Ajker Patrika

পদ্মার পাড়ে শনাক্তের অপেক্ষায় মরদেহের সারি

প্রতিনিধি
আপডেট : ০৩ মে ২০২১, ১২: ২০
পদ্মার পাড়ে শনাক্তের অপেক্ষায় মরদেহের সারি

মাদারীপুর: শিবচরের কাঁঠালবাড়ী ঘাটে স্পিডবোট দুর্ঘটনায় ২৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৫ জনের মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়। আর একজন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছেন। আজ সোমবার (৩ মে) ভোর ৬টার দিকে দুর্ঘটনা ঘটলেও নিহতদের স্বজনেরা এখনো ঘটনাস্থলে এসে পৌঁছতে পারেননি।

স্থানীয়রা জানিয়েছেন, নদীর পাড়ে নোঙর করে রাখা বালু বোঝাই একটি বাল্কহেডের সাথে স্পিডবোটটির ধাক্কা লাগে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে ২৫ জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের স্বজনেরা ঘাট এলাকায় এসে পৌঁছাননি।

ছবি: আজকের পত্রিকাস্থানীয় বাসিন্দা শান্ত মিয়া বলেন, ভোর ৬টার দিকে এলাকার নারীরা নদীতে পানি নিতে এসে স্পিডবোটটি উল্টে থাকতে দেখেন। বাড়ি গিয়ে সবাইকে বললে স্থানীয় লোকজন এসে উদ্ধার কাজ শুরু করে। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আসেন।

ছবি: আজকের পত্রিকাস্বেচ্ছাসেবী উদ্ধারকর্মী স্থানীয় মনির ফকির বলেন, ভোর ৬টার সময় এসে দেখি একটা শিশু জীবিত আছে। আরো একজন আহত। আমি সাতটি লাশ উদ্ধার করি। এরপর প্রশাসন আসে।

ছবি: আজকের পত্রিকাপুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, উদ্ধার অভিযান এখনো চলছে। এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে । পাঁচ জন আহত হয়েছে। তাঁরা চিকিৎসাধীন।

ফায়ার সার্ভিসের বৃহত্তর ফরিদপুর অঞ্চলের সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম বলেন, উদ্ধার কাজ এখনো চলছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। স্বজনেরা এখনো এসে পৌঁছাননি।

আরও পড়ুন:

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত