Ajker Patrika

বাণিজ্যমন্ত্রীকে অপসারণের দাবি বাম নেতাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ মে ২০২২, ১৫: ২৮
বাণিজ্যমন্ত্রীকে অপসারণের দাবি বাম নেতাদের

বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ বাণিজ্যমন্ত্রী—এ কথা উল্লেখ করে তাঁকে অপসারণের দাবি জানিয়ে বাণিজ্য মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে বাম গণতান্ত্রিক জোট। মঙ্গলবার এমন দাবি জানিয়ে বাণিজ্য মন্ত্রণালয় ঘেরাও করার আগে জাতীয় প্রেসক্লাবের সামনে একটি বিক্ষোভ সমাবেশ করেন তাঁরা। 

সয়াবিন তেলসহ নিত্যপণ্যের দাম কমানো ও সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ করার কথা উল্লেখ করে গ্রাম ও শহরে সর্বজনীন রেশনিং চালু করার দাবি জানান বাম নেতারা।  সমাবেশে নেতারা অনতিবিলম্বে টিসিবির দোকান ও ট্রাক পুনরায় চালুর দাবি জানান।  বিক্ষোভ সমাবেশে নেতারা বলেন, ‘দ্রব্যমূল্য নিয়ে যে কারসাজি চলছে, তার বিরুদ্ধে ও আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে লড়াই একাকার হয়ে গেছে। এই লড়াইয়ে আমাদের নীতিনিষ্ঠভাবে আন্দোলন করে এই সরকারকে হটাতে হবে, অবস্থা বদল করতে হবে।’ 

সমাবেশ শেষে বাম নেতারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে থেকে পল্টন হয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের দিকে যাত্রা করেন। এ সময় জিরো পয়েন্টে সচিবালয়ের প্রবেশমুখে তাঁরা পুলিশের বাধার সম্মুখীন হন। তখন বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। 

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ (মার্ক্সবাদী) সমন্বয়ক মাসুদ রানা, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক আবদুস সাত্তার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদের বজলুর রশীদ ফিরোজসহ অন্যরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত