নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দুর্নীতি দমন কমিশনের মামলায় সাক্ষীকে একবার জেরা করার পর পুনরায় জেরা করা যাবে না। এটা মামলার বিচার বিলম্বিত করার একটি কৌশল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের এ সংক্রান্ত মামলায় এমন পর্যবেক্ষণ দিয়েছেন আপিল বিভাগ।
আজ রোববার রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়। এতে আপিল বিভাগ বলেছেন, দুদককে না শুনে হাইকোর্টের আদেশে আইনের ব্যত্যয় হয়েছে। কেননা দুর্নীতি দমন কমিশন আইনের ৩৩ (৫) ধারা অনুযায়ী আদেশ দেওয়ার আগে কমিশনকে শুনতে হবে।
দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বলেন, ‘বিচার বিলম্বিত করার জন্য ৩৪২ ধারায় রাষ্ট্রপক্ষের সাক্ষী ফেরদৌস আহমেদকে পুনরায় জেরার করার জন্য আবেদন করেছিলেন খন্দকার মোশাররফ। ওই আবেদন বিচারিক আদালতে খারিজ হয়। এরপর তিনি হাইকোর্টে আপিল করেন। হাইকোর্ট দুর্নীতি দমন কমিশনকে না শুনেই গত ২১ জানুয়ারি আদেশ দেন। যাতে ওই সাক্ষীকে পুনরায় জেরা করার সুযোগ করে দেওয়া হয়।’
খুরশিদ আলম খান আরও বলেন, ‘দুদক হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে। আপিল বিভাগ হাইকোর্টের আদেশ বাতিল করে দেন। এর ফলে মামলাটি যে অবস্থায় আছে সেখান থেকে কার্যক্রম চলবে।’
এর আগে ২০০৮ সালে রমনা থানায় ড. খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলাটি করে দুদক। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে মোশাররফের বিরুদ্ধে ৯ কোটি ৫৩ লাখ ৯৫ হাজার ৩৮১ টাকা বিদেশে পাচারের অভিযোগ আনা হয় মামলায়।
মামলার এজাহারে বলা হয়, খন্দকার মোশাররফ হোসেন মন্ত্রী থাকাকালে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে অর্জিত ৮ লাখ ৪ হাজার ১৪২ পাউন্ড যুক্তরাজ্যের লয়েড টিএসবি অফশোর প্রাইভেট ব্যাংকে তার ও স্ত্রী বিলকিস আক্তারের যৌথ অ্যাকাউন্টে জমা করেন। বাংলাদেশি কোনো নাগরিককে বিদেশের কোনো ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হলে বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিতে হয়। কিন্তু খন্দকার মোশাররফ হোসেন তা না করে এই টাকা বিদেশে পাচার করেছেন।
দুর্নীতি দমন কমিশনের মামলায় সাক্ষীকে একবার জেরা করার পর পুনরায় জেরা করা যাবে না। এটা মামলার বিচার বিলম্বিত করার একটি কৌশল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের এ সংক্রান্ত মামলায় এমন পর্যবেক্ষণ দিয়েছেন আপিল বিভাগ।
আজ রোববার রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়। এতে আপিল বিভাগ বলেছেন, দুদককে না শুনে হাইকোর্টের আদেশে আইনের ব্যত্যয় হয়েছে। কেননা দুর্নীতি দমন কমিশন আইনের ৩৩ (৫) ধারা অনুযায়ী আদেশ দেওয়ার আগে কমিশনকে শুনতে হবে।
দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বলেন, ‘বিচার বিলম্বিত করার জন্য ৩৪২ ধারায় রাষ্ট্রপক্ষের সাক্ষী ফেরদৌস আহমেদকে পুনরায় জেরার করার জন্য আবেদন করেছিলেন খন্দকার মোশাররফ। ওই আবেদন বিচারিক আদালতে খারিজ হয়। এরপর তিনি হাইকোর্টে আপিল করেন। হাইকোর্ট দুর্নীতি দমন কমিশনকে না শুনেই গত ২১ জানুয়ারি আদেশ দেন। যাতে ওই সাক্ষীকে পুনরায় জেরা করার সুযোগ করে দেওয়া হয়।’
খুরশিদ আলম খান আরও বলেন, ‘দুদক হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে। আপিল বিভাগ হাইকোর্টের আদেশ বাতিল করে দেন। এর ফলে মামলাটি যে অবস্থায় আছে সেখান থেকে কার্যক্রম চলবে।’
এর আগে ২০০৮ সালে রমনা থানায় ড. খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলাটি করে দুদক। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে মোশাররফের বিরুদ্ধে ৯ কোটি ৫৩ লাখ ৯৫ হাজার ৩৮১ টাকা বিদেশে পাচারের অভিযোগ আনা হয় মামলায়।
মামলার এজাহারে বলা হয়, খন্দকার মোশাররফ হোসেন মন্ত্রী থাকাকালে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে অর্জিত ৮ লাখ ৪ হাজার ১৪২ পাউন্ড যুক্তরাজ্যের লয়েড টিএসবি অফশোর প্রাইভেট ব্যাংকে তার ও স্ত্রী বিলকিস আক্তারের যৌথ অ্যাকাউন্টে জমা করেন। বাংলাদেশি কোনো নাগরিককে বিদেশের কোনো ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হলে বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিতে হয়। কিন্তু খন্দকার মোশাররফ হোসেন তা না করে এই টাকা বিদেশে পাচার করেছেন।
চুয়াডাঙ্গার দর্শনায় দ্রুতগতির ইজিবাইকের ধাক্কায় মাছুরা খাতুন (৩০) নামের এক নারী মারা গেছেন। আজ সোমবার (১৮ আগস্ট) রাত ৯টার দিকে আহত অবস্থায় মাছুরা খাতুনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসার পরই তিনি মারা যান।
৪ মিনিট আগেগোমস্তাপুরে নারীর (৪০) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার যুগিবাড়ি পাংলার বিল এলাকার একটি আমবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে লাশের নাম-পরিচয় জানা যায়নি।
১ ঘণ্টা আগেছাত্রদলের কমিটি নিয়ে আবার উত্তপ্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। শাখা ছাত্রদলের ৩৭০ সদস্যবিশিষ্ট বর্ধিত কমিটি ও ১৭টি হল কমিটিতে শিবির, ছাত্রলীগ ও ছিনতাইকারী রয়েছে বলে অভিযোগ এনে কমিটি বাতিলের দাবি জানিয়ে আসছেন ছাত্রদলের একদল বিক্ষুব্ধ নেতা-কর্মী।
১ ঘণ্টা আগেকুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে ১০ জেলেসহ একটি নামবিহীন মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। গতকাল রোববার রাতে ট্রলারটি বঙ্গোপসাগরের আনুমানিক ১০ কিলোমিটার গভীরে ডুবে যায়।
১ ঘণ্টা আগে