Ajker Patrika

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে প্রায় ১৭ কিলোমিটার জুড়ে যানজট

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
আপডেট : ০৬ মার্চ ২০২৪, ১২: ১৪
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে প্রায় ১৭ কিলোমিটার জুড়ে যানজট

অতিরিক্ত গাড়ির চাপ ও চার লেন সড়কের কাজের কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের প্রায় ১৭ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন ঢাকা ও উত্তরবঙ্গে চলাচলকারী পরিবহনের যাত্রী ও চালকেরা। 

আজ বুধবার ভোররাত থেকে মহাসড়কের টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে রসুলপুর পর্যন্ত প্রায় ১৭ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। যান নিরসনে অ্যালেঙ্গা হাইওয়ে পুলিশ, বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা ও বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের লোকজন কাজ করে যাচ্ছে। 

অন্যদিকে যানজটের কারণে ঢাকা ও উত্তরবঙ্গগামী অসংখ্য যানবাহন বিকল্প সড়ক হিসেবে বঙ্গবন্ধু সেতু পূর্ব-ভূঞাপুর-অ্যালেঙ্গা আঞ্চলিক মহাসড়ক ব্যবহার করছে। এতে পাথাইলকান্দি, সিরাজকান্দি, মাটিকাটা, গোবিন্দাসী স্কুল রোড, ভূঞাপুর বাসস্ট্যান্ড, সিংগুরিয়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। 

বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন এলাকায় সকালে দেখা গেছে, মহাসড়কের অ্যালেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব টোলপ্লাজা পর্যন্ত ১৪ কিলোমিটার দুই লেনেই পরিবহনের চাপ রয়েছে। তবে অ্যালেঙ্গা থেকে ঢাকাগামী লেনে তেমন পরিবহন নেই। 

এই যানজটের কারণে উত্তরবঙ্গগামী এবং ঢাকাগামী পরিবহনগুলো অ্যালেঙ্গা থেকে ভূঞাপুর-তারাকান্দি-বঙ্গবন্ধু সেতু পূর্ব আঞ্চলিক সড়ক ব্যবহার করে সেতু গোলচত্বর হয়ে চলাচল করছে। 

বগুড়াগামী থেকে কাঁচামালবাহী ট্রাকের চালক কুদ্দুস হোসেন আজকের পত্রিকা বলেন, ‘সেতুর পশ্চিমে টোল দিয়ে এসে ঘণ্টাখানেক ধরে সেতু পূর্ব গোলচত্বর এলাকায় আটকে আছি। যথাসময়ে আড়তে কাঁচামাল পৌঁছানোর কোনো সম্ভাবনা নাই। অন্যান্য দিনের তুলনায় আজকে কয়েক গুণ বেশি গাড়ির চাপ।’ 

গাবতলী থেকে আসা রংপুরগামী শ্যামলী পরিবহনের যাত্রী হাসান আলী, রত্না বেগমসহ অনেকে বলেন, দীর্ঘ সময় ধরে যানজটের আটকে রয়েছেন তারা। অ্যালেঙ্গার দিকে যানজটের শিকার হয়েছেন তাঁরা। যানজটে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। সড়কে এলোমেলো গাড়ি চালানো ও চার লেনের কাজ করার কারণে এমন যানজটের সৃষ্টি হয়েছে বলে জানতে পেরেছেন।

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের প্রায় ১৭ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ছবি: আজকের পত্রিকাএ বিষয়ে অ্যালেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান জানান, মহাসড়কে পরিবহনের চাপ বেশি। সেই সঙ্গে অ্যালেঙ্গা থেকে সেতু পূর্ব পর্যন্ত দুই লেনে সড়কে পরিবহনের ধীরগতি হলেই ট্রাকচালকেরা ঘুমিয়ে যান। এতে পেছনের গাড়িগুলোও মনে করে সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। 

তিনি আরও জানান, তা ছাড়া অ্যালেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত চার লেন সড়কের কাজ চলছে। যার কারণে যানজট আরও লেগে যায়। যানবাহন ধীরগতিতে চলছে। তবে, যানজট নিরসনে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশের সদস্যরা কাজ করছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট কমে আসবে বলে আশা করছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত