নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রমজানের প্রথম দিনে দ্রব্যমূল্যের পরিস্থিতি তদারকিতে বাজারে যান খোদ বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ রোববার দুপুরে তিনি কারওয়ানবাজার কিচেন মার্কেটের কয়েকটি পাইকারি চালের দোকান, চিনি, ভোজ্যতেল, ডাল, ছোলার দাম দেখতে আসেন। বাজার তদারকি শেষে কিচেন মার্কেটের চতুর্থ তলায় সমিতির কার্যালয়ে সংবাদ ব্রিফিং করেন বাণিজ্যমন্ত্রী।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে উৎসবের সময় ব্যবসায়ীরা পণ্যে ছাড় দেয়। রমজান মাসে মানুষ সংযমী হবে, সেখানে যদি আমরা সুযোগ নেই, তাহলে আল্লাহ তো আমাদের মাফ করবেন না। সেটাও ব্যবসায়ীদের দেখা দরকার। তাঁদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করতে হবে। পণ্যের দাম আমরা চলে গেলে বাড়িয়ে দেবেন। আবার আমরা বাজারে আসলে পণ্যের দাম কমাবেন। তা ঠিক না।’
ভারতে দুর্গাপূজার সময় পণ্যের দামে ছাড় দেওয়া হয়। খ্রিষ্টানদের বড় দিনে ২০-২৫ শতাংশ ছাড় দেওয়া হয়। কিন্তু আমাদের ক্ষেত্রে তা হয় না। রমজান মাসে পণ্যের দামে ছাড় দেওয়া উচিত বলে জানান তিনি। বাজারে বিভিন্ন জিনিসের দাম কমে আসলেও ফলের দাম বাড়ছে।
গরুর মাংসের কেজি ৭০০ টাকা হওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে বাণিজ্যমন্ত্রী বলেন, মাংসের দাম বাণিজ্য মন্ত্রণালয় দেখে না। এটি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় দেখে থাকে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় ন্যায্যমূল্যে মাছ-মাংস বিক্রি করবে। এ বছর কেন রোজার আগে মাংসের দাম বেঁধে দেওয়া হলো না, তা নিয়ে তিনি সিটি করপোরেশনের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবেন বলেও জানান।
রমজানের প্রথম দিনে দ্রব্যমূল্যের পরিস্থিতি তদারকিতে বাজারে যান খোদ বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ রোববার দুপুরে তিনি কারওয়ানবাজার কিচেন মার্কেটের কয়েকটি পাইকারি চালের দোকান, চিনি, ভোজ্যতেল, ডাল, ছোলার দাম দেখতে আসেন। বাজার তদারকি শেষে কিচেন মার্কেটের চতুর্থ তলায় সমিতির কার্যালয়ে সংবাদ ব্রিফিং করেন বাণিজ্যমন্ত্রী।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে উৎসবের সময় ব্যবসায়ীরা পণ্যে ছাড় দেয়। রমজান মাসে মানুষ সংযমী হবে, সেখানে যদি আমরা সুযোগ নেই, তাহলে আল্লাহ তো আমাদের মাফ করবেন না। সেটাও ব্যবসায়ীদের দেখা দরকার। তাঁদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করতে হবে। পণ্যের দাম আমরা চলে গেলে বাড়িয়ে দেবেন। আবার আমরা বাজারে আসলে পণ্যের দাম কমাবেন। তা ঠিক না।’
ভারতে দুর্গাপূজার সময় পণ্যের দামে ছাড় দেওয়া হয়। খ্রিষ্টানদের বড় দিনে ২০-২৫ শতাংশ ছাড় দেওয়া হয়। কিন্তু আমাদের ক্ষেত্রে তা হয় না। রমজান মাসে পণ্যের দামে ছাড় দেওয়া উচিত বলে জানান তিনি। বাজারে বিভিন্ন জিনিসের দাম কমে আসলেও ফলের দাম বাড়ছে।
গরুর মাংসের কেজি ৭০০ টাকা হওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে বাণিজ্যমন্ত্রী বলেন, মাংসের দাম বাণিজ্য মন্ত্রণালয় দেখে না। এটি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় দেখে থাকে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় ন্যায্যমূল্যে মাছ-মাংস বিক্রি করবে। এ বছর কেন রোজার আগে মাংসের দাম বেঁধে দেওয়া হলো না, তা নিয়ে তিনি সিটি করপোরেশনের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবেন বলেও জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
২২ মিনিট আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
২৫ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
৩০ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
৪৩ মিনিট আগে