Ajker Patrika

কাল থেকে ডিএসসিসির কিউলেক্স মশা নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কাল থেকে ডিএসসিসির কিউলেক্স মশা নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু 

কিউলেক্স মশা নিয়ন্ত্রণে আগামীকাল সোমবার থেকে কার্যক্রম শুরু করবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আজ রোববার এক সভায় মশক পরিস্থিতির সার্বিক অবস্থা পর্যালোচনা শেষে ডিএসসিসির মেয়র শেখ ফজলে নূর তাপস এ নির্দেশনা দেন। 

মেয়র বলেন, সবার সহযোগিতা ও যৌথ কার্যক্রমের ফলে আমরা ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে সক্ষম হয়েছি। বর্তমানে ডিএসসিসি এলাকায় ডেঙ্গু রোগী খুব কম চিহ্নিত হচ্ছে। কিন্তু সামনে শীত মৌসুম হওয়ায় ঢাকাবাসীকে কিউলেক্স মশা থেকে বাঁচাতে আগামীকাল সোমবার থেকে আমরা কাজ শুরু করছি। 
 
পর্যাপ্ত কীটনাশক, প্রয়োজনীয় জনবল ও যান-যন্ত্রপাতি রয়েছে উল্লেখ করে মেয়র তাপস বলেন, আমরা মশক নিয়ন্ত্রণ কার্যক্রমে শুধু লোকবলই বাড়াইনি বরং প্রয়োজনীয় যান-যন্ত্রপাতিও ক্রয় করা হয়েছে। মশক কর্মী ও সুপারভাইজারদের প্রয়োজনীয় প্রশিক্ষণও প্রদান করা হয়েছে। এ ছাড়া সদ্য ক্রয়কৃত নতুন ২৫টি হুইল-ব্যারো মেশিন এই কার্যক্রমে সংযুক্ত হচ্ছে। আমরা আশাবাদী এর মাধ্যমে কিউলেক্স মশা নিয়ন্ত্রণে অন্য যে কোনো সময়ের তুলনায় অধিকতর সফল হব। 
 
মেয়র জানান, গত সপ্তাহে দক্ষিণ সিটির দশটি অঞ্চলের মশক কর্মী ও সুপারভাইজারদের মশক নিয়ন্ত্রণ সংক্রান্ত কার্যক্রমের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। কিউলেক্স মশক নিয়ন্ত্রণ কার্যক্রমে পূর্বের ১২টি হুইল-ব্যারো মেশিনসহ মোট ৩৭টি মেশিনের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হবে। তা ছাড়া, প্রতি ওয়ার্ডে আরও ২টি করে নতুন ফগার মেশিন কিউলেক্স নিয়ন্ত্রণ কার্যক্রমে যুক্ত হবে। 

এ সময় সভায় দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, সচিব আকরামুজ্জামান, ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত