Ajker Patrika

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেড়েছে যাত্রীর চাপ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৩ জুন ২০২৪, ১৭: ১০
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেড়েছে যাত্রীর চাপ

ঈদুল আজহাকে কেন্দ্র করে প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে নাড়ির টানে গ্রামে ছুটছেন যাত্রীরা। ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে যাত্রীর চাপ বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে যানবাহনের চাপও। তবে এখনো পর্যন্ত মহাসড়কের কোথাও কোনো যানজট সৃষ্টি হয়নি। যাত্রীরা নির্বিঘ্নেই তাঁদের গন্তব্যস্থলে যেতে পারছেন। 

আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে সরেজমিন এমনই চিত্র দেখা যায়।

সরেজমিন দেখা গেছে, দুপুরের পর থেকে অধিকাংশ গার্মেন্টস বন্ধ করে দেওয়ায় পোশাকশ্রমিকেরা গ্রামে যাচ্ছেন। সেই সঙ্গে ঈদের আগে বাড়তি দুর্ভোগ এড়াতে অনেকেই পরিবারের সদস্যদের গ্রামে পাঠিয়ে দিচ্ছেন। তবে তাঁদের অভিযোগ, নির্দিষ্ট ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করছেন বাসমালিকেরা। 

রাবেয়া খাতুন নামের এক পোশাকশ্রমিক বলেন, ‘আজ ঈদের ছুটি পেলাম। এর আগেই বেতন-বোনাস পেয়েছি। আগামীকাল থেকে চাপ বাড়তে পারে। তাই আজই গ্রামে চলে যাচ্ছি।’ 

রিয়াজুল হাসান নামের এক ব্যবসায়ী বলেন, ‘বাড়তি ঝামেলা এড়াতে আজ পরিবারের বাকি সদস্যদের গ্রামে পাঠিয়ে দিচ্ছি। আমি ঈদের আগের দিন গ্রামে যাব। কোনো যানজট দেখতে না পেলেও ভাড়া একটু বেশি নেওয়া হচ্ছে।’ 

ফারুক হোসেন নামের এক বাসচালক বলেন, ‘সায়েদাবাদ থেকে অল্প সময়ের মধ্যেই শিমরাইল মোড়ে এসেছি। কোথাও কোনো যানজট পাইনি। অন্যবারের তুলনায় এবার মহাসড়কের পরিস্থিতি বেশ ভালো।’ 

কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই এ কে এম শরফুদ্দিন বলেন, ‘মহাসড়কের কোথাও কোনো যানজট নেই। যাত্রীরা নির্বিঘ্নে তাঁদের গন্তব্যস্থলে যেতে পারছেন। যাত্রীদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আমরা মহাসড়কে নিরলস কাজ করে যাচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত