Ajker Patrika

উপমহাদেশের প্রখ্যাত গাইনী বিশেষজ্ঞ ডা. টি এ চৌধুরী মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
উপমহাদেশের প্রখ্যাত গাইনী বিশেষজ্ঞ ডা. টি এ চৌধুরী। ছবি: সংগৃহীত
উপমহাদেশের প্রখ্যাত গাইনী বিশেষজ্ঞ ডা. টি এ চৌধুরী। ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রখ্যাত গাইনী চিকিৎসক তৌহিদুল আনোয়ার চৌধুরী (টি এ চৌধুরী) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল রোববার দুপুরে রাজধানীতে নিজ বাসায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। বাংলাদেশ ডায়াবেটিস অ্যাসোসিয়েশন সূত্রে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে আজকের পত্রিকা।

এ এইচ এম তৌহিদুল আনোয়ার চৌধুরী ১৯৩৭ সালে জন্মগ্রহণ করেন। ঢাকা মেডিকেল কলেজ থেকে ১৯৬০ সালে এমবিবিএস পাস করেন। এডিনবরার রয়্যাল কলেজ অব সার্জনস থেকে এফআরসিএস করেন।

ইংল্যান্ড থেকে ফিরে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে সহযোগী অধ্যাপক পদে যোগ দেন ডা. টি এ চৌধুরী। এর ছয় বছর পর চট্টগ্রাম মেডিকেল কলেজে বদলি হন। সেখানেই সহযোগী থেকে অধ্যাপকে পদোন্নতি পান। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে অবস অ্যান্ড গাইনোকলজির অধ্যাপক হয়ে ১৯৯৪ সালে অবসরে যান।

ডা. টি এ চৌধুরী অবস অ্যান্ড গাইনোকলজি সোসাইটি বাংলাদেশের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। পরে সভাপতির দায়িত্বও পালন করেন তিনি। এ ছাড়াও তিনি ‘বাংলাদেশ পেরিনেটাল সোসাইটি’ ও ‘ফার্টিলিটি অ্যান্ড স্টেরিলিটি বাংলাদেশের’ প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ছিলেন।

টি এ চৌধুরী মানুষের ভালোবাসার পাশাপাশি দেশে–বিদেশে কাজের স্বীকৃতি এবং সম্মাননা পেয়েছেন। স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যার এই চিকিৎসক ২০১৭ সালে স্বাধীনতা পুরস্কার পান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত