প্রতিনিধি
গোপালপুর (টাঙ্গাইল) : খাবারের খোঁজে বনাঞ্চল থেকে লোকালয়ে আসা একটি বিরল প্রজাতির (মুখপোড়া) হনুমানকে উদ্ধারের জন্য গেল দুই দিন ধরে ৯৯৯ নম্বরে ফোন করেও কোনো সহযোগিতা পাননি বলে অভিযোগ করেছেন টাঙ্গাইলের গোপালপুর পৌর শহরের ডুবাইল গ্রামের শিমুল আল মামুন নামের এক ব্যবসায়ী। মামুন ওই গ্রামের সহির উদ্দিনের ছেলে।
বিরল প্রজাতির এই হনুমান অসুস্থ হয়ে আশঙ্কাজনক অবস্থায় প্রায় এক সপ্তাহ আগে কুকুরের তাড়া খেয়ে তাদের বাড়ির একটি গাছে অবস্থান নেয়। গতকাল বুধবার সকালে বৃষ্টিতে ভিজে হনুমানটি আরও অসুস্থ হয়ে গাছ থেকে মাটিতে পড়ে যায়। এ সময় স্থানীয় লোকজন প্রাণীটি পলিথিন দিয়ে ঢেকে দেয়।
মামুন বলেন, `বনাঞ্চল থেকে পাঁচ দিন আগে হঠাৎ করেই আমাদের বাড়িতে আসে হনুমানটি। এর পায়ে কুকুরের কামড়ের ক্ষত ছিল। অসুস্থ অবস্থায় কাতরাচ্ছিল হনুমানটি। আমি প্রয়োজনীয় চিকিৎসা ও সেবা করি।' এদিকে বাড়িতে হনুমান আসার খবর পেয়ে স্থানীয় লোকজন ভিড় করতে থাকে। কেউ কেউ কলা ও পাউরুটি খেতে দেয়। দুই দিন আগে হনুমানটি গাছ থেকে মাটিতে নেমে আসে খাবার খেতে। এ সময় আবারও অন্য একটি কুকুর তার পিঠে কামড় দেয়। পরে মামুন ও তার বোনসহ অন্যরা হনুমানটির ক্ষতস্থানে ওষুধ লাগিয়ে দেন। পরে ফের গাছের ডালে উঠে যায়। এতে আরও অসুস্থ হয়ে পড়ে প্রাণীটি। এরপর থেকে গত দুই দিন (মঙ্গল ও বুধবার) ৯৯৯ নম্বরে ফোন দিলেও কেউ হনুমানটি উদ্ধার করতে আসেনি।
হনুমানটির দিনদিন অসুস্থতা বাড়লে মামুন দুশ্চিন্তায় পড়ে যান। পরে স্থানীয় একজনের সহযোগিতায় গতকাল বুধবার বিকেলে মধুপুর থেকে আসা উদ্ধারকারী একটি টিমের কাছে হনুমানটি হস্তান্তর করেন। এরপর ওই টিম হনুমানটিকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেয়।
এ বিষয়ে জানতে চাইলে টাঙ্গাইল জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রানা মিয়া বলেন, `বিষয়টি আমার জানা নেই। হনুমানটির চিকিৎসার জন্য মধুপুর উপজেলা প্রাণিসম্পদ অফিসকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হলে তারা দ্রুত এটি উদ্ধার করে।'
গোপালপুর (টাঙ্গাইল) : খাবারের খোঁজে বনাঞ্চল থেকে লোকালয়ে আসা একটি বিরল প্রজাতির (মুখপোড়া) হনুমানকে উদ্ধারের জন্য গেল দুই দিন ধরে ৯৯৯ নম্বরে ফোন করেও কোনো সহযোগিতা পাননি বলে অভিযোগ করেছেন টাঙ্গাইলের গোপালপুর পৌর শহরের ডুবাইল গ্রামের শিমুল আল মামুন নামের এক ব্যবসায়ী। মামুন ওই গ্রামের সহির উদ্দিনের ছেলে।
বিরল প্রজাতির এই হনুমান অসুস্থ হয়ে আশঙ্কাজনক অবস্থায় প্রায় এক সপ্তাহ আগে কুকুরের তাড়া খেয়ে তাদের বাড়ির একটি গাছে অবস্থান নেয়। গতকাল বুধবার সকালে বৃষ্টিতে ভিজে হনুমানটি আরও অসুস্থ হয়ে গাছ থেকে মাটিতে পড়ে যায়। এ সময় স্থানীয় লোকজন প্রাণীটি পলিথিন দিয়ে ঢেকে দেয়।
মামুন বলেন, `বনাঞ্চল থেকে পাঁচ দিন আগে হঠাৎ করেই আমাদের বাড়িতে আসে হনুমানটি। এর পায়ে কুকুরের কামড়ের ক্ষত ছিল। অসুস্থ অবস্থায় কাতরাচ্ছিল হনুমানটি। আমি প্রয়োজনীয় চিকিৎসা ও সেবা করি।' এদিকে বাড়িতে হনুমান আসার খবর পেয়ে স্থানীয় লোকজন ভিড় করতে থাকে। কেউ কেউ কলা ও পাউরুটি খেতে দেয়। দুই দিন আগে হনুমানটি গাছ থেকে মাটিতে নেমে আসে খাবার খেতে। এ সময় আবারও অন্য একটি কুকুর তার পিঠে কামড় দেয়। পরে মামুন ও তার বোনসহ অন্যরা হনুমানটির ক্ষতস্থানে ওষুধ লাগিয়ে দেন। পরে ফের গাছের ডালে উঠে যায়। এতে আরও অসুস্থ হয়ে পড়ে প্রাণীটি। এরপর থেকে গত দুই দিন (মঙ্গল ও বুধবার) ৯৯৯ নম্বরে ফোন দিলেও কেউ হনুমানটি উদ্ধার করতে আসেনি।
হনুমানটির দিনদিন অসুস্থতা বাড়লে মামুন দুশ্চিন্তায় পড়ে যান। পরে স্থানীয় একজনের সহযোগিতায় গতকাল বুধবার বিকেলে মধুপুর থেকে আসা উদ্ধারকারী একটি টিমের কাছে হনুমানটি হস্তান্তর করেন। এরপর ওই টিম হনুমানটিকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেয়।
এ বিষয়ে জানতে চাইলে টাঙ্গাইল জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রানা মিয়া বলেন, `বিষয়টি আমার জানা নেই। হনুমানটির চিকিৎসার জন্য মধুপুর উপজেলা প্রাণিসম্পদ অফিসকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হলে তারা দ্রুত এটি উদ্ধার করে।'
শিশুদের কলকাকলিতে মুখর আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারি। গ্যালারির দেয়ালজুড়ে সাজানো তাদেরই পছন্দের অনেক ছবি। বইয়ে যে ছবি দেখে পড়া শিখেছে, সেগুলোই ঝুলছিল দেয়ালে। কী নেই সেখানে! নানা নকশায় লেখা বাংলা বর্ণমালা। গাছের ছবি, প্রাণীর ছবি, ফুলের ছবি, পাখির ছবি। বাচ্চারা সেগুলো দেখছে, পরস্পর আলাপ করছে।
৬ ঘণ্টা আগেসংস্কার শুরু হয়েছে রাজশাহী মহানগরীর জামালপুর-চকপাড়া ও হড়গ্রাম এলাকায় সাবেক সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার বাড়ির সামনের সড়ক। পুরোনো ইট-খোয়া সরিয়ে নতুন উপকরণ দিয়ে করার কথা কাজ। কিন্তু ঠিকাদার সড়ক দুটি খুঁড়ে পাওয়া পুরোনো ইট-খোয়া দিয়েই কাজ করছেন। এ নিয়ে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করলেও পরিদর্শনেই যাননি
৬ ঘণ্টা আগেবান্দরবানের আলীকদম উপজেলা সদর ইউনিয়নে ভুয়া কাগজপত্রে ভোটার হচ্ছেন রোহিঙ্গারা। রোহিঙ্গাদের কাছ থেকে জনপ্রতি ২০ থেকে ৫০ হাজার টাকা নিয়ে জনপ্রতিনিধিরা ভুয়া নাগরিক সনদ ও ‘রোহিঙ্গা নয়’ মর্মে প্রত্যয়নপত্র দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
৬ ঘণ্টা আগেইতিহাস, ঐতিহ্য আর মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বাংলাদেশ বেতারের পুরোনো সদর দপ্তর ভবন। রাজধানীর শাহবাগে অবস্থিত এই ভবনের অবস্থা এখন করুণ। বেতারের স্মৃতি-ঐতিহ্যের কিছুই আর অবশিষ্ট নেই। প্রায় পরিত্যক্ত এই ভবন এখন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সাবেক বিএসএমএমইউ/পিজি) জন্য কাজ করা আনসার সদস্যদের
৬ ঘণ্টা আগে