Ajker Patrika

টাঙ্গাইলে ছাত্র আন্দোলনের বিক্ষোভ জনসমুদ্রে পরিণত 

টাঙ্গাইল প্রতিনিধি
আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ১৬: ৪০
টাঙ্গাইলে ছাত্র আন্দোলনের বিক্ষোভ জনসমুদ্রে পরিণত 

টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ জনসমুদ্রে পরিণত হয়েছে। আজ শনিবার সকাল থেকে টাঙ্গাইল প্রেসক্লাব চত্বর ও বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চবিদ্যালয়ের সামনে সমবেত হতে থাকে শিক্ষার্থীরা। 

পরে অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ যুক্ত হয় বিক্ষোভ মিছিল শুরু করে। দুপুরের মধ্যেই শহরের কবি নজরুল সড়ক, প্রেসক্লাব চত্বর, ভিক্টোরিয়া রোডসহ আশপাশের সব এলাকা লোকে লোকারণ্য হয়ে পড়ে। 

এ সময় প্রেসক্লাব চত্বরে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন আন্দোলনের সমন্বয়কেরা। তাঁরা বলেন, ‘এখন আমাদের এক দাবি সরকার পতন। এই সরকার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ। পতন ব্যতীত এই সরকারের কাছে আমাদের কোনো দাবি নেই।’ 

পরে তাঁরা বিক্ষোভ মিছিল নিয়ে নিরালা মোড় হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রেসক্লাব চত্বরে জমায়েত হন। মিছিলে হাজার হাজার ছাত্র-ছাত্রী ও অভিভাবকেরা অংশগ্রহণ করেন। শহরের কর্মসূচি শেষে দেশব্যাপী ডাকা অসহযোগ আন্দোলন সফল করতে এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে। 

টাঙ্গাইলে ছাত্র আন্দোলনের বিক্ষোভমিছিলে আসা এক অভিভাবক বলেন, ‘সন্তানদের যৌক্তিক দাবি পূরণে আমিসহ অনেক অভিভাবক এসেছেন এই মিছিলে। শিক্ষার্থীদের আন্দোলনে আমরাও আছি। নীরবে আর সরকারের এত অত্যাচার সহ্য করা যায় না।’ 

এ বিষয়ে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শরফুদ্দিন বলেন, ‘পুলিশ ধৈর্য সহকারে ও জানমালের নিরাপত্তা দিতে সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছেন। শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত