Ajker Patrika

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষায় গোপালগঞ্জে ৪৬ জন বহিষ্কার

গোপালগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৯ মার্চ ২০২৪, ২২: ০৬
প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষায় গোপালগঞ্জে ৪৬ জন বহিষ্কার

ইলেকট্রনিকস ডিভাইস ও মোবাইল ফোন ব্যবহার করায় গোপালগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়াদের মধ্যে ৪৬ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। আজ শুক্রবার নিয়োগ পরীক্ষা চলাকালীন বিভিন্ন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট শিক্ষার্থীদের ভ্রাম্যমাণ আদালতে সাজা দেন। 

৪৬ জনের মধ্যে ৩১ জন পরীক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে সাজা ও ৯ জনকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। পাশপাশি ৬ শিক্ষার্থীকে শুধু বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া পরীক্ষার্থীদের সহযোগিতা করায় পরীক্ষা কেন্দ্রের বাইরে থেকে ২ জনকে সাজা দেওয়া হয়। 

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ৪৬ পরিক্ষার্থীর মধ্যে ২৬ জনকে এক মাস, ২ জনকে ২০ দিন, ২ জনকে ১০ দিন ও একজনকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড, ৯ জনকে বিভিন্ন অংকে জরিমানা ও ৬ জনকে বহিস্কার করা হয়েছে। এছাড়া ইলেকট্রনিকস ডিভাইস ব্যবহারে পরীক্ষার্থীদের সহযোগিতা করায় পরীক্ষা কেন্দ্রের বাইরে থেকে ২ জনকে যথাক্রমে ১০ দিন ও ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়। 

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শেখ শাসছুল আরেফীন জানান, গোপালগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ছিল। এতে অংশ নেওয়া পরীক্ষার্থীদের ৪৬ জন ইলেকট্রনিকস ডিভাইস ও মোবাইল ব্যবহারের অপরাধে ১৮৬০ সালের দণ্ডবিধি আইনের ১৮৮ ধারায় পরীক্ষার্থীসহ ৩৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। ৯ জনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া ৬ জনকে শুধু বহিষ্কার করা হয়েছে। 

উল্লেখ্য, শুক্রবার গোপালগঞ্জের ২১টি কেন্দ্রে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ১৫ হাজার ৩০০ পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ১০ হাজার ৯১২ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত