নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর সড়কে ব্যাটারিচালিত রিকশার অনিয়ন্ত্রিত চলাচল বন্ধ করা এবং সুষ্ঠু নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে ‘মটো ক্লাব-৯৮’ নামে মোটরসাইকেলচালকদের একটি সংগঠন।
ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ এবং বনানীতে বাইকারদের ওপর হামলার প্রতিবাদে আজ শুক্রবার (২৫ এপ্রিল) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে এ দাবি জানান সংগঠনটির সদস্যরা। এ সময় গত সোমবার বনানীতে মোটরসাইকেলচালকদের ওপর ব্যাটারিচালিত রিকশাচালকদের হামলার প্রতিবাদও জানান তাঁরা।
আয়োজক সংগঠনের সদস্য মো. রাসেল বলেন, ‘আমরা চাই, অটোরিকশা রাস্তায় যে দৌরাত্ম্য সৃষ্টি করেছে, এটা বন্ধ হোক। গত সপ্তাহে বনানীতে একজন মোটরবাইকচালকের ওপর অটোরিকশাচালকেরা জঘন্যভাবে হামলা করেছে। এটা খুবই অপ্রত্যাশিত। আমরা এটি চাই না। আমরা চাই না, একজন আরেকজনের ওপর আক্রমণাত্মক হোক।’
তিনি আরও বলেন, ‘দেশে রাস্তাঘাটে গাড়ি চলাচলের একটি নীতিমালা রয়েছে, আমরা চাই সেই নীতিমালা অনুযায়ী গাড়ি চলুক। আমরা বলছি না, অটোরিকশা একেবারেই বন্ধ হয়ে যাক। তাদেরও রুটি-রুজির বিষয় আছে, সেটি রক্ষিত হোক, আমরাও চাই। তবে মূল সড়কে যত্রতত্রভাবে চালানো বন্ধ হোক। তাদের একটি নীতিমালার আওতায় নিয়ে আসা হোক, প্রশিক্ষণ দেওয়া হোক এবং আইন প্রণয়ন করা হোক। যাতে করে তারা স্বেচ্ছাচারিতা না করতে পারে।’
আরেক সদস্য মুশফিকুর রহিম বলেন, ‘বর্তমানে যাঁরা ঢাকার রাস্তায় মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের গাড়ি চালান, তাঁদের কাছে একটি আতঙ্কের নাম অটোরিকশা। প্রশাসনের কাছে আমাদের আবেদন, তারা যেন অটোরিকশার ব্যাপারে একটি ভালো সিদ্ধান্ত নেয়। প্রয়োজনে মহাসড়কে চলুক, তবে আলাদা লেন করে দেওয়া হোক। একটা সুষ্ঠু নির্দেশনা আসুক তাদের ব্যাপারে, যাতে করে তারা তাদের মতো করে চালাতে পারে এবং জনদুর্ভোগ তৈরি না হয়।’
এ সময় সংগঠনটির পক্ষ থেকে চারটি দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো—১. প্রধান সড়কে সাধারণ চলাচল সম্পূর্ণরূপে নিষিদ্ধ করতে হবে। ২. কেবল প্রতিবন্ধী ও বয়স্কদের চলাচলের অনুমতি দিতে হবে। ৩. যত্রতত্র ব্রেক করা ও উল্টো পথে চলাচল বন্ধ করতে হবে এবং ৪. আইন প্রণয়ন করে মোটরসাইকেলের মতোই শাস্তির আওতায় আনতে হবে।
অবস্থান কর্মসূচিতে এ ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য জাহাঙ্গীর সাগর, রাজিব হাসান শিবলু, জলিল হোসেন উজ্জ্বল প্রমুখ।
রাজধানীর সড়কে ব্যাটারিচালিত রিকশার অনিয়ন্ত্রিত চলাচল বন্ধ করা এবং সুষ্ঠু নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে ‘মটো ক্লাব-৯৮’ নামে মোটরসাইকেলচালকদের একটি সংগঠন।
ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ এবং বনানীতে বাইকারদের ওপর হামলার প্রতিবাদে আজ শুক্রবার (২৫ এপ্রিল) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে এ দাবি জানান সংগঠনটির সদস্যরা। এ সময় গত সোমবার বনানীতে মোটরসাইকেলচালকদের ওপর ব্যাটারিচালিত রিকশাচালকদের হামলার প্রতিবাদও জানান তাঁরা।
আয়োজক সংগঠনের সদস্য মো. রাসেল বলেন, ‘আমরা চাই, অটোরিকশা রাস্তায় যে দৌরাত্ম্য সৃষ্টি করেছে, এটা বন্ধ হোক। গত সপ্তাহে বনানীতে একজন মোটরবাইকচালকের ওপর অটোরিকশাচালকেরা জঘন্যভাবে হামলা করেছে। এটা খুবই অপ্রত্যাশিত। আমরা এটি চাই না। আমরা চাই না, একজন আরেকজনের ওপর আক্রমণাত্মক হোক।’
তিনি আরও বলেন, ‘দেশে রাস্তাঘাটে গাড়ি চলাচলের একটি নীতিমালা রয়েছে, আমরা চাই সেই নীতিমালা অনুযায়ী গাড়ি চলুক। আমরা বলছি না, অটোরিকশা একেবারেই বন্ধ হয়ে যাক। তাদেরও রুটি-রুজির বিষয় আছে, সেটি রক্ষিত হোক, আমরাও চাই। তবে মূল সড়কে যত্রতত্রভাবে চালানো বন্ধ হোক। তাদের একটি নীতিমালার আওতায় নিয়ে আসা হোক, প্রশিক্ষণ দেওয়া হোক এবং আইন প্রণয়ন করা হোক। যাতে করে তারা স্বেচ্ছাচারিতা না করতে পারে।’
আরেক সদস্য মুশফিকুর রহিম বলেন, ‘বর্তমানে যাঁরা ঢাকার রাস্তায় মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের গাড়ি চালান, তাঁদের কাছে একটি আতঙ্কের নাম অটোরিকশা। প্রশাসনের কাছে আমাদের আবেদন, তারা যেন অটোরিকশার ব্যাপারে একটি ভালো সিদ্ধান্ত নেয়। প্রয়োজনে মহাসড়কে চলুক, তবে আলাদা লেন করে দেওয়া হোক। একটা সুষ্ঠু নির্দেশনা আসুক তাদের ব্যাপারে, যাতে করে তারা তাদের মতো করে চালাতে পারে এবং জনদুর্ভোগ তৈরি না হয়।’
এ সময় সংগঠনটির পক্ষ থেকে চারটি দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো—১. প্রধান সড়কে সাধারণ চলাচল সম্পূর্ণরূপে নিষিদ্ধ করতে হবে। ২. কেবল প্রতিবন্ধী ও বয়স্কদের চলাচলের অনুমতি দিতে হবে। ৩. যত্রতত্র ব্রেক করা ও উল্টো পথে চলাচল বন্ধ করতে হবে এবং ৪. আইন প্রণয়ন করে মোটরসাইকেলের মতোই শাস্তির আওতায় আনতে হবে।
অবস্থান কর্মসূচিতে এ ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য জাহাঙ্গীর সাগর, রাজিব হাসান শিবলু, জলিল হোসেন উজ্জ্বল প্রমুখ।
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
২ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
২ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
২ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৪ ঘণ্টা আগে