে আগামী ১৫ মার্চ। অনলাইনে আয়োজিত এ অলিম্পিয়াডে মোট তিনটি রাউন্ডে ৮টি ভিন্ন বিষয়ে বিভিন্ন স্তরের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন। আইটেসারেক্ট টেকনোলজিসের আয়োজনে সহযোগিতা করছে শিক্ষা মন্ত্রণালয়।

আজ সোমবার প্রেসক্লাবে ন্যাশনাল স্টিম অলিম্পিয়াড উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সম্মেলনের প্রধান অতিথি ইউজিসির সদস্য অধ্যাপক মো. সাজ্জাদ হোসেন বলেন, স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়সহ সবক্ষেত্রে ব্যবহার করে ইনক্লুসিভ শিক্ষা ব্যবস্থা চালু করা হবে। আমাদের দক্ষ হয়ে ওঠা খুবই গুরুত্বপূর্ণ।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বলেন, এ ধরনের প্রতিযোগিতা যখন আয়োজন করা হয় এবং টেলিভিশন বা মিডিয়ায় প্রচার হয়, তখন শিক্ষার্থীরা অনুপ্রেরণা পায়।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মাহফুজুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা এখন যা শিখছে ২০ বছর পর কর্মক্ষেত্রে গেলে তার অনেক কিছুই আর কাজে আসবে না। তাই এখন কাজ করতে করতে শেখার সময়।

এই আয়োজনের সঙ্গে যুক্ত হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মাজহারুল ইসলাম বলেন, সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, আর্টস এবং ম্যাথমেটিকেসের অদ্যক্ষর নিয়ে স্টিম। এটি সমন্বিত শিক্ষা। এ সিস্টেমকে আরও জনপ্রিয় করতে হবে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য। 

অলিম্পিয়াডে প্রতিটি বিভাগের বিজয়ীদের জন্য প্রথম পুরস্কার হিসেবে থাকবে ২ লাখ টাকা, প্রথম রানার আপ এবং দ্বিতীয় রানার আপের জন্য যথাক্রমে ১ লাখ ও ৫০ হাজার টাকা।

প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য www.nationalsteamolympiad.com এ ভিজিট করতে হবে। এবারের ন্যাশনাল স্টিম অলিম্পিয়াডের পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

সাবেক ‘র’-এর প্রধানের নেতৃত্বে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদ পুনর্গঠন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত