নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শিশুর অভিভাবকত্ব নিয়ে উচ্চ আদালতে লড়ছেন জাপানি নারী নাকানো এরিকো ও বাংলাদেশি-আমেরিকান ইমরান শরীফ। আগামী ৩১ আগস্ট মামলার শুনানির তারিখ ধার্য করা আছে। তবে এর আগেই পারিবারিক ও সামাজিকভাবে সমঝোতা করতে রাজি হয়েছেন তাঁরা।
আজ বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁও থানার ভিক্টিম সাপোর্ট সেন্টারের বাইরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান নাকানো এরিকোর আইনজীবী মোহাম্মদ শিশির মনির। দুই শিশুর বাবা ইমরান শরীফও একই কথা বলেছেন।
দুই শিশুর জিম্মার বিষয়ে আইনি প্রক্রিয়ার বাইরে সমঝোতায় পৌঁছাতে দুই পক্ষের মধ্যেই আলোচনা চলছে বলে জানিয়েছেন শিশির মনির। তিনি বলেন, ‘এই ধরনের পারিবারিক মামলার ক্ষেত্রে আইনি প্রক্রিয়ার চেয়ে সামাজিক-পারিবারিক সমঝোতায় সমাধান হওয়ার সংখ্যাই বেশি। তাই আইনি প্রক্রিয়ার বাইরেও যেকোনো উপায়ে সমঝোতায় পৌছাতে আমরা রাজি আছি।’
দুই শিশুর বাবা ইমরান শরীফ জানান, দুই শিশুর জন্য অতিদ্রুত সমাধানে পৌঁছাতে চান তিনি। তিনি বলেন, ‘আমার মেয়েরা এখানে ভালো নেই। এখানকার খাবার তারা খেতে পারছে না। এমন জায়গায় তারা কখনো থাকেনি। তাদের কথা চিন্তা করে পারিবারিক-সামাজিক উপায়ে সমস্যার সমাধান হলে তাতেও আমার সর্বোচ্চ সমর্থন থাকবে।’
নাকানো এরিকো (৪৬) পেশায় একজন চিকিৎসক। এরিকোর সঙ্গে ২০০৮ সালে বাংলাদেশি-আমেরিকান নাগরিক ইমরানের (৫৮) বিয়ে হয়। জাপানি আইন অনুযায়ী বিয়ের পর তাঁরা টোকিওতে বসবাস শুরু করেন। তাঁদের তিনটি সন্তান—জেসমিন মালিকা (১১), মাকানো লাইলা লিনা (৯) ও সানিয়া হেনা (৬)। চলতি বছরের ২১ ফেব্রুয়ারি শরীফ ইমরান তাঁর দুই কন্যা জেসমিন মালিকা ও মাকানো লাইলা লিনাকে নিয়ে বাংলাদেশে চলে আসেন। গত ১৮ জুলাই নাকানো এরিকোও তাঁর সন্তানদের জাপানে ফিরিয়ে নিতে ঢাকায় আসেন।
শরীফ ইমরানের দাবি, স্ত্রী তাঁকে ডিভোর্স দিয়ে বাসা থেকে বের করে দিয়েছেন। সন্তানদের ভবিষ্যতের কথা ভেবেই তিনি দুজনকে সঙ্গে করে নিয়ে এসেছেন।
শিশুর অভিভাবকত্ব নিয়ে উচ্চ আদালতে লড়ছেন জাপানি নারী নাকানো এরিকো ও বাংলাদেশি-আমেরিকান ইমরান শরীফ। আগামী ৩১ আগস্ট মামলার শুনানির তারিখ ধার্য করা আছে। তবে এর আগেই পারিবারিক ও সামাজিকভাবে সমঝোতা করতে রাজি হয়েছেন তাঁরা।
আজ বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁও থানার ভিক্টিম সাপোর্ট সেন্টারের বাইরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান নাকানো এরিকোর আইনজীবী মোহাম্মদ শিশির মনির। দুই শিশুর বাবা ইমরান শরীফও একই কথা বলেছেন।
দুই শিশুর জিম্মার বিষয়ে আইনি প্রক্রিয়ার বাইরে সমঝোতায় পৌঁছাতে দুই পক্ষের মধ্যেই আলোচনা চলছে বলে জানিয়েছেন শিশির মনির। তিনি বলেন, ‘এই ধরনের পারিবারিক মামলার ক্ষেত্রে আইনি প্রক্রিয়ার চেয়ে সামাজিক-পারিবারিক সমঝোতায় সমাধান হওয়ার সংখ্যাই বেশি। তাই আইনি প্রক্রিয়ার বাইরেও যেকোনো উপায়ে সমঝোতায় পৌছাতে আমরা রাজি আছি।’
দুই শিশুর বাবা ইমরান শরীফ জানান, দুই শিশুর জন্য অতিদ্রুত সমাধানে পৌঁছাতে চান তিনি। তিনি বলেন, ‘আমার মেয়েরা এখানে ভালো নেই। এখানকার খাবার তারা খেতে পারছে না। এমন জায়গায় তারা কখনো থাকেনি। তাদের কথা চিন্তা করে পারিবারিক-সামাজিক উপায়ে সমস্যার সমাধান হলে তাতেও আমার সর্বোচ্চ সমর্থন থাকবে।’
নাকানো এরিকো (৪৬) পেশায় একজন চিকিৎসক। এরিকোর সঙ্গে ২০০৮ সালে বাংলাদেশি-আমেরিকান নাগরিক ইমরানের (৫৮) বিয়ে হয়। জাপানি আইন অনুযায়ী বিয়ের পর তাঁরা টোকিওতে বসবাস শুরু করেন। তাঁদের তিনটি সন্তান—জেসমিন মালিকা (১১), মাকানো লাইলা লিনা (৯) ও সানিয়া হেনা (৬)। চলতি বছরের ২১ ফেব্রুয়ারি শরীফ ইমরান তাঁর দুই কন্যা জেসমিন মালিকা ও মাকানো লাইলা লিনাকে নিয়ে বাংলাদেশে চলে আসেন। গত ১৮ জুলাই নাকানো এরিকোও তাঁর সন্তানদের জাপানে ফিরিয়ে নিতে ঢাকায় আসেন।
শরীফ ইমরানের দাবি, স্ত্রী তাঁকে ডিভোর্স দিয়ে বাসা থেকে বের করে দিয়েছেন। সন্তানদের ভবিষ্যতের কথা ভেবেই তিনি দুজনকে সঙ্গে করে নিয়ে এসেছেন।
রোগী ও স্থানীয়দের চলাচলের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের রাস্তা সংস্কার ও প্রশস্ত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। রোববার (২৪ আগস্ট) সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নে হাসপাতাল ফটকের সামনে সচেতন তরুণ সমাজের ব্যানারে মানববন্ধন করে তাঁরা এ দাবি জানান।
১১ মিনিট আগেমাদক শনাক্তের এই জটিলতা কাটাতে শিগগির কক্সবাজারে একটি মাদক পরীক্ষাগার নির্মাণে সরকার উদ্যোগ নিয়েছে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের উপপরিচালক সৌমেন মণ্ডল।
১ ঘণ্টা আগেখুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। তবে বিষয়টি নিয়ে উত্তেজনা চলে সারা রাত। উত্তপ্ত পরিস্থিতির কারণে রোববার সব ডিসিপ্লিনের ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ছাড়া ঘটনাটি তদন্তে চার সদস্যের কমিটি গঠন
১ ঘণ্টা আগেঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন এলাকায় ২৫টি স্থায়ী পোস্টার বোর্ড চালু করা হয়েছে। এর মধ্যে নতুন বোর্ড ১০টি ও সংস্কার করা বোর্ড ১৫টি। আজ রোববার রাজধানীর আগারগাঁও তালতলা বাসস্ট্যান্ড এলাকায় বোর্ড স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।
১ ঘণ্টা আগে