Ajker Patrika

ব্যাটারিচালিত রিকশা চলাচলে সুষ্ঠু নীতিমালা প্রণয়নের দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, ১৮: ৫৮
ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ এবং বনানীতে বাইকারদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত অবস্থান কর্মসূচি। শুক্রবার মানিক মিয়া অ্যাভিনিউতে তোলা। ছবি: আজকের পত্রিকা
ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ এবং বনানীতে বাইকারদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত অবস্থান কর্মসূচি। শুক্রবার মানিক মিয়া অ্যাভিনিউতে তোলা। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর সড়কে ব্যাটারিচালিত রিকশার অনিয়ন্ত্রিত চলাচল বন্ধ করা এবং সুষ্ঠু নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে ‘মটো ক্লাব-৯৮’ নামে মোটরসাইকেলচালকদের একটি সংগঠন।

ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ এবং বনানীতে বাইকারদের ওপর হামলার প্রতিবাদে আজ শুক্রবার (২৫ এপ্রিল) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে এ দাবি জানান সংগঠনটির সদস্যরা। এ সময় গত সোমবার বনানীতে মোটরসাইকেলচালকদের ওপর ব্যাটারিচালিত রিকশাচালকদের হামলার প্রতিবাদও জানান তাঁরা।

আয়োজক সংগঠনের সদস্য মো. রাসেল বলেন, ‘আমরা চাই, অটোরিকশা রাস্তায় যে দৌরাত্ম্য সৃষ্টি করেছে, এটা বন্ধ হোক। গত সপ্তাহে বনানীতে একজন মোটরবাইকচালকের ওপর অটোরিকশাচালকেরা জঘন্যভাবে হামলা করেছে। এটা খুবই অপ্রত্যাশিত। আমরা এটি চাই না। আমরা চাই না, একজন আরেকজনের ওপর আক্রমণাত্মক হোক।’

তিনি আরও বলেন, ‘দেশে রাস্তাঘাটে গাড়ি চলাচলের একটি নীতিমালা রয়েছে, আমরা চাই সেই নীতিমালা অনুযায়ী গাড়ি চলুক। আমরা বলছি না, অটোরিকশা একেবারেই বন্ধ হয়ে যাক। তাদেরও রুটি-রুজির বিষয় আছে, সেটি রক্ষিত হোক, আমরাও চাই। তবে মূল সড়কে যত্রতত্রভাবে চালানো বন্ধ হোক। তাদের একটি নীতিমালার আওতায় নিয়ে আসা হোক, প্রশিক্ষণ দেওয়া হোক এবং আইন প্রণয়ন করা হোক। যাতে করে তারা স্বেচ্ছাচারিতা না করতে পারে।’

আরেক সদস্য মুশফিকুর রহিম বলেন, ‘বর্তমানে যাঁরা ঢাকার রাস্তায় মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের গাড়ি চালান, তাঁদের কাছে একটি আতঙ্কের নাম অটোরিকশা। প্রশাসনের কাছে আমাদের আবেদন, তারা যেন অটোরিকশার ব্যাপারে একটি ভালো সিদ্ধান্ত নেয়। প্রয়োজনে মহাসড়কে চলুক, তবে আলাদা লেন করে দেওয়া হোক। একটা সুষ্ঠু নির্দেশনা আসুক তাদের ব্যাপারে, যাতে করে তারা তাদের মতো করে চালাতে পারে এবং জনদুর্ভোগ তৈরি না হয়।’

এ সময় সংগঠনটির পক্ষ থেকে চারটি দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো—১. প্রধান সড়কে সাধারণ চলাচল সম্পূর্ণরূপে নিষিদ্ধ করতে হবে। ২. কেবল প্রতিবন্ধী ও বয়স্কদের চলাচলের অনুমতি দিতে হবে। ৩. যত্রতত্র ব্রেক করা ও উল্টো পথে চলাচল বন্ধ করতে হবে এবং ৪. আইন প্রণয়ন করে মোটরসাইকেলের মতোই শাস্তির আওতায় আনতে হবে।

অবস্থান কর্মসূচিতে এ ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য জাহাঙ্গীর সাগর, রাজিব হাসান শিবলু, জলিল হোসেন উজ্জ্বল প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত