Ajker Patrika

নারায়ণগঞ্জ শহরে কোটা সংস্কারের দাবিতে সড়ক অবরোধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৭ জুলাই ২০২৪, ১২: ৩৫
নারায়ণগঞ্জ শহরে কোটা সংস্কারের দাবিতে সড়ক অবরোধ

কোটা সংস্কার ও আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ বুধবার বেলা ১১টা থেকে নারায়ণগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শহরের চাষাঢ়া শহীদ মিনার ও প্রেসক্লাবের নিচে পৃথকভাবে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। 

পরে এ দুটি গ্রুপ একত্র হয়ে বিক্ষোভ মিছিল নিয়ে নারায়ণগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে আন্দোলনকারীদের একটি অংশ চাষাঢ়া গোলচত্বর অবরোধ করে। আরেকটি অংশ শহরের প্রেসক্লাবের সামনে জমায়েত হয়। বিক্ষোভে অংশ নেন সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ আইন কলেজ, নারায়ণগঞ্জ কলেজ, আরপি সাহা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। 

পুলিশের গাড়ির সামনে বিক্ষোভকারীরা। ছবি: আজকের পত্রিকা এদিকে, দুপুর ১২টায় চাষাঢ়া চত্বরে প্রবেশ করেন প্রায় অর্ধশত পুলিশ সদস্য। এ সময় শিক্ষার্থীরা ভুয়া ভুয়া বলে দুয়োধ্বনি দেয় পুলিশ সদস্যদের। পুলিশ সদস্যরা নীরবে চাষাঢ়া সোনালি ব্যাংকের পাশের গলিতে অবস্থান নেন। একই সময়ে একজন অতিরিক্ত পুলিশ সুপার গাড়িযোগে এলে তাঁকে গাড়ি থেকে নামিয়ে দেন ছাত্ররা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত