সাভার (ঢাকা) প্রতিনিধি
রাস্তায় যানজট সৃষ্টি হয়নি। স্বাভাবিকভাবে গাড়ি চলাচল করছে। আমরা আশা করছি, আজকে বিকেল থেকে গাড়ির একটা চাপ হতে পারে। বিকেলে যে চাপ আসবে, সেটা মোকাবিলার জন্য আমরা প্রস্তুত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আবদুল্লাহ আল-মামুন।
আজ বৃহস্পতিবার দুপুরে নবীনগর-চন্দ্রা মহাসড়ক পরিদর্শন করতে এসে বাইপাইল স্ট্যান্ডে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
আইজিপি বলেন, ‘গতকাল আমি সদরঘাট টার্মিনালে গিয়েছি, বাস টার্মিনাল ভিজিট করেছি, রেলস্টেশন ভিজিট করেছি। আজকেও আমরা সব সিনিয়র অফিসার মিলে গাজীপুর চৌরাস্তা, চন্দ্রা মোড় ভিজিট করে এখানে এসেছি। এখন পর্যন্ত আমরা যা দেখেছি, সড়কে যানজট সৃষ্টি হয়নি এবং স্বাভাবিকভাবে গাড়ি যাতায়াত করছে।’
যাত্রীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা যাত্রীসাধারণকে বিনীতভাবে অনুরোধ করছি, গাড়িতে উঠে আপনারা অপরিচিত কারও কাছ থেকে কিছু খাবেন না। আমরা অজ্ঞান পার্টি, মলম পার্টিসহ বিভিন্ন গ্রুপকে ধরেছি। আমরা একটা উৎসব পালনের জন্য যাচ্ছি, যদি সতর্ক থাকি তাহলে উৎসবটা আনন্দের সঙ্গে পালন করতে পারব। আমরা নিজের ভুলের জন্য উৎসবের আনন্দটা মাটি করে দিতে পারি না।’
অতিরিক্ত ভাড়ার বিষয়ে পুলিশপ্রধান বলেন, ‘আমি নিজে বিভিন্ন জায়গা ভিজিট করেছি। বেশি ভাড়া নেওয়ার বিষয়টি আমার চোখে পড়েনি। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ যদি এমন কোনো অভিযোগ পান, তাহলে আমাদের জানাবেন। যাত্রীসাধারণের যাত্রা সুগম করতে আমরা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করব।’
সড়ক পরিদর্শনের সময় পুলিশপ্রধানের সঙ্গে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি এ কে এম শাহাবুদ্দিন খান, ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি বরকত উল্লাহ খান ও ঢাকা জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান, ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাস্তায় যানজট সৃষ্টি হয়নি। স্বাভাবিকভাবে গাড়ি চলাচল করছে। আমরা আশা করছি, আজকে বিকেল থেকে গাড়ির একটা চাপ হতে পারে। বিকেলে যে চাপ আসবে, সেটা মোকাবিলার জন্য আমরা প্রস্তুত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আবদুল্লাহ আল-মামুন।
আজ বৃহস্পতিবার দুপুরে নবীনগর-চন্দ্রা মহাসড়ক পরিদর্শন করতে এসে বাইপাইল স্ট্যান্ডে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
আইজিপি বলেন, ‘গতকাল আমি সদরঘাট টার্মিনালে গিয়েছি, বাস টার্মিনাল ভিজিট করেছি, রেলস্টেশন ভিজিট করেছি। আজকেও আমরা সব সিনিয়র অফিসার মিলে গাজীপুর চৌরাস্তা, চন্দ্রা মোড় ভিজিট করে এখানে এসেছি। এখন পর্যন্ত আমরা যা দেখেছি, সড়কে যানজট সৃষ্টি হয়নি এবং স্বাভাবিকভাবে গাড়ি যাতায়াত করছে।’
যাত্রীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা যাত্রীসাধারণকে বিনীতভাবে অনুরোধ করছি, গাড়িতে উঠে আপনারা অপরিচিত কারও কাছ থেকে কিছু খাবেন না। আমরা অজ্ঞান পার্টি, মলম পার্টিসহ বিভিন্ন গ্রুপকে ধরেছি। আমরা একটা উৎসব পালনের জন্য যাচ্ছি, যদি সতর্ক থাকি তাহলে উৎসবটা আনন্দের সঙ্গে পালন করতে পারব। আমরা নিজের ভুলের জন্য উৎসবের আনন্দটা মাটি করে দিতে পারি না।’
অতিরিক্ত ভাড়ার বিষয়ে পুলিশপ্রধান বলেন, ‘আমি নিজে বিভিন্ন জায়গা ভিজিট করেছি। বেশি ভাড়া নেওয়ার বিষয়টি আমার চোখে পড়েনি। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ যদি এমন কোনো অভিযোগ পান, তাহলে আমাদের জানাবেন। যাত্রীসাধারণের যাত্রা সুগম করতে আমরা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করব।’
সড়ক পরিদর্শনের সময় পুলিশপ্রধানের সঙ্গে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি এ কে এম শাহাবুদ্দিন খান, ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি বরকত উল্লাহ খান ও ঢাকা জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান, ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আদালত পরিদর্শক বলেন, শাহজালাল তাঁর জবানবন্দিতে তুহিন হত্যাকাণ্ডে নিজে জড়িত ছিলেন এবং অন্য কে কে জড়িত, সেসব বিষয় উল্লেখ করে বক্তব্য দিয়েছেন। তবে অন্য আসামিরা স্বীকারোক্তি দিতে রাজি হননি। তা ছাড়া পুলিশও তাঁদের আর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেনি। এ কারণে আদালত সব আসামিকে কারাগারে পাঠানোর...
৭ মিনিট আগেবরগুনার পাথরঘাটায় স্কুলে কোচিং শেষে নিজের ক্লাসে যায় ছাত্রীরা। এ সময় একজন পানির বোতল থেকে পানি পান করে। পানিতে দুর্গন্ধ পেয়ে সে বিষয়টি সহপাঠীদের জানায়। এরপর আরও চার ছাত্রী ওই পানি খেয়ে অসুস্থবোধ করতে থাকে।
৭ মিনিট আগেবান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারের তমব্রু রাইট ক্যাম্প এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘুমধুমের তমব্রু সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক পাহারায় রয়েছে।
১৩ মিনিট আগেরংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামের এক দপ্তরির বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ওই দপ্তরির শাস্তি না হওয়া পর্যন্ত সন্তানদের স্কুলে পাঠাবেন না বলে অভিভাবকেরা হুমকি দিয়েছেন। এদিকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক অভিভাবক গত বৃহস্পতিবার ইউএন
১৬ মিনিট আগে