Ajker Patrika

ভাষার মাসে সরকার হিন্দি সিনেমা আমদানি করে শহীদদের অসম্মান করছে: নুর

ঢাবি প্রতিনিধি
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ১৩: ৩০
ভাষার মাসে সরকার হিন্দি সিনেমা আমদানি করে শহীদদের অসম্মান করছে: নুর

ভাষার মাসে সরকার হিন্দি সিনেমা আমদানি করে ভাষা শহীদদের অসম্মান করছে। বাংলা ভাষার জন্য এদেশের মানুষ জীবন দিয়েছে অথচ সরকার দেশের সংস্কৃতি ধ্বংস করার জন্য ভারতীয় সিনেমা আমদানি করছে বলে মন্তব্য করেন নুরুল হক নুর।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে ফুল দেওয়া শেষে গণমাধ্যমে এসব কথা বলেন গণ অধিকার পরিষদ সদস্যসচিব নুরুল হক নুর। 

নুর বলেন, ‘পৃথিবীর কোনো দেশে ভাষার জন্য জীবন দেওয়ার ইতিহাস নাই। ১৯৫২ সালে ভাষা আন্দোলনের মাধ্যমে আমরা এই বাংলা ভাষা পেয়েছি। অথচ আমরা এখনও স্বাধীনভাবে কথা বলতে পারি না। মানুষের বাক্‌স্বাধীনতা নাই। গণমাধ্যমের স্বাধীনতা নাই। ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যম মুক্ত সাংবাদিকতার পথকে রুদ্ধ করে দিয়েছে এই সরকার।’ 

এ সময় উপস্থিত ছিলেন, গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান, আবু হানিফ, বিপ্লব কুমার পোদ্দার, শহিদুল ফাহিম, সাদ্দাম হোসেন, শাকিলউজ্জামান, যুগ্ম সদস্যসচিব আতাউল্লাহ, আব্দুজ জাহের, জিলু খান, শাওনসহ অনেকেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনীকে আরেকটি প্রক্সি ওয়ারে জড়াতে চায়: ফরহাদ মজহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত