Ajker Patrika

নিপুণকে ঠেকাতে চেম্বার আদালতে ডিপজল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ মে ২০২৪, ২১: ১১
নিপুণকে ঠেকাতে চেম্বার আদালতে ডিপজল 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছেন মনোয়ার হোসেন ডিপজল। আজ রোববার বিষয়টি আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিমের আদালতে শুনানির জন্য উঠে। তবে নিপুণ আক্তারের আইনজীবী শাহ মঞ্জুরুল হক সময় আবেদন করেন। 

ডিপজলের আইনজীবী মোহাম্মদ সাঈদ আহমেদ রাজা আজকের পত্রিকাকে বলেন, হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে করা আবেদন চেম্বার আদালতে শুনানির জন্য ছিল। তবে নাসরিন আক্তার নিপুণের আইনজীবী এক দিন সময় আবেদন করেছেন। এটি আগামীকাল সোমবার আবারও শুনানির জন্য থাকবে।

২০ মে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন ডিপজলের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। একই সঙ্গে ওই নির্বাচনে ভোটারদের প্রভাবিত করাসহ অনিয়মের অভিযোগ অনুসন্ধান করতে সমাজকল্যাণ মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়। পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নাসরিন আক্তার নিপুণের করা রিটের পরিপ্রেক্ষিতে ওই আদেশ দেওয়া হয়। 

ওই দিন হাইকোর্টের আদেশের পর নিপুণের আইনজীবী শাহ মঞ্জুরুল হক বলেন, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলের বিরেুদ্ধে ভোটারদের প্রভাবিত করা, আচরণবিধি লঙ্ঘনসহ নানা অভিযোগ রয়েছে। এমনকি নির্বাচনে কারচুপির অভিযোগও রয়েছে। বিষয়গুলো নিয়ে নির্বাচনী আপিল বোর্ডের কাছেও আবেদন করা হয়েছিল। হাইকোর্ট সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দিয়ে রুল জারি করেছেন।

নিপুণের অপর আইনজীবী পলাশ চন্দ্র রায় বলেন, হাইকোর্ট সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনে ছয় মাসের নিষেধোজ্ঞা দিয়ে রুল জারি করেছেন। নির্বাচনের ফল কেন বাতিল ঘোষণা করা হবে না এবং নতুন নির্বাচন করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয় রুলে। আর অনিয়মের বিষয়টি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধিনে থাকা নিবন্ধন কর্তৃপক্ষকে অনুসন্ধান করতে বলা হয়েছে। 

এর আগে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে ১৪ মে রিট করেন নাসরিন আক্তার নিপুণ। রিট আবেদনে মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজলের নেতৃত্বাধীন কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞার পাশাপাশি নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ তদন্তে কমিটি গঠন এবং নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশনা চাওয়া হয়। 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন হয় গত ১৯ এপ্রিল। যাতে জয়ী হয় মিশা-ডিপজল প্যানেল। গত ২৩ এপ্রিল ফল ঘোষণা করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

‘কথিত আওয়ামী লীগ সদস্যদের’ বাংলাদেশবিরোধী তৎপরতার বিষয়ে ভারত অবহিত নয়: মুখপাত্র

কলকাতার নিউটাউনে বসে আয়েশ করছেন আওয়ামী লীগ নেতারা

চাকরি না ছেড়েই বিদেশে পাড়ি, ৪৮ শিক্ষক বরখাস্ত

ভিসা ছাড়া পাকিস্তান সফরের চুক্তি হতে পারে শিগগির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত