Ajker Patrika

কুয়েত মৈত্রী হল প্রাধ্যক্ষের পদত্যাগ দাবিতে ঢাবির উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান

ঢাবি প্রতিনিধি
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৩, ১০: ০৩
কুয়েত মৈত্রী হল প্রাধ্যক্ষের পদত্যাগ দাবিতে ঢাবির উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান

সরস্বতী পূজা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ কুয়েত মৈত্রী হলে যথাযথ আয়োজন না থাকায় এবং বিভিন্ন সময়ে প্রাধ্যক্ষ ড. নাজমুন নাহারের বিরুদ্ধে শিক্ষার্থী হয়রানির অভিযোগ এনে পদত্যাগের দাবি তুলেছেন হলের শিক্ষার্থীরা। প্রাধ্যক্ষের পদত্যাগ চেয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন তাঁরা।

আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এই অবস্থান কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা। এ সময় তারা ‘এক দফা এক দাবি, প্রভোস্টের পদত্যাগ’, ‘এক দুই তিন চার, প্রভোস্ট তুই গেলি কই’, ‘আমাদের দাবি আমাদের দাবি, মানতে হবে মানতে হবে’ ইত্যাদি স্লোগান দেন।

আন্দোলনরত একাধিক শিক্ষার্থীর সঙ্গে কথা হয় আজকের পত্রিকার। তারা জানান, মেয়েদের বাকি হলগুলোতে তিন দিন যাবৎ পূজা উপলক্ষে আয়োজন চলছে, কিন্তু আমাদের হলে কিছু হয়নি। এর আগে হলে আগুন লাগে, তখনো প্রভোস্ট আসেননি। বিভিন্ন সময়ে প্রভোস্ট আমাদের হয়রানি করেন, ফেসবুকে পোস্ট দিলে সেগুলোর স্ক্রিনশট নিয়ে তাঁর রুমে ডাকেন। আমরা প্রভোস্টের পদত্যাগ চাই।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন দাবি নিয়ে এসেছে, আমরা তাদের কথা শুনছি ; বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিষয়টি আমলে নেবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত