নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ দলের হয়ে বেশ কিছু ম্যাচে সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হন আফিফ হোসেন। যার ফলে সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালীন আফিফকে ঢাকা পাঠিয়ে দেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
এরপরই এক সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বলেছিলেন, আফিফের চেহারার জন্য তাঁকে বাদ দেওয়া হয়নি। বাদ দেওয়া হয়েছে তাঁর পারফরম্যান্সের জন্য। ভালো পারফর্ম করলেই দলে ফেরার দরজা খোলা। এরপর ইংল্যান্ডের মাটিতে আগামী ৯ মে শুরু হতে যাওয়া আয়ারল্যান্ড সিরিজেও বাদ পড়েন এ বাঁহাতি ব্যাটার।
যার ফলে এ বছর বাংলাদেশের বিশ্বকাপ দলে আফিফের সুযোগ পাওয়া নিয়ে প্রশ্ন জেগেছে। তবে বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, অবশ্যই আফিফ বিশ্বকাপের চিন্তা-ভাবনায় আছেন।
আয়ারল্যান্ড সিরিজে বাদ পড়লেও ঢাকা প্রিমিয়ার লিগে রানের ফুলঝুরি ছোটানো শুরু করেছেন আফিফ। আবাহনীর জয়ে রাখছেন গুরুত্বপূর্ণ অবদান। তাঁকে কাছ থেকেই দেখেছেন দলের কোচ খালেদ মাহমুদ সুজন।
আজ মিরপুরে সুজন সংবাদমাধ্যমকে বলেন, ‘অবশ্যই আমি সব সময় আফিফকে দেখি বাংলাদেশ দলে। আফিফের ছোটখাটো যে ভুলত্রুটি আছে, সে চেষ্টা করছে সেগুলো কাটিয়ে ওঠার। এখনো সে তরুণ। তার যথেষ্ট সামর্থ্য আছে। তার মতো খেলোয়াড় আমাদের জন্য সহজে পাওয়া সম্ভব না। যে কি না একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারে।’
আফিফের সামর্থ্যের উপমা দিতে গিয়ে সুজন বললেন, ‘যদি কিছুদিন আগের কথা বলি, আফিফ-মিরাজের দারুণ এক জুটিতে আমরা আফগানিস্তানের বিপক্ষে একটা কঠিন ম্যাচ জিতেছি। এই লিগেও সে কিছু গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছে। হয়তোবা যে ইস্যুগুলোর কথা বললাম, সেগুলো নিয়ে সে কাজ করছে এবং ভালো করছে। আমি মনে করি শেষ ম্যাচে আফিফের বিরাট অবদান ছিল। আফিফ সব সময় ভালো খেলোয়াড়।’
আবাহনীর হয়ে ১০ ম্যাচে ৫৫.৭৫ গড় ও ১১৪.৯৫ স্ট্রাইক রেটে ৪৪৬ রান করেছেন আফিফ। এবারের মৌসুমেই লিস্ট ‘এ’ ক্রিকেটে পেয়েছেন প্রথম সেঞ্চুরির দেখা। তাঁকে অধিনায়ক করা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ‘এ’ দলের সিরিজে।
কিছুদিন আগেই মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে সুজন বলেছিলেন, তিনি রিয়াদকে বিশ্বকাপে দেখছেন না। একই প্রশ্ন আফিফ নিয়েও, তিনি কি বিশ্বকাপে সুযোগ পাবেন? সুজন বললেন, ‘আমার মনে হয়, সে চিন্তা-ভাবনায় নেই; এমনটা হতেই পারে না। অবশ্যই সে আছে। দেখা যাক সামনে কী হয়। সে বাংলাদেশ দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ ক্রিকেটার। হয়তোবা (ক্ষুধা কমে যাওয়া), কারণ যখন আপনি দলে থাকবেন তখন বুঝবেন না। আমি বিশ্বাস করি আফিফ দলে ফেরার জন্য উন্মুখ আছে। সে অবশ্যই দলে ফিরবে। আর সে চিন্তা করার একটা সময়ও পেয়েছে।’
ঘরোয়া লিগে একটু আগে ব্যাটিং পজিশনে খেললেও জাতীয় দলে আফিফের পজিশনটা ৬-৭ নম্বরে। যেখানে আফিফকে মানিয়ে নেওয়াও সহজ ছিল না। সুজন যোগ করেন, ‘আমি মনে করি প্রিমিয়ার লিগ কোনো অংশেই হালকা ক্রিকেট না, এটা অনেক কঠিন ক্রিকেট। এখানে সে ব্যাটিং পজিশন নিয়েও খুব খুশি। জাতীয় দলের ছয়-সাতে কঠিন পজিশনে ব্যাটিং করতে হয়। এখানে আবাহনীতে চার-পাঁচে ব্যাটিং করছে। আমি মনে করি সে তার কাজটা খুব ভালোভাবে করছে। ওপেনারদের নতুন বল মোকাবিলা ছাড়া, বাকি সব ব্যাটারদের জন্যই একই রকম খেলা, যেকোনো পজিশনেই।’
বাংলাদেশ দলের হয়ে বেশ কিছু ম্যাচে সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হন আফিফ হোসেন। যার ফলে সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালীন আফিফকে ঢাকা পাঠিয়ে দেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
এরপরই এক সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বলেছিলেন, আফিফের চেহারার জন্য তাঁকে বাদ দেওয়া হয়নি। বাদ দেওয়া হয়েছে তাঁর পারফরম্যান্সের জন্য। ভালো পারফর্ম করলেই দলে ফেরার দরজা খোলা। এরপর ইংল্যান্ডের মাটিতে আগামী ৯ মে শুরু হতে যাওয়া আয়ারল্যান্ড সিরিজেও বাদ পড়েন এ বাঁহাতি ব্যাটার।
যার ফলে এ বছর বাংলাদেশের বিশ্বকাপ দলে আফিফের সুযোগ পাওয়া নিয়ে প্রশ্ন জেগেছে। তবে বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, অবশ্যই আফিফ বিশ্বকাপের চিন্তা-ভাবনায় আছেন।
আয়ারল্যান্ড সিরিজে বাদ পড়লেও ঢাকা প্রিমিয়ার লিগে রানের ফুলঝুরি ছোটানো শুরু করেছেন আফিফ। আবাহনীর জয়ে রাখছেন গুরুত্বপূর্ণ অবদান। তাঁকে কাছ থেকেই দেখেছেন দলের কোচ খালেদ মাহমুদ সুজন।
আজ মিরপুরে সুজন সংবাদমাধ্যমকে বলেন, ‘অবশ্যই আমি সব সময় আফিফকে দেখি বাংলাদেশ দলে। আফিফের ছোটখাটো যে ভুলত্রুটি আছে, সে চেষ্টা করছে সেগুলো কাটিয়ে ওঠার। এখনো সে তরুণ। তার যথেষ্ট সামর্থ্য আছে। তার মতো খেলোয়াড় আমাদের জন্য সহজে পাওয়া সম্ভব না। যে কি না একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারে।’
আফিফের সামর্থ্যের উপমা দিতে গিয়ে সুজন বললেন, ‘যদি কিছুদিন আগের কথা বলি, আফিফ-মিরাজের দারুণ এক জুটিতে আমরা আফগানিস্তানের বিপক্ষে একটা কঠিন ম্যাচ জিতেছি। এই লিগেও সে কিছু গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছে। হয়তোবা যে ইস্যুগুলোর কথা বললাম, সেগুলো নিয়ে সে কাজ করছে এবং ভালো করছে। আমি মনে করি শেষ ম্যাচে আফিফের বিরাট অবদান ছিল। আফিফ সব সময় ভালো খেলোয়াড়।’
আবাহনীর হয়ে ১০ ম্যাচে ৫৫.৭৫ গড় ও ১১৪.৯৫ স্ট্রাইক রেটে ৪৪৬ রান করেছেন আফিফ। এবারের মৌসুমেই লিস্ট ‘এ’ ক্রিকেটে পেয়েছেন প্রথম সেঞ্চুরির দেখা। তাঁকে অধিনায়ক করা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ‘এ’ দলের সিরিজে।
কিছুদিন আগেই মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে সুজন বলেছিলেন, তিনি রিয়াদকে বিশ্বকাপে দেখছেন না। একই প্রশ্ন আফিফ নিয়েও, তিনি কি বিশ্বকাপে সুযোগ পাবেন? সুজন বললেন, ‘আমার মনে হয়, সে চিন্তা-ভাবনায় নেই; এমনটা হতেই পারে না। অবশ্যই সে আছে। দেখা যাক সামনে কী হয়। সে বাংলাদেশ দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ ক্রিকেটার। হয়তোবা (ক্ষুধা কমে যাওয়া), কারণ যখন আপনি দলে থাকবেন তখন বুঝবেন না। আমি বিশ্বাস করি আফিফ দলে ফেরার জন্য উন্মুখ আছে। সে অবশ্যই দলে ফিরবে। আর সে চিন্তা করার একটা সময়ও পেয়েছে।’
ঘরোয়া লিগে একটু আগে ব্যাটিং পজিশনে খেললেও জাতীয় দলে আফিফের পজিশনটা ৬-৭ নম্বরে। যেখানে আফিফকে মানিয়ে নেওয়াও সহজ ছিল না। সুজন যোগ করেন, ‘আমি মনে করি প্রিমিয়ার লিগ কোনো অংশেই হালকা ক্রিকেট না, এটা অনেক কঠিন ক্রিকেট। এখানে সে ব্যাটিং পজিশন নিয়েও খুব খুশি। জাতীয় দলের ছয়-সাতে কঠিন পজিশনে ব্যাটিং করতে হয়। এখানে আবাহনীতে চার-পাঁচে ব্যাটিং করছে। আমি মনে করি সে তার কাজটা খুব ভালোভাবে করছে। ওপেনারদের নতুন বল মোকাবিলা ছাড়া, বাকি সব ব্যাটারদের জন্যই একই রকম খেলা, যেকোনো পজিশনেই।’
বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য র্যালি হয়েছে। সোমবার (১১ আগস্ট) সকালে খাগড়াছড়ি শহরের টাউন হল প্রাঙ্গণে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম।
২৮ মিনিট আগেমাদারীপুরের শিবচরে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণকালে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপির লোকজনের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ সময় আহত হয়েছেন অন্তত ২৫ জন। আজ সোমবার (১১ আগস্ট) রাত ৮টার দিকে শিবচরের চরশ্যামাইল এলাকার পৌরভবন ২-এর কাছে এ হামলার ঘটনা ঘটে। জয় বাংলা স্লোগান দিয়ে স্থানীয় আওয়ামী লীগের লো
৪২ মিনিট আগেপুলিশ বলছে, দুটি লাশই বিকৃত অবস্থায় পাওয়া যায়। যাত্রীর আসনে থাকা মরদেহের মুখ থেঁতলানো অবস্থায় ছিল। গাড়ির সব দরজা খোলা ছিল। তাঁদের মৃত্যুর কারণ নিয়ে তাৎক্ষণিকভাবে কিছুই জানায়নি তারা।
১ ঘণ্টা আগেফেনীর পরশুরাম সীমান্তে নুরুল ইসলাম (৬৩) নামের এক ব্যক্তিকে ধরে নিয়ে যাওয়ার ৭ ঘণ্টা পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ সোমবার বিকেলে পতাকা বৈঠকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে তাঁকে ফেরত দেওয়া হয়। এ সময় উভয় বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১ ঘণ্টা আগে