Ajker Patrika

পাকুন্দিয়ায় ১০ মিনিটে ১১০টি চারা রোপণ করে বর্ষাকে বরণ 

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
পাকুন্দিয়ায় ১০ মিনিটে ১১০টি চারা রোপণ করে বর্ষাকে বরণ 

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ১০ মিনিটে ১১০টি চারারোপণের মধ্য দিয়ে আষাঢ় মাসকে (বর্ষাকাল) স্বাগত জানানো হয়েছে। অনলাইন প্লাটফর্ম ‘ভয়েস অব পাকুন্দিয়া’ চারারোপণের মধ্য দিয়ে বর্ষাকালকে বরণের এ কর্মসূচি পালন করে। 

এ লক্ষে আজ শনিবার (১৫ জুন) সকাল ১০টা থেকে ১০টা ১০ মিনিট পর্যন্ত কিশোরগঞ্জ-ঢাকা মহাসড়কের পাকুন্দিয়া উপজেলার সুখিয়া থেকে কোদালিয়া পর্যন্ত রাস্তার দুই পাশে ১১০টি চারারোপণ করা হয়। এতে অংশ নেয় ভয়েস অব পাকুন্দিয়ার ১১০ জন সেচ্ছাসেবী। 

জানা গেছে, ‘সবাই মিলে করব চারারোপণ; ফ্রেশ অক্সিজেন করব গ্রহণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনলাইনভিত্তিক সামাজিক প্লাটফর্ম ভয়েস অব পাকুন্দিয়া এ কর্মসূচির আয়োজন করে। সংগঠনটির সামাজিক কর্মকাণ্ডের অংশ হিসেবে এ চারারোপণ কর্মসূচি পালন করা হয়। নিম, মেহগনি, কৃষ্ণচূড়া, আম, জাম, কাঁঠাল ও সুপারি ইত্যাদি জাতের গাছ লাগানো হয়। 

ভয়েস অব পাকুন্দিয়ার প্রতিষ্ঠাতা এসএম রায়হান বলেন, ‘ভয়েস অব পাকুন্দিয়ার প্রতিষ্ঠা হয়েছে সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে। করোনা মহামারিতে ভয়েস অব পাকুন্দিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ ছাড়া হতদরিদ্র, অসহায়, অসুস্থ মানুষের কল্যাণে মানবিক কাজের মাধ্যমে এরই মধ্যে ভয়েস অব পাকুন্দিয়া সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে।’

তিনি আরও বলেন, ‘শনিবার ১০ মিনিটে ১১০টি চারারোপণের মধ্য দিয়ে আষাঢ় মাসকে (বর্ষাকাল) স্বাগত জানানো হয়েছে। পুরো দুই মাস ব্যাপী চারারোপণ কর্মসূচী চলবে। আমাদের এ কর্মসূচির উদ্দেশ্যই হলো মানুষকে সচেতন করা। প্রত্যেকে যদি এই মৌসুমে আমরা অন্তত একটি করেও চারারোপণ করি, এতে আমাদের পরিবেশের ভারসাম্য ঠিক থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত